ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ শুরু হতে খুব একটা দেরি নেই। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলি নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি চালাচ্ছে। প্রত্যেকটি দেশ তাদের দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। অনেক দেশ বিশ্বকাপের জন্য তাদের প্রাথমিক দল ঘোষণা করেছে। তার মধ্যে ইংল্যান্ড অন্যতম। তবে ইংল্যান্ডের ঘোষণা করা বিশ্বকাপের প্রাথমিক দলে বাদ গিয়েছেন হ্যারি ব্রুক। আর এই দল থেকে বাদ পড়ার পরেই ১০০ বলের প্রতিযোগিতা দ্য হান্ড্রেড টুর্নামেন্টে গর্জে উঠলেন তিনি। ৪২ বলে ১০৫ রানে অপরাজিত থেকে সবাইকে তাক লাগিয়ে দিলেন তিনি।
এই বছর ওয়ানডে বিশ্বকাপের জন্য একদিনের ক্রিকেটের অবসর ভেঙে দলে ফিরে এসেছেন টেস্ট অধিনায়ক বেন স্টোকস। তাঁর এই ফিরে আসার ফলেই হ্যারি ব্রুককে বাদ পড়তে হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্বকাপের জন্য প্রাথমিক দল থেকে বাদ পড়ে হ্যারি যে খুব একটা খুশি নন তা তিনি বুঝিয়ে দিলেন একশো বলের প্রতিযোগিতায়। এই টুর্নামেন্টে নর্দান সুপারচার্জার্সের হয়ে খেলেন তিনি। এই ম্যাচে তিনি দ্রুততম শতরানের পাশাপাশি অপরাজিতও থাকেন। ইংল্যান্ডের এই টুর্নামেন্টের সবচেয়ে দ্রুততম শত রান এটা।
এই দুরন্ত সেঞ্চুরি করতে গিয়ে হ্যারি মারেন ১১টি বউন্ডারি ও সাতটি ওভার বাউন্ডারি। তবে তাঁর দুরন্ত শতরান ম্যাচ জেতাতে পারেনি নর্দান সুপারচার্জার্সকে। হ্যারিরা প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৫৮ রান তোলে। এই ম্যাচে হ্যারি ছাড়া নর্দানের অন্য কেউ রান পাননি। বেশিরভাগ ক্রিকেটার এক সংখ্যার রানেই আটকে গেছেন একমাত্র একা কুম্ভের মতো লড়ে যান হ্যারি। জবাবে ব্যাট করতে নেমে বিপক্ষ দল ওয়েলস ফায়ার ১০ বল বাকি থাকতেই জেতার জন্য প্রয়োজনীয় ১৫৯ রান তুলে নেয়। ব্রুকের এই পারফরম্যান্সে অনেকেই অবাক হয়ে যান।
এবার কথা হচ্ছে ব্রুকের এই অসাধারণ শতরানের পরে ইংল্যান্ডের একদিনের বিশ্বকাপে দলে তার অন্তর্ভুক্তি ঘটবে কিনা। তবে প্রাথমিক বিশ্বকাপ দল থেকে বাদ পড়ে মূল দলে ঢোকার ইতিহাস ক্রিকেট বিশ্বে খুব কমই রয়েছে। সাম্প্রতিককালে এরকম ঘটেছে বলে মনে করতে করতে পারছেন না ক্রিকেট বিশেষজ্ঞরা। এখন দেখার হ্যারি নতুন কোনও রেকর্ড তৈরি করেন কিনা।