আইপিএল থেকে দিনে দিনে আয় বেড়েই চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। ক'দিন আগেই মোটা অঙ্কে অ্যাডিডাসের সঙ্গে ভারতীয় দলের কিটস স্পনসরশিপ চুক্তি করেছে বোর্ড। নতুন লিড স্পনসর হিসেবে ড্রিম ইলেভেন দিচ্ছে মোটা টাকা। এবার নতুন করে ফুলে ফঁপে উঠল বিসিসিআইয়ের কোষাগার। বিপুল অঙ্কে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের সঙ্গে টাইটেল স্পনসরশিপ চুক্তি সারল ভারতীয় বোর্ড।
শুক্রবার বোর্ডের তরফে বিসিসিআই ইভেন্টের টাইটেল স্পনসর হিসেবে বাণিজ্যিক সংস্থাটির নাম ঘোষণা করা হয়। অর্থাৎ, এবার থেকে আইসিসি ও এসিসি ইভেন্ট ছাড়া ভারতে অনুষ্ঠিত যাবতীয় আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের টাইটেল স্পনসর হিসেবে দেখা যাবে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ককে। এমনকি রঞ্জি, দলীপ, ইরানি ট্রফির মতো বিসিসিআই টুর্নামেন্টগুলিরও টাইটেল স্পনসর থাকছে তারা। ছেলে ও মেয়েদের অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টগুলিও থাকছে চুক্তির আওতায়। উল্লেখ্য, এই চুক্তির আওতায় থাকছে না ইন্ডিয়ান প্রিমিয়র লিগ। বিসিসিআই আইপিএলের টাইটেল স্পনসরশিপ চুক্তি সারে আলাদা করে।
এতদিন বিসিসআই ইভেন্টের টাইটেল স্পসর ছিল মাস্টারকার্ড। পেটিএমের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পরে ভারতীয় ক্রিকেটের আঙিনায় মাথা গলায় মাস্টারকার্ড। এবার সেই জায়গা নিল আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ থেকেই ভারতীয় ক্রিকেটের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হবে নতুন টাইটেল স্পনসরের। আগামী তিন বছরের জন্য বিসিসিআইয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধল আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক। চুক্তির মেয়াদ শেষ হবে ২০১৬ সালের অগস্টে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে বিজ্ঞপ্তিতে চুক্তির অঙ্ক সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে ক্রিকবাজের খবর যে, আন্তর্জাতিক ম্যাচ পিছু বিসিসিআইকে ৪.২ কোটি টাকা দেবে সংস্থাটি। এতদিন টাইটেল স্পনসরশিপ বাবদ ম্যাচ পিছু ৩.৮ কোটি টাকা পেত ভারতীয় ক্রিকেট বোর্ড। সুতরাং, এবার ম্যাচ পিছু ৪০ লক্ষ টাকা বাড়তি আয় করবে বিসিসিআই। টাইটেল স্পনসরশিপ বাবদ তিন বছরে কম-বেশি ২৩৫ কোটি টাকা ঢুকবে বোর্ডের কোষাগারে।
নতুন স্পনসরকে ভারতীয় ক্রিকেটের আঙিনায় স্বাগত জানিয়ে বিসিসিআই সভাপতি রজার বিনি বিজ্ঞপ্তিতে বলেন, ‘আমাদের সমস্ত হোম ম্যাচের টাইটেল স্পনসর হিসেবে আইডিএফসি ফার্স্টকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত।’ বোর্ড সচিব জয় শাহ বলেন, ‘বিসিসিআইয়ের হোম ম্যাচের টাইটেল স্পনসর হিসেবে আইডিএফসি ফার্স্ট সেন্টার স্টেজ দখল করায় ভারতীয় ক্রিকেটের নতুন অধ্যায় শুরু হল।’