এক ম্যাচ বাকি থাকতেই, আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ জিতে নেওয়াই লক্ষ্য টিম ইন্ডিয়ার। আর সেই লক্ষ্য পূরণেই রবিবার ইন্দোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টি আন্তর্জাতিকে (T20I) আফগানিস্তানের মুখোমুখি হবে রোহিত শর্মা ব্রিগেড।
বৃহস্পতিবার মোহালিতে উদ্বোধনী টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতকে ছয় উইকেটে জয় এনে দিতে শিবম দুবের নজরকাড়া হাফসেঞ্চুরি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। আর এই জয়ের হাত ধরেই ভারত সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।
বাঁ-হাতি শিবম দুবে ৪০ বলে অপরাজিত ৬০ রান করে ভারতকে ১৫ বল বাকি থাকতে ১৫৯ রানের লক্ষ্য অতিক্রম করতে সাহায্য করে। প্রথমে ব্যাট করে আফগানিস্তান ৫ উইকেটে ১৫৮ রান করেছিল। সেই রান তাড়া করে সহজ জয় ছিনিয়ে নেয় রোহিত শর্মার টিম ইন্ডিয়া।
আরও পড়ুন: প্রথম দুই টেস্টে ইশানের বদলে ঋদ্ধি নন, আস্থা জুরেলে, বাদ প্রসিধ, আনফিট শামির জায়গায় আবেশ
এদিকে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে ভারত ইন্দোরে পৌঁছানোর পরেই, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) শনিবার একটি মজাদার ভিডিয়ো শেয়ার করেছে। যেখানে টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা ইন্দোর সম্পর্কে বলতে গিয়ে, সেখানকার কোন জিনিস তাঁদের ভালো লাগে, সেই কথা শেয়ার করে নিয়েছেন।
কিছু প্লেয়ার যেমন ইন্দোরের আইকনিক খাবার পোহাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অনেকে আবার ইন্দোরের ছেলে আবেশ খানকে দলের সবচেয়ে হাস্যরসাত্মক ব্যক্তি হিসেবে তুলে ধরেছেন। সেই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।
মধ্যপ্রদেশের ইন্দোরের ছেলে আবেশকে এই ভিডিয়োতে বলতে শোনা গিয়েছে, ‘সবাইকে হ্যালো, আপ সভি কা স্বাগত হ্যায় মেরে শহের ইন্দোর মে (আমি আমার নিজের শহর ইন্দোরে আপনাদের সবাইকে স্বাগত জানাই)।’
প্রসঙ্গত, আবেশ এই টি-টোয়েন্টি সিরিজের দলে গুরুত্বপূর্ণ সদস্য। পাশাপাশি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টের দলেও রাখা হয়েছে আবেশের নাম। মহম্মদ শামির জায়গায় তাঁকে দলে নেওয়া হয়েছে। এদিকে দক্ষিণ আফ্রিকায় খারাপ পারফরম্যান্স করার জন্য প্রসিধ কৃষ্ণকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। শামির পরিবর্তেই প্রসিধকে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজের দলে রাখা হয়েছিল।
বেঙ্গালুরু ১৭ জানুয়ারি তৃতীয় টি-টোয়েন্টি আয়োজন করবে। তার আগেই অবশ্য ভারত সিরিজ জিতে ফেলতে চাইছে। যদিও আফগানিস্তানও মরণ কামড় দেবে। তাই লড়াইটা রোহিতদের খুব সহজ হবে না। ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি ব্যক্তিগত কারণে বৃহস্পতিবার মোহালিতে আফগানদের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচ খেলতে পারেননি। তবে তিনি ইন্দোর এবং বেঙ্গালুরু টি-টোয়েন্টি ম্যাচের জন্য উপলব্ধ থাকছেন। যেটা টিম ইন্ডিয়ার প্লাস পয়েন্ট হবে।