হায়দরাবাদে অনুষ্ঠিত ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে ইংল্যান্ড দলে ফিরতে চলেছেন উইকেটরক্ষক বেন ফোকস। তাঁর দলে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন ইংল্যান্ড দলের অধিনায়ক বেন স্টোকস। হ্যারি ব্রুক ব্যক্তিগত কারণে সফর ত্যাগ করার পর জনি বেয়ারস্টো একজন বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবেই এই সিরিজে খেলবেন। ভারতীয় পিচে তিনজন ফ্রন্টলাইন স্পিনারকে বেছে নিতে পারে ইংল্যান্ড দল। তবে অনক্যাপড অফ স্পিনার শোয়েব বশির ভিসা সমস্যার কারণে কিছু অঙ্ক বদলেছে ইংল্যান্ড দল। সম্ভবত জেমস অ্যান্ডারসন এবং মার্ক উডের গতির পাশাপাশি মাত্র দুই স্পিনারকে বেছে নেবে ইংল্যান্ড। জো রুটও তার পার্ট-টাইম অফ-ব্রেক অফার করতে পারেন বলে খবর পাওয়া যাচ্ছে।
ফিট বাঁ-হাতি স্পিনার জ্যাক লিচও খেলতে পারেন। সম্ভবত পাকিস্তানে অভিষেক হওয়া লেগ-স্পিনার রেহান আহমেদ এবং ল্যাঙ্কাশায়ারের আনক্যাপড বাঁ-হাতি টম হার্টলির মধ্যে একজনকে সুযোগ দেওয়া হতে পারে। যেখানে হার্টলি এগিয়ে থাকবে বলে মনে করা হচ্ছে। ল্যাঙ্কাশায়ারের ২৪ বছরের হার্টলি ২০টি প্রথম-শ্রেণির ম্যাচে চল্লিশটি উইকেট নিয়েছেন এবং ইংল্যান্ডের হয়ে দুটি একদিনের আন্তর্জাতিক ম্য়াচও খেলেছেন। বেন স্টোকস বলেছেন, ‘টম এমন একজন যিনি খুব লম্বা, সে খুব কঠিন গতিতে বোলিং করে এখানে তাঁকে সামলানো বেশ কঠিন হতে পারে।’
আবুধাবিতে ইংল্যান্ডের অনুশীলন ক্যাম্পের সময়ে বাড়ি থেকে একটি খবর আসার পরে ব্রুক দল ছেড়ে দেশে ফিরে যান। পাঁচ ম্যাচের সিরিজে হয়তো পরে ফিরতে পারেন ব্রুক। দুর্দান্ত ফর্মে ছিলেন হ্যারি ব্রুক, এমন অবস্থায় তাঁর অনুপস্থিতি ইংল্যান্ডের জন্য চাপ তৈরি করেছে। ব্রুক চলে যেতেই ফোকসকে নিয়ে জল্পনা তৈরি হয়েছে। বেন স্টোকস আগেই ফোকসকে বিশ্বের সেরা উইকেটরক্ষক বলে অভিহিত করেছেন। ভারতে তিনি ইংল্যান্ড দলের জন্য যে একটি বিশাল সম্পদ হবেন সেটা মনে করেন ইংল্যান্ড অধিনায়ক।
বেন স্টোকস বলেন, ‘তিনি শুধু এমন কাজই করতে পারেন যা অন্য কিপাররা করতে পারে না, বরং তাকে অবিশ্বাস্যভাবে সহজ হতে দেখা যায়। তাঁর মধ্যে বিশেষ প্রতিভা রয়েছে এবং তার মতো এমন কেউ এর থেকে ভালো করতে পারবে না। এই সিরিজে বিশাল পার্থক্য গড়তে পারেন ফোকস।’ অর্থাৎ বলা যেতেই পারে যে ফোকসকে এই সিরিজে ইংল্যান্ডের উইকেটের পিছনে দেখা যেতে পারে। ফলে জনি বেয়ারস্টো একজন ব্যাটার হিসাবেই মাঠে নামবেন। জানা গিয়েছে জনি বেয়ারস্টো পাঁচ নম্বরে ব্যাট করতে নামবেন।