বাংলা নিউজ > ক্রিকেট > IND vs ENG: পুরো কৃতিত্বটাই ওর, ভারতের মাটিতে স্পিনারদের সাফল্যের জন্য স্টোকসের প্রশংসায় ইংরেজ তারকা

IND vs ENG: পুরো কৃতিত্বটাই ওর, ভারতের মাটিতে স্পিনারদের সাফল্যের জন্য স্টোকসের প্রশংসায় ইংরেজ তারকা

রেহান আহমেদ ও বেন স্টোকস। ছবি-এপি (AP)

ভারত সফরে বেশ কিছু স্পিনার নিয়ে এসেছে ইংল্যান্ড দল। যা দলকে ভরসা দিচ্ছে। তেমনই একজন রেহান আহমেদ। এই তারকা ক্রিকেটার ইংরেজ অধিনায়কের প্রশংসা করলেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে সমতা ফেরাতে সক্ষম হয়েছে টিম ইন্ডিয়া। বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্ট জিতে ঘুরে দাঁড়াতে সফল হয়েছে রোহিত শর্মারা। ১০৪ রানে ম্যাচ পকেটে তুলে নিয়েছে 'মেন ইন ব্লু'। অর্থাৎ, এই মুহূর্তে তৃতীয় টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে দুই দলের কাছে। তবে তা শুরু হওয়ার আগে ইংল্যান্ডের তরুণ স্পিনার রেহান আহমেদ প্রশংসা করেছেন দলের অধিনায়ক বেন স্টোকসের।

বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে ইংল্যান্ডের এই তরুণ ক্রিকেটার জানিয়েছেন যে বেন স্টোকসের তিনি সবরকমের সাহায্য পেয়েছেন। এখানেই শেষ নয়, রেহান আহমেদ আরও জানিয়েছেন যে বেন স্টোকসের সবসময় প্রধান লক্ষ্য এটাই থাকে যে কি করে একজন ক্রিকেটারের থেকে তাঁর সেরাটা বার করে আনা যায়।

রেহান আহমেদ বলেন, 'দলের পরিবেশটা অত্যন্ত ভালো। এই যে টমি আর ব্যাশ বিনা ঘাবড়ে এত সুন্দর পারফর্ম করেছে, এই কৃতিত্বটাই আমি দলের অধিনায়ক বেন স্টোকসকে দিতে চাই। যেই পরিবেশটা আমরা পেয়েছি সেটার জন্য একটা বড় সুবিধা হয় কি যে খেলতে নামার সময় আমরা ভুলে যাই যে আমাদের সামনে কোন বড় তারকা ক্রিকেটার রয়েছে। বেন স্টোকস হোক কি আমাদের দলের হেড কোচ ব্র্যান্ডন ম্যাককালাম, ওরা কেউই পরিস্থিতি নিয়ে অতটা পরোয়া করে না। ওদের দুজনেরই আসল উদ্দেশ্য একজন ক্রিকেটারের থেকে তার সেরাটা বার করে আনা।'

পাশাপাশি, এই সাক্ষাৎকারে রেহান আহমেদ তুলে ধরেন আবুধাবিতে অনুশীলন চলাকালীন একটি ঘটনার কথাও এবং প্রশংসা করেন বেন স্টোকসের। তিনি বলেন, 'আমার এখনও মনে আছে আবুধাবির সেই ঘটনা। প্রতি শুক্রবার আমরা প্রার্থনা করি। আমার সঙ্গে সেই মুহূর্তে ব্যাশও ছিলো। আমি আমাদের দলের ম্যানেজার ওয়েনোকে মেসেজ করি এবং জিজ্ঞেস করি যদি আমাদের অনুমতি দেওয়া হয় সেদিন ট্রেনিং না করার। সঙ্গে সঙ্গে বেন আমাকে মেসেজ করে জানায় যে যখনই এরম সমস্যা হবে তখনই যেন তাঁকে জানানো হয়। ও বলছিল যে এরকম পরিস্থিতি ও বুঝতে পারে। সত্যি বলতে গেলে ও নিজের কথাটা রেখেওছে। তাই এই পরিস্থিতি নিয়ে আগামী দিনে আমাকে কোনও রকমের কোনও সমস্যায় পড়তেও হয়নি। বেনকে এই জন্য ধন্যবাদ জানাতে চাই।'

ক্রিকেট খবর

Latest News

২ মিনিটে ২ ঐতিহাসিক পদক ভারতের! ২০০ মিটারে সিমরান, জ্যাভেলিনে নভদীপ, মোট কত হল? 'পাপের ঘড়া উলটোয়, ২০ বছর সময় লাগল, সে লাগুক…',অরিন্দমকে নিয়ে বিস্ফোরক স্বস্তিকা UGC-NET কত নম্বর পেতে পারেন? মিলল আভাস, কীভাবে অ্যানসার কি চ্যালেঞ্জ করবেন? ইংল্যান্ডের ৩২৫ রানের জবাবে লড়ছে শ্রীলঙ্কা! ৯৩/৫ থেকে দ্বিতীয় দিনের শেষে ২১১/৫… 'বিয়ের পর থেকে পাইনি …' ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাঞ্চনের বিষয়ে কী বললেন শ্রীময়ী? শুধু একটা শব্দ ‘‌আসি’‌, নাড়িয়ে দিল লালবাজারকে, মহিলার প্রাণ বাঁচাল পুলিশ ভূটানে একান্তে স্ত্রী কোয়েলের সঙ্গে ছুটি কাটাচ্ছেন অরিজিৎ, সামনে এল ছবি... ৪ ইনিংসে ৩ অর্ধশতরান!কাজে এল না স্কটিশ ম্যাকমুলেনের ইনিংস! অজিরা সিরিজ জিতল ৩-০… গ্রামবাংলার মানুষের এবার আবাসের টাকা মিলতে চলেছে, নির্ভুল তালিকা তৈরির নির্দেশ যৌন হেনস্থার অভিযোগ, পরিচালক অরিন্দম শীলকে সাসপেন্ড করল ডিরেক্টরস গিল্ড

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.