কেপ টাউন টেস্টের প্রথম ইনিংসেই প্রায় ১০০ রানে লিড নেওয়াই ভারতের জয় নিশ্চিত করে দেয়, মেনে নিলেন রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ ড্র করার পরে ভারত অধিনায়ক কৃতিত্ব দিলেন ব্যাটিং-বোলিং উভয় বিভাগকেই। ব্যাটসম্যানরা ব্যক্তিগতভাবে বড় রানের ইনিংস গড়তে না পারলেও লো স্কোরিং ম্যাচে প্রতিটি রানই যে গুরুত্বপূর্ণ, সেটা উল্লেখ করতে ভোলেননি হিটম্যান।
তবে সবার আগে রোহিত জানান যে, সেঞ্চুরিয়ন টেস্টে যে ভুলগুলি করেছিলেন, তা থেকে শিক্ষা নেওয়াই ছিল তাঁদের আসল লক্ষ্য। সেই ভুলগুলি শুধরে নিতে পারায় ম্যাচ জিততে অসুবিধা হয়নি টিম ইন্ডিয়ার। ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারত অধিনায়ক বলেন, ‘এটা নিশ্চিতভাবেই দারুণ জয়। তবে আগেই বলেছি যে, সেঞ্চুরিয়নে যে ভুলগুলি হয়েছিল, সেগুলি শুধরে নেওয়াই ছিল আসল লক্ষ্য। আমরা দারুণভাবে ঘুরে দাঁড়াতে পেরেছি, বিশেষ করে আমাদের বোলাররা। আমাদের নির্দিষ্ট কিছু পরিকল্পনা ছিল, যেগুলি মেলে ধরতে পারার পুরস্কার মিলেছে। আমাদের সঠিক জায়গায় বল রাখতে হতো। বাকি কাজটা পিচ করে দিয়েছে।’
রোহিত আরও বলেন, ‘ব্যাট হাতেও আমরা নিজেদের যথাযথভাবে প্রয়োগ করতে পেরেছি, যার ফলেই ১০০ রানের (আসলে ৯৮) লিড নিতে পারি। যদিও শেষ ৬টি উইকেট যেভাবে হারাতে হয়, সেটা নিশ্চিতভাবেই আমাদের খুশি করেনি। আমরা জানতাম তাড়াতাড়ি ম্যাচ শেষ হয়ে যাবে। এমন ম্যাচে প্রতিটি রানই গুরুত্বপূর্ণ। প্রথম ইনিংসে লিড নেওয়াটা ভীষণ জরুরি ছিল।’
ভারত অধিনায়ক সঙ্গে যোগ করেন, ‘সিরাজের স্পেলটা অসাধারণ ছিল। এমন বোলিং আপনি রোজ রোজ দেখতে পাবেন না। বুমরাহ, মুকেশ ও প্রসিধকেও কৃতিত্ব দিতে হয়। ওরা যথাযথ সঙ্গত করেছে সিরাজকে। দক্ষিণ আফ্রিকায় খেলতে আসা সবসময় চ্যালেঞ্জের। ভারতের বাইরে আমরা অনেক ক্রিকেট খেলেছি এবং অনেক গৌরব অর্জন করেছি। এই সিরিজটা জিততে পারলে ভালো লাগত। তবে দক্ষিণ আফ্রিকা খুবই ভালো দল। ওরা সব সময় আমাদের কঠিন লড়াইয়ে ফেলেছে। সিরিজ জিততে না পারলেও আমরা মাথা উঁচু করেই দেশে ফিরব।’
উল্লেখ্য, কেপ টাউন টেস্টে দক্ষিণ আফ্রিকার ৫৫ রানের জবাবে ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়া তাদের প্রথম ইনিংসে সংগ্রহ করে ১৫৩ রান। অর্থাৎ, প্রথম ইনিংসের নিরিখে ৯৮ রানের লিড নেয় ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা অল-আউট হয়ে যায় ১৭৬ রানে। জয়ের জন্য ভারতের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় মাত্র ৭৯ রানের। টিম ইন্ডিয়া শেষ ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ৮০ রান তুলে ম্যাচ জিতে যায়।
এই প্রথম কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোনও টেস্ট ম্যাচ জিতল ভারত। উল্লেখযোগ্য বিষয় হল, টিম ইন্ডিয়াই এশিয়ার প্রথম ও একমাত্র দেশ, যারা এই মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচ জিতে মাঠ ছাড়ে।