আমদাবাদে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে সিরিজের তৃতীয় বেসরকারি টেস্টের প্রথম দিনে রীতিমতো চাপে দেখাচ্ছে ভারতীয়-এ দলকে। মূলত প্রথম ইনিংসে পর্যাপ্ত রান সংগ্রহ করতে না পারায় অভিমন্যু ঈশ্বরনদের ব্যাকফুটে দেখাচ্ছে।
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস জিতে ভারতীয়-এ দলকে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান ইংল্যান্ড লায়ন্সের ক্যাপ্টেন জোশ বোহানন। প্রথম দিনের তাজা পিচে ভারতের শুরুটা মনে রাখার মতো হয়নি মোটেও। মাত্র ১৯ রানেই দুই ওপেনার ঈশ্বরন ও সাই সুদর্শনের উইকেট হারিয়ে বসে ভারতীয়-এ দল।
খাতা খুলতে পারেননি ক্যাপ্টেন অভিমন্যু। ২১ বলে ৭ রান করে মাঠ ছাড়েন সুদর্শন। তিলক বর্মাকে সঙ্গে নিয়ে প্রাথমিক বিপর্যয় রোধের চেষ্টা করেন দেবদূত পাডিক্কাল। তবে তিলক কার্যত সেট হয়েও নিজের উইকেট ছুঁড়ে দিয়ে আসেন। ৩টি বাউন্ডারির সাহায্যে ৫১ বলে ২২ রান করে মাঠ ছাড়েন তিলক।
চার নম্বরে ব্যাট করতে নেমে খাতা খুলতে পারেননি রিঙ্কু সিং। তিনি ৫ বল খেলে শূন্য রানে আউট হন। ১টি বাউন্ডারির সাহায্যে ৪ বলে ৪ রান করে মাঠ ছাড়েন উইকেটকিপার-ব্যাটার কুমার কুশাগ্র। পাডিক্কাল ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করে সাজঘরে ফেরেন। তিনি ১১টি বাউন্ডারির সাহায্যে ৯৬ বলে ৬৫ রান করে মাঠ ছাড়েন।
সাত নম্বরে ব্যাট করতে নেমে দাপুটে হাফ-সেঞ্চুরি করেন সরাংশ জৈন। তিনি ১২টি বাউন্ডারির সাহায্যে ৮২ বলে ৬৪ রান করে আউট হন। শামস মুলানি করেন ১১ রান। ২১ বলের ইনিংসে তিনি ১টি চার মারেন। ১টি বাউন্ডারির সাহায্যে ১৮ বলে ৭ রান করেন আকাশ দীপ। ৩ বল খেলে খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন আর্শদীপ সিং। কোনও বল খেলার সুযোগই পাননি ১১ নম্বরে ব্যাট করতে নামা যশ দয়াল।
ইংল্যান্ড লায়ন্সের হয়ে ম্যাথিউ পটস ১৬.২ ওভার বল করে ৩টি মেডেন-সহ ৫৭ রানের বিনিময়ে ৬টি উইকেট তুলে নেন। ব্রাইডন কার্স ১২ ওভার বল করে ১টি মেডেন-সহ ৫২ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন। ভারতীয়-এ দল ৫০.২ ওভারে ১৯২ রান তুলে তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়।
পালটা ব্যাট করতে নেমে ইংল্যান্ড লায়ন্স প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ৯৮ রান সংগ্রহ করে। ব্যক্তিগত ১৭ রানে আকাশ দীপের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন কিটন জেনিংস। অ্যালেক্স লিস ৪৮ ও অলিভার প্রাইস ২০ রানে নট-আউট থাকেন। আপাতত প্রথম ইনিংসের নিরিখে ভারতীয়-এ দলের থেকে ৯৪ রানে পিছিয়ে রয়েছে ইংল্যান্ড লায়ন্স।