বাংলা নিউজ > ক্রিকেট > India A vs England Lions: প্রথম সুযোগেই চমক, ভারতীয়-এ দলে রিঙ্কু-তিলকদের ব্যর্থতা ঢাকলেন সরাংশ জৈন

India A vs England Lions: প্রথম সুযোগেই চমক, ভারতীয়-এ দলে রিঙ্কু-তিলকদের ব্যর্থতা ঢাকলেন সরাংশ জৈন

ভারতীয়-এ দলের হয়ে হাফ-সেঞ্চুরি সরাংশ জৈনের। ছবি- পিটিআই।

India A vs England Lions 3rd Unofficial Test: আমদাবাদে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে সিরিজের তৃতীয় বেসরকারি টেস্টের প্রথম দিনে ব্যাকফুটে দেখাচ্ছে ভারতীয়-এ দলকে। সরাংশ জৈন ছাড়াও দাপুটে হাফ-সেঞ্চুরি করেন দেবদূত পাডিক্কাল। প্রথম দিনে ভারতের হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন আকাশ দীপ।

আমদাবাদে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে সিরিজের তৃতীয় বেসরকারি টেস্টের প্রথম দিনে রীতিমতো চাপে দেখাচ্ছে ভারতীয়-এ দলকে। মূলত প্রথম ইনিংসে পর্যাপ্ত রান সংগ্রহ করতে না পারায় অভিমন্যু ঈশ্বরনদের ব্যাকফুটে দেখাচ্ছে।

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস জিতে ভারতীয়-এ দলকে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান ইংল্যান্ড লায়ন্সের ক্যাপ্টেন জোশ বোহানন। প্রথম দিনের তাজা পিচে ভারতের শুরুটা মনে রাখার মতো হয়নি মোটেও। মাত্র ১৯ রানেই দুই ওপেনার ঈশ্বরন ও সাই সুদর্শনের উইকেট হারিয়ে বসে ভারতীয়-এ দল।

খাতা খুলতে পারেননি ক্যাপ্টেন অভিমন্যু। ২১ বলে ৭ রান করে মাঠ ছাড়েন সুদর্শন। তিলক বর্মাকে সঙ্গে নিয়ে প্রাথমিক বিপর্যয় রোধের চেষ্টা করেন দেবদূত পাডিক্কাল। তবে তিলক কার্যত সেট হয়েও নিজের উইকেট ছুঁড়ে দিয়ে আসেন। ৩টি বাউন্ডারির সাহায্যে ৫১ বলে ২২ রান করে মাঠ ছাড়েন তিলক।

চার নম্বরে ব্যাট করতে নেমে খাতা খুলতে পারেননি রিঙ্কু সিং। তিনি ৫ বল খেলে শূন্য রানে আউট হন। ১টি বাউন্ডারির সাহায্যে ৪ বলে ৪ রান করে মাঠ ছাড়েন উইকেটকিপার-ব্যাটার কুমার কুশাগ্র। পাডিক্কাল ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করে সাজঘরে ফেরেন। তিনি ১১টি বাউন্ডারির সাহায্যে ৯৬ বলে ৬৫ রান করে মাঠ ছাড়েন।

আরও পড়ুন:- Bengal vs Mumbai: আকাশ যেন পরিষ্কার থাকে! ইডেনে রাহানেদের চ্যালেঞ্জ সামলানোর আগে আবহাওয়া নিয়ে দুশ্চিন্তায় মনোজ

সাত নম্বরে ব্যাট করতে নেমে দাপুটে হাফ-সেঞ্চুরি করেন সরাংশ জৈন। তিনি ১২টি বাউন্ডারির সাহায্যে ৮২ বলে ৬৪ রান করে আউট হন। শামস মুলানি করেন ১১ রান। ২১ বলের ইনিংসে তিনি ১টি চার মারেন। ১টি বাউন্ডারির সাহায্যে ১৮ বলে ৭ রান করেন আকাশ দীপ। ৩ বল খেলে খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন আর্শদীপ সিং। কোনও বল খেলার সুযোগই পাননি ১১ নম্বরে ব্যাট করতে নামা যশ দয়াল।

আরও পড়ুন:- IND vs ENG: সরফরাজের সঙ্গে যুব বিশ্বকাপ খেলা এই ৯ ক্রিকেটার ইতিমধ্যেই ভারতের হয়ে মাঠে নেমেছেন

ইংল্যান্ড লায়ন্সের হয়ে ম্যাথিউ পটস ১৬.২ ওভার বল করে ৩টি মেডেন-সহ ৫৭ রানের বিনিময়ে ৬টি উইকেট তুলে নেন। ব্রাইডন কার্স ১২ ওভার বল করে ১টি মেডেন-সহ ৫২ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন। ভারতীয়-এ দল ৫০.২ ওভারে ১৯২ রান তুলে তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়।

আরও পড়ুন:- IND vs ENG 2nd Test: ভাইজ্যাগে কিংবদন্তি শেন ওয়ার্নকে ছুঁয়ে অশ্বিন একাই গড়তে পারেন ৫টি রেকর্ড, চোখ রাখুন তালিকায়

পালটা ব্যাট করতে নেমে ইংল্যান্ড লায়ন্স প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ৯৮ রান সংগ্রহ করে। ব্যক্তিগত ১৭ রানে আকাশ দীপের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন কিটন জেনিংস। অ্যালেক্স লিস ৪৮ ও অলিভার প্রাইস ২০ রানে নট-আউট থাকেন। আপাতত প্রথম ইনিংসের নিরিখে ভারতীয়-এ দলের থেকে ৯৪ রানে পিছিয়ে রয়েছে ইংল্যান্ড লায়ন্স।

ক্রিকেট খবর

Latest News

চালান আনতে হবে! ভরা কোর্টে ব্যাকফুটে সিব্বল, কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের কোলে বসিয়ে চুমু নাকি ‘অ্যাক্সিডেন্ট’, ‘একঘরে’ অরিন্দমের সাফাইতে চটল অভিযোগকারিণী ৬৯ হাজার সহকারি শিক্ষকের নতুন তালিকা তৈরির নির্দেশে সুপ্রিম স্থগিতাদেশ ওই রাজ্যে 'জাস্টিস ফর আর জি কর'-সুদূর কানাডাতেও ফের গর্জে উঠলেন প্রতিবাদীরা গণপতি বিসর্জনে নবদম্পতি অনন্ত-রাধিকা, কিছু মুহূর্ত প্রকাশ্যে খেলতে খেলতেই খেলার দল কিনে ফেললেন সঞ্জু স্যামসন, হয়ে গেলেন ফ্র্যাঞ্চাইজি মালিক কোন কোন জিনিসের দাম কমছে GST কাউন্সিলের বৈঠকের পরে? বিমার কী হবে? দেখে নিন দেশে মাঙ্কিপক্সের ‘বিচ্ছিন্ন’ কেস-র হদিশ! কেন্দ্র জানাল জরুরি তথ্য, উপসর্গ কী? ক্যানসারের ওষুধে, নিমকিতে কমছে জিএসটি, স্বাস্থ্য বিমা নিয়ে সিদ্ধান্ত কবে? মুম্বই থেকে সোজা লন্ডনে ছুট! রাস্তায় ছেলে কোলে অনুষ্কা, পাশে বিরাট, ব্যাপারটা কী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.