রাজকোটে ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্টে প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে টিম ইন্ডিয়া বড় রান তুললেও, নেমেই মারমুখি রুপ নিয়েছে বেন স্টোকসরা। দিনের শেষে দুই উইকেট হারিয়ে তারা তুলেছে ২০৭ রান এবং খেলেছে ৩৫টি ওভার। বলা যায়, দিনটি পুরোপুরি ব্যাটারদের জন্যই ছিল। তবে আজ অবশেষে নিজের লক্ষ্যে পৌঁছে গেলেন ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ওপেনার জ্যাক ক্রলির উইকেট নিয়ে তিনি ছুঁয়ে ফেললেন ৫০০ উইকেটের গণ্ডি এবং এর সঙ্গে তিনি ক্রিকেট বিশ্বের নবম বোলার হলেন যিনি এই নজির গড়েছে। এছাড়াও তিনি দ্বিতীয় ভারতীয় বোলার হলেন যিনি ৫০০ উইকেট নিয়েছেন।
একদিকে যখন গোটা ক্রিকেট বিশ্ব অশ্বিনের গড়া এই রেকর্ড উদযাপন করছেন, ঠিক তখন অন্যদিকে তারকা স্পিনারকে মজার ছলে একহাত নিলেন প্রাক্তন ইংলিশ ক্রিকেটার অ্যালেস্টার কুক। টিএনটি স্পোর্টসে ধারাভাষ্য করাকালীন প্রাক্তন তারকা দাবি করেন যে পিচের মাঝের দিকটা অশ্বিন ইচ্ছাকৃতই নষ্ট করেছে যাতে বল করার সময় ও সবরকম সাহায্য পায়।
শুক্রবার, অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি রাজকোটে দ্বিতীয় দিনের খেলা খেলতে নামে ভারত ও ইংল্যান্ড। নেমেই যদিও দ্রুত প্যাভিলিয়নে ফিরে যান দুই ব্যাটার রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব। তারপরে হাল ধরেন এই ম্যাচের আরও এক নবাগত ক্রিকেটার ধ্রুব জুড়েল ও তারকা অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। দুজনেই একটি বড় পার্টনারশিপ গড়ে টিম ইন্ডিয়াকে ৪০০ রানের গন্ডি পার করান। যদিও শেষের দিকে বুমরাহের বিধ্বংসী ব্যাটিং নজর কাড়ে স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের।
কিন্তু এদিন অবশেষে নিজের ৫০০ উইকেট তুলতে সফল হলেন রবিচন্দ্রন অশ্বিন। ওপেনার জ্যাক ক্রলিকে প্যাভিলিয়নে ফেরানোর পর আনন্দে ফেটে পড়ে গোটা স্টেডিয়াম। চারিদিকেই তখন শুধু 'অশ্বিন অশ্বিন' আওয়াজ। তবে ভারতীয় ক্রিকেট সমর্থকেরা এই রেকর্ডে খুশি হলেও, একেবারেই ভালো চোখে নেননি ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কুক। টিএনটি স্পোর্টসে ধারাভাষ্য করাকালীন একপ্রকার মজার ছলে কটাক্ষ করে তিনি দাবি করেন যে পিচ থেকে সবরকম সাহায্য নিতে ভালোবাসে অশ্বিন। এখানেই শেষ নয়, তিনি আরও দাবি করেন যে অশ্বিন ইচ্ছাকৃতই পিচের মধ্যিখানটা নষ্ট করেছেন।
কুক বলেন, 'ওটা কি ইচ্ছাকৃত ছিল? হ্যাঁ ওটা অশ্বিন ইচ্ছাকৃতই করেছিল। এটা আসলে এক ধরনের পদ্ধতি যেটা অশ্বিন কাজে লাগিয়েছে। ও জেনে-বুঝেই পিচের মাঝের অংশটা নষ্ট করেছে যাতে বল করার সময় ও সবরকম সাহায্য পায় ওখান থেকে। ওটাই স্পোর্টসম্যানশিপ ছিল তাই না?' এবার দেখার বিষয় কুককে পাল্টা জবাব কে দেন এই বক্তব্যের জন্য।