ভারতীয় মহিলা দল বনাম ইংল্যান্ডের মহিলাদের একমাত্র টেস্ট ম্যাচটি নভি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্পোর্টস অ্যাকাডেমির মাঠে অনুষ্ঠিত হচ্ছে। আজ এই ম্যাচের দ্বিতীয় দিন। ভারত প্রথম ইনিংসে ৪২৮ রান করে এবং জবাবে পুরো ইংল্যান্ড দল ১৩৬ রানে অলআউট হয়ে যায়। ইংল্যান্ডের হয়ে সেরা স্কোরার করেন নাট সাইভার ব্রান্ট, যিনি খেলেছিলেন ৫৯ রানের ইনিংস। এদিন পাঁচ উইকেট নেন দীপ্তি শর্মা। যেখানে দুই উইকেট নেন স্নেহ রানা। ভারতীয় দল ইংল্যান্ডকে ফলোঅন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে।
এর আগে ম্যাচের দ্বিতীয় দিনে ৬৭ রান করে সোফি একলেস্টোনের শিকার হন ভারতীয় অলরাউন্ডার দীপ্তি শর্মা। এর পর রেণুকা সিংকে আউট করে ভারতকে নবম ধাক্কা দেন একলেস্টোন। ১১৩ বলে ৬৭ রানের ইনিংস খেলেন দীপ্তি। এই ম্যাচে এটি ছিল একিস্টোনের প্রথম উইকেট। পূজা বস্ত্রকারকে সঙ্গ দিতে এসে রেণুকা মাত্র এক রান করে আউট হন। এইভাবে এই টেস্ট ম্যাচে নিজের দ্বিতীয় উইকেট নেন একলস্টোন। রাজেশ্বরী গায়কোয়াড়কে আউট করে ভারতীয় ইনিংস শেষ করেন একলেস্টোন। এইভাবে ভারত প্রথম ইনিংসে ওঠে ৪২৮ রান। তিনটি করে উইকেট নেন একলেস্টন ও লরেন বেল।
প্রথম দিনের খেলা শেষে ভারতের সংগ্রহে ছিল সাত উইকেটে ৪১০ রান। ভারত থেকে এই ম্যাচে চার ব্যাটসম্যান ৫০+ রান করেছিলেন। অভিষেককারী শুভা সতীশ এবং জেমিমা অর্ধশতক করেছিলেন। তাঁরা ছাড়াও ইয়াস্তিকা ভাটিয়া এবং দীপ্তি শর্মাও ৫০+ রান করেছেন। ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর ৪৯ রানের ইনিংস খেলে দুর্ভাগ্যবশত রান আউট হন। মাত্র এক রানের জন্য অর্ধশতরান হাতছাড়া করেছিলেন তিনি।
এটি ছিল মহিলাদের টেস্টে একদিনে ভারতের করা সর্বোচ্চ স্কোর। সামগ্রিকভাবে, এটি ছিল দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। ক্রাইস্টচার্চে ১৯৩৫ সালের মহিলা টেস্টে একদিনে ৪৭৫ রান করা হয়েছিল। এটি ছিল মহিলাদের টেস্টে প্রথম দিনে একক দলের করা দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। অভিষেককারী শুভা সতীশ ৪৯ বলে একটি ফিফটি করেছিলেন, যা মহিলাদের টেস্ট ক্রিকেটে ভারতের পক্ষে দ্বিতীয় দ্রুততম ফিফটি ছিল। এক নম্বরে রয়েছেন সঙ্গীতা দবির, যিনি ১৯৯৫ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪০ বলে ফিফটি করেছিলেন। এই টেস্ট ম্যাচে ভারতীয় ব্যাটসম্যানরা যেভাবে পারফর্ম করেছে তাতে ভারতীয় দলকে আপাতত ফ্রন্ট ফুটে বলে মনে হচ্ছে।
এই সময়ে বেশ কিছু রেকর্ড করেছে ভারতীয় মহিলা দল:
১) মহিলা টেস্টে সবচেয়ে বড় লিডের বিষয়ে তিন নম্বরে জায়গা করে নিয়েছে ভারতীয় মহিলা দলের এদিনের ম্যা।২০২৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪৭৩ রানের লিড নিয়েছিল অস্ট্রেলিয়া। এটাই হল সবচেয়ে বড় লিড। এরপরেই রয়েছে ১৯৩৫ সালের ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচ। সেই ম্যাচে ৪৫৯ রানের লিড নিয়েছিল ইংল্যান্ড। তিন নম্বরে জায়গা করে নিয়েছে ভারত বনাম ইংল্যান্ডের আজকের এই টেস্ট ম্যাচ। চার নম্বরে রয়েছে ১৯৮৬ সালের ভারত বনাম ইংল্যান্ডের ম্যাচ। সেই ম্যাচে ৪২৬ রানের লিড নিয়েছিল ভারত।
২) একই টেস্টে ৫০এর বেশি রান ও পাঁচ উইকেট নিয়ে অশ্বিন ও রবীন্দ্র জাদেজার আসনে জায়গা করে নিয়েছেন দীপ্তি শর্মা। দীপ্তি আজ যা করলেন সেটাই ২০১৬ সালে অশ্বিন ও জাদেজা করেছিলেন। ২০২১ সালেও অশ্বিন চেন্নাইয়ে এমটা করেছিলেন। আজ দীপ্তি শর্মা এমনটা করলেন।
৩) মহিলাদের টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয়দের সেরা বোলিং পরিসংখ্যানে জায়গা করে নিয়েছেন দীপ্তি শর্মা। এর আগে রয়েছেন নীতু ডেভিড। তিনি ১৯৯৫ সালে ৫৩ রান দিয়ে ৮ উইকেট নিয়ে নজির গড়েছিলেন। দীপ্তি শর্মা আজ সাত রান দিয়ে নিলেন ৫ উইকেট। ১৯৯৯ সালে পূর্ণিমা রাউ ২৪ রান দিয়ে নিয়ে ছিলেন পাঁচ উইকেট। ২০০৫ সালে ঝুলন গোস্বামী ২৫ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন। ২০০৬ সালে ৩৩ রান দিয়ে পাঁচ উইকেট ও ৪৫ রানে ইংল্যান্ডের পাঁচ উইকেট শিকার করেছিলেন ঝুলন গোস্বামী।