শুভব্রত মুখার্জি: ক্রিকেট বিশ্বে বিশেষ করে সংক্ষিপ্ত ফর্ম্যাটে নিঃসন্দেহে 'ইয়র্কার কিং' শ্রীলঙ্কার প্রাক্তন পেসার লাসিথ মালিঙ্গা। বিশ্ব ক্রিকেটের তাবড় তাবড় ব্যাটাররা তাঁর ইয়র্কার এবং স্লোয়ার বল সামলাতে একেবারে হিমশিম খেয়েছেন। সেই তিনি দীর্ঘদিন ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। শেষ দুই বছর আইপিএলে সামলেছেন রাজস্থান রয়্যালসের বোলিং কোচের দায়িত্ব। আসন্ন মরশুমে ঠিকানা বদল হতে চলেছে তাঁর। আইপিএলে দীর্ঘদিন যে ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন এবার সেই মুম্বই ইন্ডিয়ান্স দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিতে চলেছেন তিনি। আরেক প্রাক্তন তারকা কিউয়ি পেসার শেন বন্ডের জায়গায় নিযুক্ত হচ্ছেন তিনি।
প্রসঙ্গত বন্ড টানা নয় বছর মুম্বইয়ের বোলিং কোচের দায়িত্ব সামলেছেন। নয় মরশুম পরে তিনি সরে যাচ্ছেন। তাঁর বদলি হিসেবে দায়িত্ব নিচ্ছেন প্রাক্তন শ্রীলঙ্কান অধিনায়ক লাসিথ মালিঙ্গা। ২০২১ সালে অবসর নেন মালিঙ্গা। ২০২২ সালেই রাজস্থান রয়্যালসের বোলিং কোচের দায়িত্ব নেন তিনি।
উল্লেখ্য মু্ম্বই ইন্ডিয়ান্সের কোচিং স্টাফ হিসেবে এটি আবার মালিঙ্গার দ্বিতীয় অধ্যায়। ২০১৮ সালেই রোহিত শর্মার দলের মেন্টরের দায়িত্ব পালন করেছেন তিনি। তার পরের বছরেই মালিঙ্গা ফের ২২ গজে ফেরেন। ২০১৯ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয় মুম্বই ইন্ডিয়ান্স। সেই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। মুম্বইয়ের হয়ে ক্রিকেটার হিসেবে পাঁচ পাঁচটি শিরোপা জিতেছেন তিনি। রয়েছে চারটি আইপিএলের শিরোপা (২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯) এবং ২০১১ সালের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা।
মুম্বই ইন্ডিয়ান্স দলের হয়ে তিনি খেলেছেন ১৩৯টি ম্যাচ। নিয়েছেন ১৯৫টি উইকেট। ইকোনমি রেট ৭.১২। যার মধ্যে ১৭০টি উইকেট আবার এসেছে আইপিএলে। অন্যদিকে ২০১৫ সালে মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেন বন্ড। রোহিত শর্মা এবং মাহেলা জয়াবর্ধনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে দলের চেহারার আমূল পরিবর্তন করে দেন তিনি। আমিরশাহি টি-২০ লিগে এমআই এমিরেটসের হেড কোচের দায়িত্বে রয়েছেন বন্ড। সেই দায়িত্ব তিনি চালিয়ে যাবেন কিনা সেই বিষয়ে এক্ষুনি কিছু জানা যায়নি।