বাংলা নিউজ > ক্রিকেট > কিউয়িদের জন্য সুখবর, চোট সারিয়ে ODI World Cup-এর দলে থাকছেন কেন উইলিয়ামসন

কিউয়িদের জন্য সুখবর, চোট সারিয়ে ODI World Cup-এর দলে থাকছেন কেন উইলিয়ামসন

কেন উইলিয়ামসন।

বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। সেই দলেই জায়গা করে নিয়েছেন কেন উইলিয়ামসন। তবে স্কোয়াডে থাকলেও, নিউজিল্যান্ডের প্রথম ম্যাচে হয়তো প্রথম একাদশে থাকবেন না কেন উইলিয়ামসন।

শুভব্রত মুখার্জি: বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটার কেন উইলিয়ামসন। ২০২৩ আইপিএলের প্রথম ম্যাচেই বাজে ভাবে চোট পেয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক। গুজরাট টাইটান্সের হয়ে খেলার সময়ে একটি ওভার বাউন্ডারি বাঁচাতে গিয়ে বাজে ভাবে পড়ে গিয়ে হাঁটুতে চোট পান উইলিয়ামসন। বিশেষজ্ঞরা ওডিআই বিশ্বকাপে তাঁর খেলার আশা ছেড়েই দিয়েছিলেন। কিন্তু হাল ছাড়েননি কেন উইলিয়ামসন স্বয়ং। লড়াই চালিয়ে গেছেন। অপারেশন করিয়েছেন। ক্রাচে ভর দিয়ে ধীরে ধীরে হাঁটা শুরু করেন। এর পর পুনর্বাসনের প্রক্রিয়া চালিয়ে ধীরে ধীরে ব্যাটিং অনুশীলন শুরু করেন। তার পরেই আশা জেগেছিল ভক্তদের মনে। আর এবার ভক্তদের মুখে হাসি ফুটিয়ে নিউজিল্যান্ডের ওডিআই দলে ফিরলেন তিনি। আসন্ন ওডিআই বিশ্বকাপে নিউজিল্যান্ডের স্কোয়াডে নিশ্চিত করা হল কেন উইলিয়ামসনের নাম।

আরও পড়ুন: পাক সমর্থকেরা ভারত বিরোধী স্লোগান দিচ্ছিল, তা শুনেই ওই প্রতিক্রিয়া- মধ্যমা দেখানো নিয়ে সাফাই গম্ভীরের

বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি আয়োজিত ওডিআই বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। সেই দলেই জায়গা করে নিয়েছেন কেন উইলিয়ামসন। তবে স্কোয়াডে থাকলেও, নিউজিল্যান্ডের প্রথম ম্যাচে হয়তো প্রথম একাদশে থাকবেন না কেন উইলিয়ামসন। প্রসঙ্গত ৫ অক্টোবর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং গত বারের রানার্স নিউজিল্যান্ড। এই ম্যাচে কেন উইলিয়ামসনের খেলার সম্ভাবনা খুবই কম। নিউজিল্যান্ডের হেড কোচ গ্যারি স্টেড জানিয়েছেন, ‘কেনের নিষ্ঠা ছিল দেখার মতন। পুনর্বাসনে যে ভাবে ও নিষ্ঠার সঙ্গে লড়াই চালিয়ে তা অনবদ্য। ওকে এই কাজে সাহায্য করে শক্তিশালী বিশেষজ্ঞদের একটা গ্রুপ। দলে ফিরে আসার ক্ষেত্রে ও কোনও কিছু কসরত করতে বাকি রাখেনি। আমরা সত্যি খুব আনন্দিত যে, বিশ্বকাপের দলে ওকে নির্বাচন করতে পেরেছি।’

আরও পড়ুন: অন্ধকার সুড়ঙ্গে আলোর রেখা দেখতে পাচ্ছি- পন্তের আপডেটে আশ্বস্ত হবেন তাঁর ভক্তরা- ভিডিয়ো

প্রসঙ্গত অ্যান্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্টের(এসিএল) চোট ছিল কেনের। সেখানেই অপারেশন করা হয়েছে কেনের। অগসৃট মাসের গোড়াতেই মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে কিউয়িদের যে ক্যাম্প অনুষ্ঠিত হয় সেই ক্যাম্পে যোগ দিয়েছিলেন কেন উইলিয়ামসন। দলের অনুশীলন ক্যাম্পে যোগ দিতে পারাটা খুব আনন্দের বলেও জানান তিনি।১ অগস্ট কেন উইলিয়ামসন নিজের ব্যাটিংয়ের ভিডিয়ো পোস্ট করেন। দীর্ঘদিন বাদে যে তিনি ব্যাট হাতে ফিরতে পেরে তিনি যে খুশি তা জানিয়ে ছিলেন সেই সময়েই। উল্লেখ্য গত ৩১ মার্চ, আইপিএলের উদ্বোধনী ম্যাচে বাউন্ডারিতে ছক্কা বাঁচাতে গিয়ে বাজেভাবে পড়ে যান কেন।ছক্কা আটকাতে পারলেও চোট এড়াতে পারেননি তিনি। দেশে ফিরতে হয়েছিল ক্রাচে ভর দিয়ে।ডাক্তাররা জানান কেনের অ্যান্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে গেছে। অস্ত্রোপচার করা ছাড়া কোনও উপায় ছিল না। পরের মাসেই অপারেশন হয় তাঁর। অস্ত্রোপচারের পর এই ধরনের চোট থেকে সেরে উঠতে সাধারণত ৬ মাসের মতো সময় লাগে। আর সেই হিসেব করেই আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপে উইলিয়ামসনকে পাওয়া নিয়ে আশঙ্কা তৈরি হয়। মেন্টর হিসেবে বিশ্বকাপে দলের সঙ্গে যেতে পারেন উইলিয়ামসন, এমন রটনাও শোনা গিয়েছিল। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে এবার ওডিআই বিশ্বকাপের দলে ফিরে এলেন তিনি।

বন্ধ করুন