কলকাতা নাইট রাইডার্স দলের হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের পাশে দাঁড়ালেন দলের মেন্টর গৌতম গম্ভীর। শেষ কয়েক সপ্তাহে একে একে পণ্ডিতের বিপক্ষে মুখ খুলেছেন ডেভিড উইসা, আশুতোষ শর্মার মতো ক্রিকেটাররা। নামিবিয়ার ক্রিকেটার ডেভিড একদা খেলেছেন নাইট রাইডার্সে। তিনি দাবি করেছিলেন একেবারে মিলিটারি কায়দায় দলকে পরিচালনা করেন চন্দ্রকান্ত পণ্ডিত। তার এই দাবির পরেই তরুণ ক্রিকেটার যিনি বর্তমানে পঞ্জাব কিংস দলের হয়ে খেলছেন, সেই আশুতোষও দাবি করেছিলেন তাঁর কেরিয়ার শেষ করে দেওয়ার চক্রান্ত করেছিলেন পণ্ডিত। রান করার পরেও পক্ষপাতিত্ব করে তাঁকে দলে না নেওয়ার অভিযোগ করেছিলেন তিনি। এরপরই কোচের পাশে দাঁড়িয়েছিলেন নাইটদের হয়ে দীর্ঘদিন খেলা আন্দ্রে রাসেল। এবার আসরে নামতে হল খোদ গৌতম গম্ভীরকে। দলের মেন্টর পাশে দাঁড়ালেন কলকাতা নাইট রাইডার্সের কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের।
কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর কোচের পাশে দাঁড়িয়েছেন, তবে তাঁর বিরুদ্ধে করা ক্রিকেটারদের কোনও অভিযোগ নিয়ে বাক্য ব্যয় করেননি তিনি। অর্থাৎ কারোর অভিযোগের সত্যতা নিয়ে গৌতি কোনও কথা বলেননি। পেশাদার মেন্টরের মতোই গৌতম বলেছেন, ‘আমি কোনওরকম সমালোচনা শুনতে পাইনি কোচের ব্যাপারে। এখন সবে শুরু হয়েছে কাজ। তার সঙ্গে আমার কাজের সম্পর্ক যথেষ্টই ভালো। আশা করছি সেভাবেই চলবে। কে কি বলেছে বা কি অভিযোগ করেছে, আমি সেই ব্যাপারে কিছুই জানি না। তবে কোচ হিসেবে ফার্স্ট ক্লাস ক্রিকেটে তিনি সফল, সেই কারণে দল তাঁকে দায়িত্ব দিয়েছে। এখনও পর্যন্ত তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা যথেষ্টই ভালো’।
কয়েকদিন আগে ডেভিডের অভিযোগের পর কোচের পাশে দাঁড়িয়েছিলেন আন্দ্রে রাসেলও। সরাসরি অভিযোগ ভিত্তিহীন দাবি না করলেও রাসেল বলেছিলেন, 'যখন কোনও কোচের সঙ্গে প্রথমবার কাজ করতে হয় তখন তাঁর দর্শন এবং কোচিং পদ্ধতির সঙ্গে মানিয়ে নিতে হয়। কিছু নিয়ম থাকা উচিত সেই নিয়ে। আমরা পেশাদার ক্রিকেটার, তাই অভিযোগ করার কোনও জায়গাই নেই। আমি গতবছর থেকে ওনার সঙ্গে কাজ করছি। বহু সময়ই আমায় সাহায্য করেছেন এবং পাশে দাঁড়িয়েছেন কোচ।'
কদিন আগেই কেকেআরের প্রাক্তন ক্রিকেটার নারায়ণ জগদীশান এরই মধ্যে দাবি করেছিলেন, কোচের কথা শোনেননি বলে নাকি স্পিনার বরুণ চক্রবর্তীর জার্সি ছিঁড়ে দিয়েছিলেন একাধিক দলের হয়ে রঞ্জি ট্রফি জেতা এই কোচ। খুব স্বাভাবিকভাবেই একাধিক ক্রিকেটার যখন তাঁর বিরুদ্ধে মুখ খুলছে, বিপাকে পড়ে যান পণ্ডিত। চলতি আইপিএলের শুরুটা ভালোই করেছে নাইট রাইডার্স। তাই যদি এই অবস্থায় কোচের ফোকাস নষ্ট হয় যায়, সেই জন্যই রাসেল, গম্ভীরদের দিয়ে ড্যামেজ কন্ট্রোল করে ড্রেসিং রুমের পরিবেশ ঠিক রাখার চেষ্টা করল কেকেআর।