নিউজিল্যান্ড সফরে ৩ ম্য়াচের টি-২০ সিরিজে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় পাকিস্তানের মহিলা ক্রিকেট দল। এবার পরবর্তী তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ২-১ ব্যবধানে জয় তুলে হিসাব মিটিয়ে নেয় নিউজিল্যান্ড। সোমবার ক্রাইস্টচার্চে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচ সুপার ওভারে জিতে হোয়াইটওয়াশ এড়ায় পাকিস্তান।
হ্যাগলি ওভালে সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ডের মহিলা ক্রিকেট দল। তারা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২৫১ রান সংগ্রহ করে। হাফ-সেঞ্চুরি করেন অ্যামেলিয়া কের ও ম্যাডি গ্রিন।
অ্যামেলিয়া ৫টি বাউন্ডারির সাহায্যে ৮৭ বলে ৭৭ রান করে আউট হন। ৩টি বাউন্ডারির সাহায্যে ৬৯ বলে ৬৫ রান করে নট-আউট থাকেন গ্রিন। এছাড়া সুজি বেটস ২৪, সোফি ডিভাইন ২৯, জেস কের ১৯ ও হ্যানা রোউই ১১ রান করেন। পাকিস্তানের নাশরা সান্ধু ও গুলাম ফতিমা ২টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানও ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৫১ রানেই আটকে যায়। ফলে ম্যাচ টাই হয়। বিসমাহ মারুফ ৬৮, আলিয়া রিয়াজ ৪৪, ফতিমা সানা ৩৬, নাতালিয়া পারভেজ ২৬, সিদরা আমিন ২৪ ও নাজিহা আলভি ২৩ রান করেন। নিউজিল্যান্ডের লি তাহুহু ও অ্যামেলিয়া কের ২টি করে উইকেট নেন। জেস কের, হ্যানা রোউই, ফ্রান জোনাস ও সোফি ডিভাইন ১টি করে উইকেট দখল করেন।
সুপার ওভারে প্রথমে ব্যাট করে পাকিস্তান কোনও উইকেট না হারিয়ে ১১ রান সংগ্রহ করে। অ্যামেলিয়ার ওভারে ১টি চার মারেন আলিয়া। পালটা ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৮ রানে ২টি উইকেটই হারিয়ে বসে। সাদিয়া ইকবালের বলে ১টি ছক্কা মারেন সোফি ডিভাইন। তবে তাতেও ম্যাচ জেতা সম্ভব হয়নি নিউজিল্যন্ডের পক্ষে। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন মারুফ। সিরিজ সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন অ্যামেলিয়া কের।
আরও পড়ুন:- ‘ছিটকে গেল’ মিডল স্টাম্প, তাও ব্যাটারকে আউট দিলেন না আম্পায়ার, এমন ভাগ্য ক'জনের হয়!
নিউজিল্যান্ড-পাকিস্তান টি-২০ সিরিজের ফলাফল:-
প্রথম টি-২০: পাকিস্তান ৭ উইকেটে জয়ী।
দ্বিতীয় টি-২০: পাকিস্তান ১০ রানে জয়ী।
তৃতীয় টি-২০: ডাকওয়ার্থ-লুইস নিয়মে নিউজিল্যান্ড ৬ রানে জয়ী।
নিউজিল্যান্ড-পাকিস্তান ওয়ান ডে সিরিজের ফলাফল:-
প্রথম ওয়ান ডে: নিউজিল্যান্ড ১৩১ রানে জয়ী।
দ্বিতীয় ওয়ান ডে: নিউজিল্যান্ড ১ উইকেটে জয়ী।
তৃতীয় ওয়ান ডে: পাকিস্তান সুপার ওভারে জয়ী।