ম্যাঞ্চেস্টারে অরিজিনাসকে হারিয়ে এবারের হান্ড্রেড লিগ চ্যাম্পিয়ন হল ওভাল ইনভিনসিবলস। গোটা টুর্নামেন্টে দাপটের সঙ্গে খেলে চ্যাম্পিয়ন হল এই দল। এমনকী ফাইনালেও নিজেদের সেই দাপটটা বজায় রাখল তারা। রবিবার লর্ডসে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রথম ব্যাট করে ওভাল ইনভিনসিবলস। নির্ধারিত ১০০ বলে ৫ উইকেট হারিয়ে ১৬১ রান করে তারা। তবে ম্যাচের শুরুতে তারা যে খুব একটা ভালো করেছে তা একেবারেই বলা যাবে না। কারণ একটা সময় ৩৪ রানে ৫ উইকেট হারিয়ে বসে ওভাল।
স্বাভাবিক ভাবেই এই রান দেখে মনে করা হচ্ছিল খুব তাড়াতাড়ি অলআউট হয়ে যাবে। কিন্তু ম্যাচের রং বদলে দেন জেমস নিশাম এবং টম কারান। এই দুই ব্যাটারের অর্ধশতরানে ভর করে ম্যাচের পরিস্থিতি বদে যায়। নিশাম ৩৩ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন। তাঁর এই ইনিংসটি সাজানো ছিল ৭টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারির সাহায্য়ে। পাশাপাশি কারান ৩৪ বলে ৬৭ রান করেন ৫টি বাউন্ডারি এবং ৫টি ওভার বাউন্ডারির সাহায্য়ে। এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে ১০০ বলে ৫ উইকেট হারিয়ে ১৬১ রান তোলে তারা।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকে দারুন ছন্দে খেলতে শুরু করে ম্যাঞ্চেস্টার অরিজিনালস। দুই ওপেনার ফিল সল্ট এবং জস বাটলার শুরুটা ভালো করলেও সেই ধারা তারা বজায় রাখতে পারেননি। সল্ট ১৬ বলে ৪টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারির সৌজন্যে ২৫ রান করেন। পাশাপাশি বাটলার ১৫ বলে ১১ রান করেন মাত্র ১টি বাউন্ডারির সাহায্যে। তবে ম্যাক্স হোল্ডেন কিছুটা হলেও দলকে সাহায্য করে যান গুরুত্বপূর্ণ ৩৭ রান করে। যদিও হোল্ডেনের ব্যাটে ভর করে ম্যাচের পরিস্থিতি বদলাতে থাকলেও, শেষ পর্যন্ত তা আর হয়নি।
কারণ ম্যাচ জিততে মরিয়া হয়ে থাকে ওভাল ইনভিনসিবলস। একটা সময় পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ম্যাঞ্চেস্টার। শেষ পর্যন্ত লড়াই করেন জেমি ওভার্টন এবং টম হার্টলি। জেমি ১৯ বলে ২৮ রানে অপরাজিত থাকেন মাত্র ১টি ওভার বাউন্ডারি সংগ্রহ করে। পাশাপাশি টম ৮ বলে অপরাজিত ১৬ রান করেন ১টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারির সৌজন্যে। ৬ উইকেট হারিয়ে মাত্র ১৪৭ রানে শেষ হয় ম্যাঞ্চেস্টারের দৌড়। ১৪ রানে ম্যাচ জিতে হান্ড্রেড চ্যাম্পিয়ন হয় ওভাল ইনভিনসিবলস। ম্যাচের সেরা হয়েছেন কারান। টুর্নামেন্টের সেরা হয়েছেন জেমি ওভার্টন।