বাংলা নিউজ > বায়োস্কোপ > Hrithik Roshan Dad: ৭৪ বছর বয়সেও বাবা রাকেশ একাজ করেন, ভাবতে পারলেন না হৃতিক, লিখলেন ‘অবিশাস্য’

Hrithik Roshan Dad: ৭৪ বছর বয়সেও বাবা রাকেশ একাজ করেন, ভাবতে পারলেন না হৃতিক, লিখলেন ‘অবিশাস্য’

বাবা রাকেশের কোন কাজ অবিশাস্য লাগল হৃতিকের?

রাকেশ রোশনের হাত ধরেই কহোনা প্যায়র হ্যায় দিয়ে পা রাখেন হৃতিক বিনোদনের দুনিয়াতে। এরপর ছেলেকে নিয়ে কোয়ি মিল গ্যয়া, কৃশের মতো সিনেমাও বানিয়েছেন তিনি। 

হৃতিক রোশনের সুপুরুষ চেহারা, চাবুক ফিগার দেখে অনেকেই তাঁকে নাম দিয়েছেন গ্রিক গড। তবে ছেলের থেকে কোনও অংশে পিছিয়ে নেই বাবা রাকেশ রোশনও। যা প্রমাণিত হল একটি ভিডিয়ো থেকেই। ৭৪ বছরের পরিচালক এমন কাজ করলেন, যে ছেলের মুখ থেকেও বেরিয়ে এল অবিশাস্য।

তিনি তার প্রতিদিনের ওয়ার্কআউট সেশন কেমন হয়, তার একটি ঝলক শেয়ার করেছেন। এবং গর্বিতভাবে ঘোষণা করেছেন যে, তিনি কীভাবে জিমে একটা দিনও মিস করেননি।

আরও পড়ুন: ‘ফ্যানটাস্টিক স্যার…’, করোনার ভ্যাকসিন বানানো বিজ্ঞানী দাদাগিরিতে! দিল্লি এপিসোডে উচ্ছ্বসিত সৌরভ

রাকেশ রোশনের ইনস্টাগ্রাম পোস্ট:

জিম থেকে তোলা একটি ভিডিয়ো শেয়ার করে রাকেশ লিখলেন, ‘আমি এটা শেয়ার করতে চাইছিলাম না, কিন্তু জিম একটা দিনও মিস করি না। আমার সংকল্প বরাবরই দৃঢ়’। আর বাবার ভিডিয়োটি হৃতিকও শেয়ার করে নেন, ক্যাপশন দেন ‘অবিশাস্য’।

দেখা যাচ্ছে, কালো টি-শার্ট আর শর্টস পরে শরীরচর্চা করছেন রাকেশ। নানা ধরনের এক্সারসাইজ করে চলেছেন পরপর। কঠোর চোখে তা নিরীক্ষণ করছেন তাঁর ট্রেনার। একফোঁটা ক্লান্তি বা পরিশ্রমের ছাপ পড়ছে না রাকেশের চোখেমুখে।

আরও পড়ুন: ‘দিল ধড়কনে দো’-র ৯ বছর পর একসঙ্গে জোয়া-আমির! কোন সিনেমা নিয়ে আসছেন এই দুই

বহু তারকা মন্তব্য করেছেন রাকেশ রোশনের এই পোস্টে। সুনীল লিখলেন, ‘স্যারররররর’। সঙ্গে হার্ট, আগুন ও ইভিল আইয়ের ইমোজি। অনুপম খের লিখেছেন, ‘জয় হো স্যারজি’। হৃতিকের বোন সুনয়না রোশন মন্তব্য করেছেন, ‘বাবা তোমার থেকেই আমি শিখেছি কীভাবে অবিচল থাকতে হয়, নিয়মানুবর্তী থাকতে হয়। তোমার জন্যই সব কিছুতে আমার এত উইল পাওয়ার।’

আরও পড়ুন: ভালো পারে না মা-ও! হবু বউ কৌশাম্বির হাতের কোন খাবার সবচেয়ে পছন্দ আদৃতের

২০১৯ সালে রাকেশ রোশনের গলায় স্কোয়ামাস সেল কার্সিনোমা ধরা পড়ে। সেই অপারেশনের দিন সকালেও তিনি জিমে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। হৃতিক রোশন একটি পোস্ট শেয়ার করেছিলেন এবং লিখেছিলেন, ‘আজ সকালে বাবার কাছে ওঁর একটা ছবি চেয়েছিলাম। জানতাম অপরাশেনের দিনও উনি জিম মিস করবেন না। আমার দেখা একজন শক্তিশালী মানুষ তিনি, কয়েকদিন আগে বাবার স্কোয়ামাস সেল কার্সিনোমা ধরা পড়ে। আজ সেটিকে হারানোর জন্য যুদ্ধে যাওয়ার দিনকেও, তাঁর মধ্যে ভরপুর প্রাণশক্তি। পরিবার হিসেবে তাঁর মতো একজন নেতাকে পেয়ে আমরা গর্বিত ও সৌভাগ্যবান। তোমায় ভালোবাসি বাবা।’

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

ধনু-মকর-কুম্ভ-মীনের রবিবার কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল প্রয়াত প্রাক্তন প্রফেসর জিএন সাইবাবা, অভিযোগ ছিল মাওবাদী সংযোগের পকেটে রাখতেন দুই খানকে, সলমন-শাহরুখের ঝগড়া মেটানো বাবা সিদ্দিকিকে গুলি করে খুুন 'আনিসুর নিজেকে সাগ্নিক বলে পরিচয় দেয়', ত্রিধারা-কাণ্ডে দাবি TMC-র! ‘CPIM মানেই…' অনশনকারী এক চিকিৎসক অসুস্থ, পেটে প্রবল যন্ত্রণা, অবস্থার অবনতি, ভর্তি CCU-তে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়ে সেমির সম্ভাবনা উজ্জ্বল করল দক্ষিণ আফ্রিকা সুদীপার রক্ত মিশিয়ে রঙ হয় দুর্গা প্রতিমায়! দশমীতে সিঁদুরে রাঙা অগ্নিদেব ঘরণী ‘‌আগের থেকে ছেলে অনেকটাই সুস্থ’‌, ছেলে অনিকেতের সঙ্গে দেখা করে জানালেন বাবা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.