শুভব্রত মুখার্জি:- আশঙ্কা ছিল। আর সেই আশঙ্কাই বাস্তবে পরিণত হল। পাকিস্তান ক্রিকেট বোর্ড অর্থাৎ পিসিবির কোপে পড়তে হল পেসার হ্যারিস রউফকে। গত অস্ট্রেলিয়া সফরে টেস্টে খেলার আশ্বাস দিয়ে ও শেষ মুহূর্তে খেলেননি হ্যারিস রউফ। ঘটনাটি একেবারেই ভালোভাবে নেয়নি তারা। সেটা সেই সময়েই বোঝা গিয়েছিল পিসিবির আচরণে। এবার বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেই ছেঁটে ফেলা হল হ্যারিস রউফকে। আর সেই সিদ্ধান্তের কথা তাদের তরফে বৃহস্পতিবার জানিয়ে দেওয়া হয়েছে।
গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল পাকিস্তান দল। ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে তারা গিয়েছিল অজি সফরে। সেই সফরে প্রথমে যাওয়ার কথা প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজকে জানিয়েছিলেন হ্যারিস রউফ। তবে দল ঘোষণার কয়েকদিন আগে তিনি সরে দাঁড়ান। কারণ হিসেবে দেখান তাঁর শারীরিক ক্লান্তি এবং ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়টি। তাঁর পাশে এসে দাঁড়ান পাকিস্তান সুপার লিগ অর্থাৎ পিএসএলের ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের কোচ আকিভ জাভেদও। অনেক বিশেষজ্ঞ প্রশ্ন তোলেন অস্ট্রেলিয়ার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে মেলবোর্নের হয়ে খেলতে পারেন হ্যারিস রউফ তাহলে তাঁর জাতীয় দলের হয়ে খেলতে সমস্যা কোথায়?আর এর ফলেই পিসিবির কাছে শৃঙ্খলা ভঙ্গের দায়ে পড়তে হয় তাঁকে। সেই কারণেই এবার বোর্ডের সঙ্গে তাঁর কেন্দ্রীয় চুক্তি বাতিল করা হল।
পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে রিটেনার হিসেবে রাখা হয়েছিল তাঁকে। ক্যাটেগরি বি'তে ছিলেন হ্যারিস রউফ। মোট ছয়জন ক্রিকেটার ছিলেন এই ক্যাটেগরিতে। এবার সেখান থেকেই বাদ পড়লেন হ্যারিস রউফ। ৪ মিলিয়ন পাকিস্তানি রুপি তিনি পেতেন এই চুক্তির ফলে। ভারতে গত বছর ওডিআই বিশ্বকাপের আগে সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় চুক্তির আওতায় আনা হয়েছিল তাঁকে। পিসিবির এই চুক্তিতে ক্যাটেগরি এ'তে রয়েছেন বাবর আজম, মহম্মদ রিজওয়ান এবং শাহিন শাহ আফ্রিদি। গত ওডিআই বিশ্বকাপেও একেবারেই ভালো পারফরম্যান্স করতে পারেননি হ্যারিস রউফ। পাকিস্তান দলও গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছিল। এরপরেই অধিনায়কত্ব থেকে ও ইস্তফা দিয়েছিলেন বাবর আজম। পিসিবিরও সেই সময়ে বিশ্বাস ছিল বিগ ব্যাশ লিগে খেলবেন বলেই এই ঘটনা ঘটিয়েছেন হ্যারিস রউফ।