রাজকোট টেস্টের দ্বিতীয় দিনে ভারতের দ্বিতীয় তথা বিশ্বের নবম ক্রিকেটার হিসেবে টেস্ট কেরিয়ারে ৫০০ উইকেটের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন রবিচন্দ্রন অশ্বিন। দিনের খেলার শেষে ব্রডকাস্টারদের সঙ্গে আলোচনায় নিজের মাইলস্টোন ও ম্যাচের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে দেখা যায় অশ্বিনকে। তখনও পর্যন্ত পরিস্থিতি ছিল স্বাভাবিক।
তবে শুক্রবার রাতে বিসিসিআইয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয় যে, অসুস্থতাজনিত পারিবারিক কারণে অশ্বিন রাজকোটের তৃতীয় টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন। বিসিসিআইয়ের তরফে অশ্বিনের সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানানো হয়েছে এবং কঠিন সময়ে তাঁর পাশে থাকার কথাও জানিয়ে দেওয়া হয়েছে।
অর্থাৎ, রাজকোট টেস্টের তৃতীয় দিন থেকে মাঠে নামবেন না অশ্বিন। এখন প্রশ্ন হল, টেস্টের মাঝপথেই অশ্বিন সরে দাঁড়ানোয় ভারত কি পরিবর্ত ক্রিকেটার মাঠে নামাতে পারবে? নাকি ১০ জনে মাঠে নামতে হবে টিম ইন্ডিয়াকে? এক্ষেত্রে আইসিসির নিয়ম কী বলছে, সেই বিষয়ে জানার আগ্রহ তৈরি হয় ক্রিকেটপ্রেমীদের মনে।
আইসিসির পরিবর্ত ক্রিকেটারের নিয়মে লেখা রয়েছে যে, ম্যাচের মাঝে কোনও ক্রিকেটার চোট পেলে বা অসুস্থ হয়ে পড়লে আম্পায়ার পরিবর্ত ক্রিকেটার মাঠে নামানোর অনুমতি দিতে পারেন। অথবা পুরোপুরি গ্রহণযোগ্য অন্য কোনও কারণের বিষয়ে আম্পায়াররা নিশ্চিত হলে সেক্ষেত্রেও পরিবর্ত ক্রিকেটার মাঠে নামানোর অনুমতি দেওয়া যেতে পারে। যদিও পরিবর্ত ক্রিকেটার শুধুমাত্র ফিল্ডিং করতে পারবেন। উইকেটকিপিং করতেও কোনও বাধা নেই। তবে কোনওভাবেই ব্যাট অথবা বল করতে পারবেন না। এমনকি পরিবর্ত ক্রিকেটার ক্যাপ্টেন্সিও করতে পারবেন না।
বর্তমান নিয়ম অনুযায়ী টেস্টে পরিবর্ত ক্রিকেটারকে ব্যাট-বল করার অনুমতি দেওয়া হয় ২টি ক্ষেত্রে। কোনও ক্রিকেটারের কনকাশন পরিবর্ত অথবা কোভিড-১৯ পরিবর্ত হিসেবে অন্য কেউ মাঠে নামলে, তিনি ব্যাট-বল করার অনুমতি পান। অশ্বিনের ক্ষেত্রে তেমন কিছু ঘটেনি। তবে তাঁর মাঠে নামতে না পারার কারণ পুরোপুরি গ্রহণযোগ্য। এক্ষেত্রে আম্পায়াররা তাঁর পরিবর্ত হিসেবে নতুন কোনও ক্রিকেটারকে ফিল্ডিং করার অনুমতি দিতে পারেন, তবে সেই পরিবর্ত ক্রিকেটার ব্যাট-বল করতে পারবেন না।
রাজকোট টেস্টের প্রথম দু'দিনের খেলা শেষে ম্যাচ দাঁড়িয়ে ৫০-৫০ পরিস্থিতিতে। ভারতের ৪৪৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ২০২ রান তুলেছে। সেই সঙ্গে তারা ৫ রান পেনাল্টি পেয়েছে জাদেজা ও অশ্বিন পিচের ডেঞ্জার জোন দিয়ে দৌড়নোয়। অর্থাৎ, ইংল্যান্ডের হাতে রয়েছে ২০৭ রান।