বাংলা নিউজ > ক্রিকেট > BENG vs MUM Ranji Trophy 2024: দাপুটে শতরানে একা লড়লেন অনুষ্টুপ, বাকিদের ব্যর্থতায় ২০০ টপকাতে পারল না বাংলা

BENG vs MUM Ranji Trophy 2024: দাপুটে শতরানে একা লড়লেন অনুষ্টুপ, বাকিদের ব্যর্থতায় ২০০ টপকাতে পারল না বাংলা

অনুষ্টুপ মজুমদার। ছবি- পিটিআই।

Bengal vs Mumbai Ranji Trophy Day 2 Live Score: ইডেনে ৪০০ রানের গণ্ডি টপকে প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় মুম্বই। নিজেদের ডেরায় পালটা ব্যাট করতে নেমে বাংলা ২০০ টপকাতে ব্যর্থ হয়।

ঘরের মাঠে মুম্বইয়ের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে টস-ভাগ্য সঙ্গ দেয় বাংলাকে। ইডেনে মুম্বইকে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলা দলনায়ক মনোজ তিওয়ারি। যদিও মুম্বই প্রথম দিনেই ঝড়ের গতিতে রান তুলতে থাকে। ম্য়াচের প্রথম দিনে ৭৫ ওভার ব্যাট করে ৬ উইকেটের বিনিময়ে ৩৩০ রান তুলে ফেলে মুম্বই। দাপুটে হাফ-সেঞ্চুরি করেন সূর্যাংশ শেজ, শিবম দুবে ও তনুষ কোটিয়ান। শেষমেশ দ্বিতীয় দিনের প্রথম সেশনে মুম্বইয়ের প্রথম ইনিংস শেষ হয় ৪১২ রানে। বাংলার সুরজ জসওয়াল একাই নেন ৬টি উইকেট। পালটা ব্যাট করতে নামা বাংলার প্রথম ইনিংস শেষ হয়ে যায় দ্বিতীয় দিনেই। অনুষ্টুপ মজুমদার ছাড়া ব্যাট হাতে তেমন একটা প্রতিরোধ গড়তে পারেননি আর কেউই। 

রঞ্জি ট্রফিতে বাংলা বনাম মুম্বই ম্যাচের দ্বিতীয় দিনের স্কোরকার্ড

রঞ্জি ট্রফিতে বাংলা বনাম মুম্বই ম্যাচের দ্বিতীয় দিনের আপডেট

— অনুষ্টুপ মজুমদার একপ্রান্ত আঁকড়ে লড়াকু শতরান করেন। তবে অপর প্রান্ত দিয়ে তাঁকে সঙ্গ দিতে পারলেন না কেউই। ৫৫.৬ ওভারে তনুষ কোটিয়ানের বলে সূর্যাংশর হাতে ধরা পড়েন অঙ্কিত মিশ্র। ৩ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। বাংলা প্রথম ইনিংসে ১৯৯ রানে অল-আউট হয়ে যায়। যার অর্থ, মুম্বই প্রথম ইনিংসের নিরিখে ২১৩ রানের বড়সড় লিড নেয়। অনুষ্টুপ মজুমদার ১২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১২৭ বলে ১০৮ রান করে অপরাজিত থাকেন। মুম্বইয়ের মোহিত আবস্তি ৩টি এবং শিবম দুবে ও রয়স্টোন ডায়াস ২টি করে উইকেট তুলে নেন। ১টি করে উইকেট নেন ধাওয়াল কুলকার্নি ও তনুষ কোটিয়ান। বাংলার প্রথম ইনিংস শেষ হওয়া মাত্রই দ্বিতীয় দিনের খেলা শেষ হয়। এখন দেখার যে, ইডেনে বাংলাকে ফলো-অন করায় কিনা মুম্বই।

আরও পড়ুন:- IND vs ENG 2nd Test: যশস্বীর ডাবল সেঞ্চুরি, ৬ উইকেট বুমরাহর, ভাইজ্যাগ টেস্টে চালকের আসনে ভারত

— ৫৪.৫ ওভারে মোহিত আবস্তির বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন ইশান পোড়েল। ১২ বলে ১ রান করেন তিনি। বাংলা ১৯৮ রানে ৯ উইকেট হারায়।

— ১১টি চার ও ৩টি ছক্কার সাহায্য়ে ১১৮ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন অনুষ্টুপ মজুমদার। চলরি রঞ্জি ট্রফির ৫টি ইনিংসে ব্যাট করে তিনি এই নিয়ে তিনটি সেঞ্চুরি করলেন। ১টি হাফ-সেঞ্চুরিও করেছেন অনুষ্টুপ।

— ৪৯.৫ ওভারে শিবম দুবের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন মহম্মদ কাইফ। ২টি বাউন্ডারির সাহায্যে ৯ বলে ৮ রান করেন তিনি। বাংলা ১৭৯ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ইশান পোড়েল।

— ৪৬.৬ ওভারে রয়স্টোন ডায়াসের বলে পরিবর্ত ফিল্ডার জয় বিস্তার হাতে ধরা পড়েন সুরজ জসওয়াল। ১টি বাউন্ডারির সাহায্যে ৫ বলে ৪ রান করেন তিনি। বাংলা ১৫৪ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মহম্মদ কাইফ।

— ৪৬.১ ওভারে রয়স্টোন ডায়াসের বলে পরিবর্ত ফিল্ডার জয় বিস্তার হাতে ধরা পড়েন করণ লাল। ২টি বাউন্ডারির সাহায্যে ৩৯ বলে ১৪ রান করে আউট হন করণ। বাংলা দলগত ১৫০ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সুরজ জসওয়াল।

— ৪৬ ওভার শেষে প্রথম ইনিংসে বাংলার স্কোর ৫ উইকেটে ১৫০ রান। অনুষ্টুপ মজুমদার ৯৭ বলে ৭২ রান করেছেন। মেরেছেন ৯টি চার। ৩৮ বলে ১৪ রান করেছেন করণ লাল। তিনি ২টি চার মেরেছেন।

আরও পড়ুন:- India A vs England Lions: ভারতীয়-এ দলের হয়ে দাপুটে শতরান সাই সুদর্শনের, ঝড় তুলেই থেমে গেল রিঙ্কু সিংয়ের ব্যাট

— ৩৬.৬ ওভারে ধাওয়াল কুলকার্নির বলে সূর্যাংশর হাতে ধরা পড়েন অভিষেক পোড়েল। ২টি বাউন্ডারির সাহায্যে ৩৫ বলে ১৩ রান করেন তিনি। অভিষেক আউট হওয়া মাত্রই দ্বিতীয় দিনের চায়ের বিরতি ঘোষিত হয়। বাংলা তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ১২৪ রান তুলেছে। ৮১ বলে ৬০ রান করে অপরাজিত রয়েছেন অনুষ্টুপ মজুমদার। তিনি ৯টি চার মেরেছেন। বাংলা এখনও পিছিয়ে রয়েছে ২৮৮ রানে।

— ৮টি বাউন্ডারির সাহায্যে ৬৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন অনুষ্টুপ মজুমদার। প্রথম ইনিংসে বাংলার স্কোর ৪ উইকেটে ১০৮ রান।

— ৩০তম ওভারে প্রথম ইনিংসে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় বাংলা। ৩০ ওভার শেষে বাংলার স্কোর ৪ উইকেটে ১০৩ রান।

— ২৭.৪ ওভারে শিবম দুবের বলে পৃথ্বী শ-র হাতে ধরা পড়েন মনোজ তিওয়ারি। ৫টি বাউন্ডারির সাহায্যে ৬১ বলে ৩৬ রান করেন বাংলা দলনায়ক। বাংলা ৮৯ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অভিষেক পোড়েল।

— ১৬তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় বাংলা। ১৮ ওভার শেষে প্রথম ইনিংসে বাংলার স্কোর ৩ উইকেটে ৬৭ রান। অনুষ্টুপ ৩৬ বলে ২৮ রান করেছেন। মেরেছেন ৫টি চার। ২৭ বলে ২৪ রান করেছেন মনোজ। তিনি ৪টি চার মেরেছেন।

— মুম্বইয়ের ৪১২ রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলা দ্বিতীয় দিনের লাঞ্চে তাদের প্রথম ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ১৭ রান তুলেছে। ৮ বলে ৫ রান করেছেন অনুষ্টুপ মজুমদার। তিনি ১টি চার মেরেছেন। মনোজ ব্যাট করছেন ১ বলে ১ রান করে। অর্থাৎ, মুম্বইয়ের থেকে এখনও ৩৯৫ রানে পিছিয়ে রয়েছে বাংলা।

আরও পড়ুন:- Yashasvi Jaiswal Creates History: ভারতের মাটিতে সব থেকে কম বয়সী টেস্ট ওপেনার হিসেবে ডাবল সেঞ্চুরি যশস্বীর

— ৭.৪ ওভারে দুর্ভাগ্যজনক রান-আউট হয়ে মাঠ ছাড়েন শ্রেয়াংশ ঘোষ। ১৮ বলে ৫ রান করেন তিনি। বাংলা ১১ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ক্যাপ্টেন মনোজ তিওয়ারি।

— ৭.৩ ওভারে মোহিত আবস্তির বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন সুদীপ ঘরামি। ১টি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ৬ রান করেন তিনি। বাংলা দলগত ১১ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অনুষ্টুপ মজুমদার।

— পালটা ব্যাট করতে নেমে বাংলা শুরুতেই উইকেট হারায়। ৩.৩ ওভারে মোহিত আবস্তির বলে হার্দিক তামোরের হাতে ধরা পড়েন সৌরভ পাল। ১৪ বল খেলেও খাতা খুলতে পারেননি সৌরভ। বাংলা দলগত ৩ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সুদীপ ঘরামি।

— ৯৪.৩ ওভারে সুরজ জসওয়ালের বলে অভিষেক পোড়েলের দস্তানায় ধরা পড়েন ধাওয়াল কুলকার্নি। ৩৩ বলে ১৪ রান করেন তিনি। মারেন ৩টি চার। মুম্বই প্রথম ইনিংসে ৪১২ রালে অল-আউট হয়ে যায়। ১১ নম্বরে ব্যাট করতে নেমে রয়স্টোন ডায়াস ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৩ বলে ৪৬ রানের ঝোড়ো ইনিংস খেলে নট-আউট থাকেন। বাংলার সুরজ প্রথম ইনিংসে ১২৪ রানের বিনিময়ে ৬টি উইকেট দখল করেন। ফার্স্ট ক্লাস কেরিয়ারে সুরজের এটিই সেরা বোলিং পারফর্ম্যান্স। এছাড়া ৬৭ রানে ২টি উইকেট নেন মহম্মদ কাইফ। ১টি করে উইকেট সংগ্রহ করেন ইশান পোড়েল ও অঙ্কিত মিশ্র।

— ৯৩ তম ওভারে দলগত ৪০০ রানের গণ্ডি টপকে যায় মুম্বই। শেষ উইকেটের জুটিতে ইতিমধ্যে ৫০ রানের বেশি যোগ করেছে মুম্বই। ৯৩ ওভার শেষে প্রথম ইনিংসে মুম্বইয়ের স্কোর ৯ উইকেটে ৪০৪ রান। ধাওয়াল কুলকার্নি ৯ ও রয়স্টোন ডায়াস ৪৩ রানে ব্যাট করছেন।

আরও পড়ুন:- U19 WC Super Six Points Table: সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ কারা? ঠিক করবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ, দেখুন পয়েন্ট তালিকা

— ৮২.২ ওভারে সুরজের পঞ্চম শিকার হয়ে সাজঘরে ফেরেন তনুষ কোটিয়ান। বোল্ড হয়ে মাঠ ছাড়ার আগে তনুষ ৯৮ বলে ৬৭ রান করেন। মারেন ৯টি চার ও ১টি ছক্কা। মুম্বই প্রথম ইনিংসে ৩৪৭ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রয়স্টোন ডায়াস।

— ৮০.৩ ওভারে সুরজ জসওয়ালের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন মোহিত আবস্তি। ২ বল খেলে শূন্য রানে আউট হন তিনি। মুম্বই ৩৪৬ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ধাওয়াল কুলকার্নি।

— দ্বিতীয় দিনের শুরুতেই অথর্ব আঙ্কোলেকরকে সাজঘরে ফেরান মহম্মদ কাইফ। ৭৯.৬ ওভারে অভিষেক পোড়েলের দস্তানায় ধরা পড়েন অথর্ব। ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৯২ বলে ৪৬ রান করেন তিনি। মুম্বই ৩৪৫ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মোহিত আবস্তি।

— ইডেনে টস জিতে মুম্বইকে শুরুতে ব্যাট করতে পাঠায় বাংলা। মুম্বই প্রথম দিনে ৭৫ ওভার ব্যাট করে ৬ উইকেটের বিনিময়ে ৩৩০ রান সংগ্রহ করে। পৃথ্বী শ ৩৫, সূর্যাংশ শেজ ৭১ ও শিবম দুবে ৭২ রান করে আউট হন। তনুষ কোটিয়ান ৫৫ ও অথর্ব আঙ্কোলেকর ৪১ রানে নট-আউট থাকেন। প্রথম দিনে বাংলার হয়ে ৩টি উইকেট নেন সুরজ জসওয়াল।

গম্ভীর-ধোনির আসা যাওয়া, রোহিত-হার্দিকের রেষারেষি, কামিন্স-স্টার্কের জারিজুরি, আইপিএল ২০২৪-এর সব খবর, লাইভ ক্রিকেট স্কোর, আইপিএলের সূচি 2024, সব তথ্য পান এক ক্লিকে। গিল না কোহলি, আইপিএলের অরেঞ্জ ক্যাপ 2024 এবার কার দখলে, আইপিএলের পার্পল ক্যাপ 2024 পরবেন কোন বোলার, নাইটদের পরিসংখ্য়ান , যে কোনও প্লেয়ারের আইপিএল 2024 স্ট্যাটস, আগেরবারের যাবতীয় রেকর্ড জানতে পড়ুন HT Bangla।

ক্রিকেট খবর

Latest News

মাত্র ১০ বলে ৫০ থেকে ১০০-য় উইল জ্যাকস! আইপিএলে গেইলের রেকর্ড ভাঙলেন RCB তারকা হাওড়া ও মালদা থেকে এই ২ রুটে চালু হতে পারে বন্দে ভারত মেট্রো, বড় দাবি রিপোর্টে ধনু, মকর, কুম্ভ, মীনের ২৯ এপ্রিলের রাশিফলে কী রয়েছে? জানুন জ্যোতিষমতে ভাগ্যগণনা বোন তুলে খিস্তি পাপারাজ্জোর! ছেড়ে কথা বললেন না রণবীর, কী করলেন আলিয়ার বর? Points Table: SRH-কে হারাতেই ৬ থেকে তিনে লাফ দিল CSK, বদলে গেল টেবিলের ছবি IPL-এ ফের ইতিহাস ধোনির, বিশ্বের ১ম ক্রিকেটার হিসেবে ছুঁলেন অবিশ্বাস্য মাইলস্টোন 'মুসলিমরাই সবথেকে বেশি কন্ডোম ব্যবহার করে', জনসংখ্যা বিতর্কে মোদীকে জবাব ওয়াইসির সিংহ, কন্যা,তুলা, বৃশ্চিকের আজ ২৯ এপ্রিল কেমন কাটবে? রাশিফলে জানুন লাকি কারা মেষ, বৃষ, মিথুন, কর্কটের মধ্যে আজ লাকি কারা? ২৯ এপ্রিলের রাশিফল দেখে নিন ঘণ্টায় সাড়ে ৬ লাখ টাকা খরচ! ডায়মন্ড মডেলের হিসেব দিলেন অভিষেক,১০ বছরে কত জানেন?

Latest IPL News

মাত্র ১০ বলে ৫০ থেকে ১০০-য় উইল জ্যাকস! আইপিএলে গেইলের রেকর্ড ভাঙলেন RCB তারকা দুরন্ত তুষার দেশপান্ডের গতির সামনে থমকে গেল ট্র্যাভিসদের SRH, ৭৮ রানে জিতল CSK SRK-র ছেলের বলে মারতে পারল না রিঙ্কু, KKR ফ্যানরা বলল 'স্টার্ক কে? আব্রাম খেলুক! DC ম্যাচের আগে ইডেনের পিচ নিয়ে কি খুশি নন KKR-এর হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ইডেন গার্ডেন্সে নাইটদের বধ করে মিষ্টি দই দিয়ে সেলিব্রেশন পঞ্জাব ক্রিকেটারদের ইডেনের পিচ পরীক্ষায় DC ডিরেক্টর সৌরভ, KKR-র জন্য নাইটদের অনুশীলনে শাহরুখ রিঙ্কুর পর আবার কোন ক্রিকেটার পেলেন বিরাট কোহলির ব্যাট? দেখুন… IPL 2024-বোলারদের বাঁঁচান, আইপিএলে ব্যাটারদের দাদাগিরি দেখে আবেদন অশ্বিনের ১৫ বছর ধরে জেতাচ্ছি, নিজেরা না খেলে এরা স্ট্রাইক রেট নিয়ে লাফাচ্ছে, তোপ বিরাটের অপরাজিত ৭০-এও নায়ক নন কোহলি, ৪১ বলের শতরানে RCB-কে জেতালেন ব্রিটিশ তারকা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.