বাংলা নিউজ > ক্রিকেট > Ranji Trophy: অভিষেকেই বাজিমাত, পরিচালক বিধু বিনোদ চোপড়ার পুত্র অগ্নি চোপড়ার শতরান

Ranji Trophy: অভিষেকেই বাজিমাত, পরিচালক বিধু বিনোদ চোপড়ার পুত্র অগ্নি চোপড়ার শতরান

পরিচালক বিধু বিনোদ চোপড়ার পুত্র অগ্নি চোপড়ার শতরান (ছবি:এক্স)

Ranji Trophy: বাবা বলিউডের প্রখ্যাত সিনেমা পরিচালক বিধু বিনোদ চোপড়া। সম্প্রতি তাঁর ছবি 'টুয়েলভথ ফেল' একেবারে হইচই ফেলে দিয়েছে। সুপার ডুপার হিট হয়েছে এই ছবি। এবার বাবার মতোই একেবারে বাজিমাত করলেন তাঁর পুত্র অগ্নি চোপড়া। তবে তিনি বাজিমাত করলেন ২২ গজে। রঞ্জিতে অভিষেক ম্যাচেই করলেন শতরান।

শুভব্রত মুখার্জি: বাবা বলিউডের প্রখ্যাত সিনেমা পরিচালক। তিনি বিধু বিনোদ চোপড়া। সম্প্রতি তাঁর ছবি 'টুয়েলভথ ফেল' একেবারে হইচই ফেলে দিয়েছে। সুপার ডুপার হিট হয়েছে এই ছবি। এবার বাবার মতোই একেবারে বাজিমাত করলেন তাঁর পুত্র অগ্নি চোপড়া। তবে তিনি কিন্তু রুপোলি পর্দাতে নয়,বাজিমাত করলেন ২২ গজে। ২২ গজে অভিষেকেই বাজিমাত করেছেন তিনি। রঞ্জি ট্রফিতে অভিষেক হয়েছে অগ্নি চোপড়ার। আর অভিষেক ম্যাচেই হাঁকিয়েছেন এক অনবদ্য শতরান। আর এই শতরান হাঁকিয়েই হইচই ফেলে দিয়েছেন অগ্নি।

মিজোরামের হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক হয়েছে অগ্নির। সিকিমের বিরুদ্ধে প্রথম রঞ্জি ম্যাচ খেলছেন তিনি। আর প্রথম ম্যাচেই অনবদ্য এক শতরানের ইনিংস উপহার দিয়েছেন তিনি। মাত্র ১৭৯ বলে করেছেন ১৬৬ রান। ম্যাচের প্রথম ইনিংসেই এই শতরানের ইনিংস খেলেছেন তিনি। এখানেই শেষ নয় দ্বিতীয় ইনিংসেও দুরন্ত ব্যাটিং পারফরম্যান্স বজায় রেখেছেন তিনি। মাত্র ৭৪ বল খেলে করেছেন ৯২ রান। ম্যাচে দুই ইনিংস মিলিয়ে তিনি হাঁকিয়েছেন ৩০টি চার এবং আটটি ছয়। তবে অগ্নির দারুণ পারফরম্যান্সের পরেও ম্যাচ জিততে পারেনি মিজোরাম। তাদেরকে চার উইকেটে হারিয়ে দিয়েছে সিকিম।

প্রসঙ্গত আমেরিকার মিচিগান প্রদেশে জন্ম অগ্নির। ক্রিকেট কেরিয়ার শুরু মুম্বইয়ের হয়েই। জুনিয়র পর্যায়ে তিনি মুম্বইয়ের হয়ে খেলেছেন। এরপর রঞ্জি খেলতে তিনি মিজোরামে চলে আসেন।তারপর তাদের হয়েই রঞ্জিতে অভিষেক হল তাঁর। ২০২৩ সালের অক্টোবরে মিজোরামের হয়ে অভিষেক হয়েছিল অগ্নির। তিনি সেবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলেছিলেন মিজোরামের হয়ে। চন্ডীগড়ের বিরুদ্ধে ম্যাচে অভিষেক হয়েছিল তাঁর। লিস্ট-এ ম্যাচে তাঁর অভিষেক হয়েছিল এক মাস বাদে। চন্ডীগড়ের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফির ম্যাচে অভিষেক হয়েছিল‌ তাঁর। সেই ম্যাচে তিনি করেছিলেন ১৫ রান। আর রঞ্জি অভিষেকেই সিকিমের বিরুদ্ধে গুজরাতের গোকুলভাই সোমাভাই প্যাটেল স্টেডিয়ামে করলেন এক অনবদ্য শতরান। সিকিম প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৪২ রান করে। জবাবে মাত্র ২১৪ রানে অলআউট হয়ে যায় মিজোরাম। যার মধ্যে রয়েছে অগ্নির অনবদ্য শতরানের ইনিংস। বলা যায় দলের ৭৫ শতাংশ রান ওই ইনিংসে আসে অগ্নি চোপড়ার ব্যাট থেকেই।

ক্রিকেট খবর

Latest News

কোহলি নয়, স্লেজিং ‘কিং’ ঋষভ পন্ত; এক বাক্যে স্বীকার অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মাঝ আকাশে আমেরিকা ও রাশিয়ার ফাইটার জেটের বিপজ্জনক অ্যাকশন, দেখুন ভিডিয়ো মনের সুখে ফেরারি রং করল বাচ্চারা, দুবাইয়ের বার্থডে পার্টির আজব কাণ্ডকারখানা! বলাগড়ের এই পুজো স্মরণ করবে অভয়াকে, অভিনব উদ্যোগ ৩০০ বছর প্রাচীন পুজোয় ভারত হবে আরও স্ব-নির্ভর, ১০,০০০ কোটি টাকার তৈলবীজ মিশন আনছে কেন্দ্র ভুয়ো মেডিকেল সার্টিফিকেট দেখিয়ে ছুটি নিতেই দিতে হল ৩ লাখ টাকার জরিমানা! ভারতে iPhone 16 Pro তৈরি করছে Apple, খুলবে নতুন স্টোর! বিক্রি শুরু হবে এই মাসে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করলেন বিক্রম?রূপম ইসলামের সঙ্গে ফাঁস করলেন পুরোটা প্রথমবার পুরো সিরিজ ওপেনার হয়ে খেলবেন সঞ্জু, এটাই কি শেষ সুযোগ জায়গা পাকা করার? NCC ক্যাডেট ছিলেন জয়া! কেবিসির মঞ্চে অজানা কথা ফাঁস অমিতাভের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.