ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ হেরেছে ভারতীয় দল। ২০০৬ সালের পর ক্যারিবিয়ানদের বিরুদ্ধে কোনও দিপাক্ষিক সিরিজ হারলো টিম ইন্ডিয়া। এই সিরিজ হারার পিছনে অন্যতম কারণ হিসেবে উঠেছে এসেছে ভারতের ব্যাটিং দুর্বলতা। ম্যাচ শেষের পর দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ও একপ্রকার এই দুর্বলতাকে মেনে নিয়েছেন। ভারতের সামনে রয়েছে এশিয়া কাপ এবং ঘরের মাটিতে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। তার আগে ব্যাটিং দুর্বলতা চিন্তায় রেখেছে কোচকে। এবার এই বিষয়ের ওপর নিজের মতামত প্রকাশ করলেন ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
রবিবার ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ৮ উইকেটে ম্যাচ হারে হার্দিক পান্ডিয়ারা। এই ম্যাচে সূর্যকুমার যাদব ৬৫ রানের ইনিংস খেলেন। তাঁর এই রানের ভিত্তিতেই মাত্র ১৬৬ রানের লক্ষ্যমাত্রা দেয় তারা। সেই ম্যাচ সহজেই তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ শেষের পর সাংবাদিক সম্মেলনে এসে রাহুল দ্রাবিড় মেনে নেন টি-টোয়েন্টি দলের স্কোয়াড অনুযায়ী তাদের ব্যাটিংয়ে গভীরতা বাড়ানোর বিশেষ সুযোগ ছিল না। তবে আসন্ন এশিয়া কাপ এবং বিশ্বকাপে ব্যাটিংয়ের শক্তি আরও বাড়াতে হবে বলে মনে করেন তিনি।
রাহুল বলেন, 'আমি মনে করি এখানে আমাদের স্কোয়াডের পরিপ্রেক্ষিতে, আমাদের বিশেষ কিছু পরিবর্তনের সুযোগ ছিল না। তবে আমি মনে করি আমাদের সামনের দিকে তাকানো উচিত। সামনের টুর্নামেন্টগুলোতে আমরা ভালো করতে পারি, সেই দিকে খেয়াল রেখে দলে আরও ব্যাটিং গভীরতা আনতে হবে। আমরা এই বিষয়টিকে নিয়ে নিজের সেরা দেওয়ার চেষ্টা করছি। তবে এটাও খেয়াল রাখতে হবে ব্যাটিং গভীরতা বাড়াতে গিয়ে বোলিংকে দুর্বল করা যাবে না। আমাদের ব্যাটিং গভীরতা আগের থেকেই রয়েছে তবে সেটাকে আরও উন্নত করতে হবে।'
যদি এশিয়া কাপের আগে শ্রেয়স আইয়ার এবং কেএল রাহুল দলে ফিরে আসতে পারেন তাহলে ভারতের প্রথম ৭ জন ক্রিকেটার সুনিশ্চিত করা যাবে। এই সাতজনের মধ্যে পাঁচজন হলেন হলেন রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, শুভমন গিল, হাদিক পান্ডিয়া। তবে শেষের দিকে ৮ নম্বর পজিশন ভারতকে চিন্তায় রেখেছে। শার্দুল ঠাকুরকে ব্যবহার করা হয়েছিল কিন্তু তাকে সেই জায়গা দেওয়া হবে কিনা তা নিয়ে দোলাচল রয়েছে।
কয়েকদিন আগেই রবিচন্দ্রন অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে এই সমস্যার সম্পর্কে কথা বলতে গিয়ে ৮ নম্বর পজিশনে শার্দুল ঠাকুরকে রাখার কথাই বলেছেন। তবে এর সঙ্গে সঙ্গে তিনি জানিয়েছেন যদি কুলদীপ ও চাহালকে একসঙ্গে ভারতীয় দল বিশ্বকাপে খেলানোর কথা ভাবে তাহলে সমস্যাটা একই থেকে যাবে। তিনি বলেন, 'ভারতীয় দল নিশ্চয়ই চায় না যে ৮ নম্বর পজিশনটা দুর্বল থাকুক। সেই জন্য এই জায়গায় শার্দুলের মতো ক্রিকেটারকে রাখা উচিত। যে শেষের দিকে ম্যাচ জেতানোর জন্য প্রয়োজনীয় রান তুলতে পারবে। যদি টিম ম্যানেজমেন্ট কুলদীপ এবং চাহালকে একসাথে খেলাতে চায়, তাহলে এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে কুলদীপকে ৮ নম্বরে ব্যাট করতে আসতে হয়।'
ভারতের কাছে অক্ষর প্যাটেলের মতো আরও একজন স্পিন-বোলিং অলরাউন্ডার রয়েছেন। কিন্তু জাদেজার মতো বোলিং বৈচিত্র্য থাকায় তাকে কুলদীপ বা চাহালের জন্য জায়গা করে দিতে দলের বাইরে থাকতে হয়।