প্রায় এক বছরেরও বেশি সময় ধরে ভারতীয় দলের বাইরে তারকা উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্ত। একটি ভয়াবহ পথ দুর্ঘটনার মুখোমুখি হওয়ার পর তিনি শয্যাশায়ী ছিলেন দীর্ঘদিন। তবে কিছুদিন আগে তিনি ফিট এবং ২২ গজে কামব্যাকের কথা ঘোষণা করেন। এমনকী বিসিসিআইও ছাড়পত্র দিয়ে দিয়েছে আইপিএলের আসন্ন মরশুমেও তাঁকে দেখা যাবে তাঁর দল দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতেও। সম্প্রতি ঋষভ পান্ত স্টার স্পোর্টসের 'স্টার নাহি ফার'এ অংশগ্রহণ করেন।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ইতিমধ্য়েই জানিয়ে দিয়েছে যে টিম ইন্ডিয়ার এই তারকা উইকেটরক্ষক ব্যাটার আইপিএলে খেলতে পারবেন এবং এতে কোনও রকমের কোনও সমস্যা হবে না। মঙ্গলবার, অর্থাৎ ১২ মার্চ, একটি বিবৃতির মাধ্যমে তারা জানায়, 'দীর্ঘ ১৪ মাস, একটি পথ দুর্ঘটনায় পড়ার পর, রিহ্যাবে থেকে নিজেকে সুস্থ এবং খেলার উপযোগী করছিলেন ঋষভ পন্ত। কিন্তু এবার আমরা ঘোষণা করছি যে আসন্ন আইপিএলের জন্য ও পুরোপুরি ফিট এবং খেলতে পারবে।'
স্বাভাবিকভাবেই, এই ঘোষণার পর পন্ত একটি স্বস্তির নিঃশ্বাস ফেলেন। এরপরই নিজের ভক্তদের জন্য একটি বিশেষ বার্তাও দেন তিনি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে। নিজের একটি পাগড়ি পরা ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, 'হাসতে থাকো।' এরপরই তাঁর ভক্তরা কমেন্ট করতে শুরু করেন। সকলেই এই খবর শুনে খুশি হন যে অবশেষে তাঁকে ২২ গজে দেখা যাবে। অনেকেই তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। আবার অনেকে এটাও দাবি করেন যে আইপিএলে ভালো পারফর্ম করে পন্ত নিজের জায়গা পাকা করে নেবে, জাতীয় দলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য। সবমিলিয়ে, এই মুহূর্তে তাঁর ভক্তরা মুখিয়ে রয়েছে তাঁর বিধ্বংসী ব্যাটিং দেখার জন্য।
উল্লেখ্য, গতবছরের ২৬ নভেম্বর সব ফ্র্যাঞ্চাইজিরা জমা করে দেয় নিজেদের দলের ক্রিকেটারদের 'রিটেনশন ও রিলিজ' তালিকা। ১৯ নভেম্বর দুবাইয়ের 'কোকা কোলা এরিনা'তে আয়োজিত হয় নিলাম অনুষ্ঠান। তরুণ থেকে সিনিয়র ক্রিকেটার, সকলেই জায়গা পান বিভিন্ন দলে। আবার অনেকের কপালে জোটেনি কোনও দল। অবশেষে টুর্নামেন্ট কবে শুরু হবে সেই সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে। ২২ মার্চ শুরু হবে আইপিএল। যদিও অর্ধেক সূচি ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে যে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলেই বাকি সূচি ঘোষণা করা হবে। এবার দেখার বিষয় শেষ অবধি কবে পূর্ণসূচি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় বোর্ডের তরফ থেকে এবং কার কপালে জুটবে এবার জয়ী তকমা।