FIR Registers on Gaming app Company Owner: এখন সচিন তেন্ডুলকরকে নিয়ে তৈরি করা ভুয়ো ভিডিয়োর বিরুদ্ধে এবার মুম্বই পুলিশ কড়া ব্যবস্থা নিয়েছে। মুম্বই পুলিশের সাইবার সেল এই বিষয়ে একটি এফআইআর নথিভুক্ত করেছে। সচিন তেন্ডুলকরের পিএ রমেশ পারদের অভিযোগের ভিত্তিতে সাইবার পুলিশ আইপিসি ৫০০ এবং আইটি ৬৬ (এ) ধারার অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসলে সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সচিন তেন্ডুলকরকে নিয়ে তৈরি হয়েছে ভুয়ো ভিডিয়ো। যার বিরুদ্ধে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অভিযোগ করেছিলেন সচিন। এই ভিডিয়োতে ভারতের কিংবদন্তি ক্রিকেটারকে একটি গেমিং অ্যাপের প্রচার করতে দেখা যায়।
এরপরে সচিন তেন্ডুলকর অভিযোগ করেছিলেন যে প্রযুক্তির অপব্যবহার করা হয়েছে। সচিন তাঁর ভক্তদের এই ভিডিয়োটির বিরুদ্ধে রিপোর্ট করতে বলেছিলেন। আসলে এই নকল ভিডিয়োতে, টেকনোলজির সাহায্য়ে মাস্টার ব্লাস্টারের ভিডিয়ো ক্লিপটি তাঁর নকল কণ্ঠ ডাব করে বিজ্ঞাপনের বার্তা দেওয়া হয়েছিল। ভিডিয়োতে সচিনকে বলতে শোনা যায় যে, তার মেয়ে একটি নতুন গেম খেলছে, যা নিয়ে আজকাল সকলেই কথা বলছে। এই ফেক ভিডিয়োতে সকলকে এই গেমটি খেলার আহ্বান করেছিলেন সচিন।
এই ভিডিয়োটি দেখার সঙ্গে সঙ্গে সচিন নিজেই অবাক হয়ে যান। শেয়ার করার সময় তিনি তাৎক্ষণিকভাবে জানান যে এটি ভুয়া। সচিন তেন্ডুলকর তাঁর সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘এই ভিডিয়োটি ভুয়া এবং আপনাদের প্রতারণা করার জন্য এটি তৈরি করা হয়েছে। প্রযুক্তির এই ধরনের অপব্যবহার একেবারেই ভুল। আপনাদের সকলকে অনুরোধ করা যাচ্ছে যে আপনি যদি এই ধরনের ভিডিয়ো বা অ্যাপস বা বিজ্ঞাপন দেখেন তাহলে অবিলম্বে রিপোর্ট করুন।’
তিনি আরও লেখেন, ‘সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকেও সতর্ক হওয়া উচিত এবং তাদের বিরুদ্ধে করা অভিযোগের বিষয়ে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নেওয়া উচিত। এক্ষেত্রে তাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ যাতে ভুল তথ্য ও সংবাদ বন্ধ করা যায় এবং ডিপফেকের অপব্যবহার বন্ধ করা যায়।’
এর পরেই সচিন তেন্ডুলকরের পিএ এই বিষয় নিয়ে মুম্বই পুলিশের কাছে অভিযোগ করেন, যার ভিত্তিতে পুলিশ এই গেমিং সংস্থার বিরুদ্ধে প্রচার এবং জাল ভিডিয়োর মামলা দায়ের করেছে। আজকাল, গভীর জাল প্রযুক্তি একটি বড় হুমকি রয়ে গেছে। অনেক সেলিব্রেটি এর শিকার হয়েছেন। কয়েকদিন আগে, সচিন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকরও এর শিকার হয়েছিলেন, যখন কেউ এআই-এর সাহায্যে শুভমন গিলের সঙ্গে সারার একটি নকল ছবি শেয়ার করেছিলেন।