বাংলা নিউজ > ক্রিকেট > The Ashes: 'লজ্জাজনক', অ্যাশেজের প্রথা মেনে ইংল্যান্ড মদ্যপান না করায় খেপে লাল স্মিথ

The Ashes: 'লজ্জাজনক', অ্যাশেজের প্রথা মেনে ইংল্যান্ড মদ্যপান না করায় খেপে লাল স্মিথ

স্টিভ স্মিথ। ছবি- রয়টার্স  (Action Images via Reuters)

ইংল্যাল্ড ক্রিকেটারদের মদ্যপান করতে না যাওয়ায় এবার আগুনে ঘি ঢাললেন প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। স্টোকসদের কটাক্ষ করে বলেছেন, 'লজ্জাজনক, আমার কেরিয়ারে এই প্রথম।'

শুভব্রত মুখার্জি: সদ্য শেষ হওয়া অ্যাশেজ সিরিজে কম বিতর্ক হয়নি। ২-২ ফলে শেষ হয়েছে সিরিজ। তবে সিরিজ শেষ হয়ে গেলেও চলছে বিতর্ক। সম্প্রতি সিরিজ শেষে দুই দল প্রথা মেনে একসঙ্গে সুরাপান করেনি। যার জন্য প্রায় সবক্ষেত্রেই বিশেষজ্ঞরা দায়ী করেছে ইংল্যান্ড দলকে। এবার সেই বিতর্কেই যেন ঘি ঢাললেন অজি দলের প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ। গোটা বিষয়টিতে লজ্জাজনক আখ্যা দিয়েছেন তিনি। ২০২৩ সালের অ্যাশেজ সিরিজ শেষে ওভালে এই সুরাপান করার কথা ছিল দুই দলের। তবে ইংল্যান্ড তা করতে অস্বীকার করে।

ইংল্যান্ড দলের যোগ না দেওয়া মেনে নিতে পারছেন না অস্ট্রেলীয় ক্রিকেটারেরা। ট্র্যাভিস হেড বিষয়টি নিয়ে আগেই মুখ খুলেছিলেন। সেই তালিকায় যোগ দিলেন অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক স্টিভ স্মিথ। ওভাল টেস্টের শেষ দিন বেন স্টোকসদের জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছিলেন অজিরা। তাদের দেরি হওয়া দেখে ইংল্যান্ড দলকে ডাকতেও গিয়েছিলেন স্টিভ স্মিথ। স্টোকসদের জন্য অপেক্ষা করার সেই অভিজ্ঞতার কথা বলেছিলেন হেড।

স্মিথ বলেছেন, 'ইংল্যান্ডের সাজঘরের দরজায় দু’বার টোকা দিয়েছিলাম। আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ডাকতে গিয়েছিলাম। বেন স্টোকস দরজা খুলে আমাদেরকে বলেছিল ২ মিনিট অপেক্ষা করতে। কিন্তু সেই ২ মিনিটের অপেক্ষা ১ ঘন্টাতে পরিণত হয়।'

তিনি আরও বলেছেন ‘একটা সময় আমাদের মনে হয়েছিল আর অপেক্ষা করার মানে হয় না। ইংল্যান্ডের ওই আচরণের পর আমরা মদ্যপান করব কিনা একসঙ্গে তাও ভেবেছিলাম। ছেলেরা সবাই বিরক্ত হচ্ছিল এই ব্যবহারে। শেষ পর্যন্ত আমরাও চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলি। গোটা ঘটনাটিই ছিল দুর্ভাগ্যজনক। আমার ক্রিকেট জীবনে প্রথম বার এমন ঘটনা ঘটল। সিরিজ শেষ হওয়ার পর আমরা একসঙ্গে মদ্যপান করতে পারিনি এই প্রথমবার। এটা লজ্জাজনক ঘটনা।’ উল্লেখ্য, অ্যাশেজ সিরিজের শেষে রীতি অনুযায়ী মদ্যপানের আয়োজন করা হয় ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের জন্য। এ বারের অ্যাশেজ শেষ হওয়ার পর সেই অনুষ্ঠানে যাননি ইংল্যান্ডের ক্রিকেটারেরা। যদি ও কেন‌ যাননি সেই বিষয়ে আগেই ব্যাখ্যা দিয়েছেন স্টোকসরা।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

‘সহ্য় করা কঠিন…’! স্ত্রী-সন্তান না থাকায় ‘একা’ লাগত, সিমিকে জানান রতন টাটা ইমেল ডাউনলোড করবেন কিন্তু কীভাবে করতে হয়? জেনে নিন পদ্ধতি জাপানে পড়াশোনায় ইচ্ছুক? ভিসা পাবেন খুব সহজে, জেনে নিন আরও বেশি করে Gold Loan নিচ্ছেন গ্রাহকরা, তাহলে RBI চিন্তিত কেন? নুন থেকে IT,১০ সেক্টরে ৩০ সংস্থা; টাটা গোষ্ঠীর অধীনে কোন কোন কোম্পানি আছে জানেন? Walking Benefits: দুপুরের লাঞ্চের পর ১০০ কদম হাঁটাই যথেষ্ট! 'ব্রাহ্মণ' হওয়ার গর্ব জাহির করতে গাড়িতে বিতর্কিত পোস্টার বেঙ্গালুরুর CEO-র বনবাস কাটিয়ে কামব্যাক, রঞ্জিতে ঝাড়খণ্ডের অধিনায়ক ইশান স্ক্রিনিংয়ে কেউ হাসেনি ওয়ালকাম দেখে, স্ট্রেসের কারণে হাসপাতালে ভর্তি হন পরিচালক সিইও হয়েও করেন HR-এর কাজ! নিজে হাতেই নতুন কর্মীদের চাকরি দেন Zomato CEO

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.