লিস্ট-এ ক্রিকেটে ২৯ বলে সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়ার পরে জাতীয় দলে ঢুকে পড়ার জন্য বিশেষ অপেক্ষা করতে হল না জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ককে। অস্ট্রেলিয়ার ২১ বছরের তরুণ ব্যাটার ঢুকে পড়লেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য ঘোষিত জাতীয় দলে। ফ্রেজারের সঙ্গে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার ওয়ান ডে স্কোয়াডে ডাক পেলেন পেসার জেভিয়ার বার্টলেট।
ফ্রেজার গতবছর অক্টোবরে অ্যাডিলেডে তাসমানিয়ার বিরুদ্ধে মার্শ কাপের ম্যাচে ৬টি চার ও ১২টি ছক্কার সাহায্যে মাত্র ২৯ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন। ঘরোয়া হোক বা আন্তর্জাতিক ম্যাচ, ৫০ ওভারের ক্রিকেটে এটিই এখনও পর্যন্ত সব থেকে কম বলে করা সেঞ্চুরির বিশ্বরেকর্ড। তিনি ভেঙে দেন এবি ডি'ভিলিয়র্সের ৩১ বলে করা শতরানের রেকর্ড।
সাউথ অস্ট্রেলিয়ার হয়ে সেই ইনিংসে ওপেন করতে নেমে ফ্রেজার ১০টি চার ও ১৩টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ১২৫ রান করে আউট হন। এখনও পর্যন্ত লিস্ট-এ কেরিয়ারে এই একটিই মাত্র শতরান করেছেন ফ্রেজার। ১৫টি লিস্ট-এ ইনিংসে মোটে ৪৬৮ রান করেই জাতীয় দলে জায়গা পেয়ে গেলেন ম্যাকগার্ক।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজের জন্য ১৩ জনের দল ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের অনুপস্থিতিতে এই সিরিজে অজিদের নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। কামিন্স ছাড়া তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে অস্ট্রেলিয়া পাচ্ছে না গ্লেন ম্যাক্সওয়েল ও ঝাই রিচার্ডসনকে। ম্যাক্সওয়েলকে বিশ্রাম দেওয়া হয়েছে। চোটের জন্য বিবেচিত হয়নি রিচার্ডসনের নাম।
ওয়েস্ট ইন্ডিজ এই মুহূর্তে অস্ট্রেলিয়া সফরের টেস্ট সিরিজে ব্যস্ত রয়েছে। সিরিজের প্রথম টেস্টে অজিদের কাছে একতরফাভাবে পরাজিত হয়েছে ক্যারিবিয়ান দল। ২ ম্য়াচের টেস্ট সিরিজের শেষে খেলা হবে ৩ টেস্টের ওয়ান ডে সিরিজে। তিনটি ম্যাচ খেলা হবে যথাক্রমে ২, ৪ ও ৬ ফেব্রুয়ারি তারিখে। ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে যথাক্রমে মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায়।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড:-
স্টিভ স্মিথ (ক্যাপ্টেন), শন অ্যাবট, জেভিয়ার বার্টলেট, ন্যাথন এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্র্যাভিস হেড, জোশ ইংলিস, মার্নাস ল্যাবুশান, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, ল্যান্স মরিস, ম্যাথিউ শর্ট ও অ্যাডাম জাম্পা।
অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ ওয়ান ডে সিরিজের সূচি:-
প্রথম ওয়ান ডে: ২ ফেব্রুয়ারি (মেলবোর্ন)।
দ্বিতীয় ওয়ান ডে: ৪ ফেব্রুয়ারি (সিডনি)।
তৃতীয় ওয়ান ডে: ৬ ফেব্রুয়ারি (ক্যানবেরা)।