ভারত তো বটেই আইপিএল জ্বরে যেন আক্রান্ত গোটা ক্রিকেট বিশ্ব। ক্রিকেটের সঙ্গে যেখানে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে বিভিন্ন জগতের মানুষজন। যেহেতু ভারতের বিভিন্ন প্রান্তে খেলাটা হয় সেই কারণে খেলার সঙ্গে যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তা হল সেই জায়গার সংস্কৃতি,খাবার। স্থানীয় খাবারের বৈচিত্র্য চেখে দেখতে ভারতীয় ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি ক্রিকেটাররাও সবসময়ে আগ্রহী থাকেন। ঠিক এমন একটি ঘটনার সাক্ষী থাকলেন ক্রিকেট ভক্তরা সম্প্রতি। আইপিএলের অফিসিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টসের হয়ে ধারাভাষ্যকার হিসেবে কাজ করতে এই মুহূর্তে ভারতে রয়েছেন স্টিভ স্মিথ এবং স্টুয়ার্ট ব্রড। তারা এবার স্বাদ নিলেন মহারাষ্ট্রের বিভিন্ন জনপ্রিয় খাবার এবং পানীয়ের।
আরও পড়ুন-IPL 2024- চন্দ্রকান্তকে নিয়ে সোচ্চার প্রাক্তন শিষ্যরা, সতর্ক প্রতিক্রিয়া গম্ভীরের
মুম্বইয়ের দাদারের এক জনপ্রিয় রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন দুই তারকা ক্রিকেটার। অ্যাসেজ সিরিজের যুযুধান দুই পক্ষ। একাধিকবার নিজ নিজ দলের হয়ে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে স্মিথ এবং ব্রডের। এবার এই দুই তারকাই একসঙ্গে বের হলেন মহারাষ্ট্রের স্থানীয় খাবারের স্বাদ নিতে। দাদারের অন্যতম জনপ্রিয় রেস্তোরাঁ প্রকাশ উপহার কেন্দ্র। সেখানেই স্টার স্পোর্টসের টিমের সঙ্গে খেতে গিয়েছিলেন এই দুই তারকা।তাদের খাবারের তালিকা সাজানো ছিল স্থানীয় সমস্ত সুস্বাদু খাবার এবং পানীয়তে।তাদের খাবারের তালিকায় ছিল সাবু দানা বড়া, বড়া পাও,মিশাল পাও এবং মহারাষ্ট্রের জনপ্রিয় পানীয় পীযূষ। পীযূষ শ্রীখণ্ড এবং দই দিয়ে তৈরি একটি স্থানীয় জনপ্রিয় পানীয়।
দুই তারকা ক্রিকেটারদের কাছে খাবারগুলো একটু হলেও স্পাইসি অর্থাৎ মশলাদার বলে মনে হয়েছে। তবে খাবারগুলো যে খুব সুস্বাদু ছিল তা তারা একবাক্যে মেনে নিয়েছেন। স্টার স্পোর্টসের তরফে এই দুই তারকার ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে 'অন দেয়ার ডে স্টিভ স্মিথ অ্যান্ড স্টুয়ার্ট ব্রড ডিসকভারড ডেলিসিয়াস মহরাষ্ট্রীয়ান কুইজিন'। অর্থাৎ স্টিভ স্মিথ এবং স্টুয়ার্ট ব্রড আজকের দিনে মহারাষ্ট্রের স্থানীয় নানা খাবারের দুর্দান্ত স্বাদ আবিষ্কার করল। ভিডিয়োটি মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। তবে স্মিথের মুখ যে ঝাল খাবার খেয়ে জ্বলে গিয়েছে, তা ভিডিয়ো দেখেই স্পষ্ট।