শুভব্রত মুখার্জি:- বর্তমানে ভারতীয় পুরুষ ক্রিকেটের সিনিয়র বিভাগে তিন ফর্ম্যাটের অধিনায়ক রোহিত শর্মা। সম্প্রতি তাঁর নেতৃত্বে ওডিআই বিশ্বকাপের ফাইনালে ও খেলেছে ভারতীয় দল।যদিও ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হয়েছে ভারতকে। সেই ব্যথা, যন্ত্রনা, হতাশা-বেদনা এখন ও কাটিয়ে উঠতে পারেননি ভারত অধিনায়ক। সেই কথা নিজেই জানিয়েছেন তিনি। এমন আবহেই রোহিত গুরুনাথ শর্মা এবং তাঁর স্ত্রী রীতিকা পা রেখেছে তাদের অষ্টম বিবাহ বার্ষিকীতে। আর সেই দিনেই তাঁর মনের মানুষ তথা প্রাণের মানুষ রোহিতের জন্য এক আদরমাখা পোস্ট করেছেন স্ত্রী রীতিকা সাজদে। সেই আবেগমাখা হৃদয়স্পর্শী পোস্ট ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।
একটা সময়ে রোহিতের ম্যানেজার ছিলেন রীতিকা। তাঁর ২২ গজ বা ২২ গজের বাইরের সবকিছুর দেখভাল করতেন তিনি। সেখান থেকেই তাদের ভালোবাসার শুরু। তারপর দীর্ঘ পথ পেরিয়ে হয়ে ওঠা রোহিতের জীবনসঙ্গী। বন্ধু থেকে জীবনসঙ্গী হয়ে ওঠার এই সোনালি সফর তাঁর লেখার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন রোহিত শর্মার স্ত্রী রীতিকা।
অষ্টম বিবাহবার্ষিকীতে রীতিকা সোশাল মিডিয়ায় লিখলেন, 'যে ছেলেটা আমার জীবনে আসার পর আমার সমস্ত কিছু বদলে গিয়েছে। ছেলেটা আসার পর জীবনটা আমার পরিবর্তন হয়ে গিয়েছে। ধন্যবাদ আমার প্রিয় বন্ধু। আমার কমেডিয়ান, আমার পছন্দের মানুষ। আর সবশেষে এক কথায় বলতে গেলে আমার আশ্রয়। তোমার সঙ্গে আমাদের জীবন অত্যন্ত মায়াবী। তোমাকে ভালবাসি রোহিত শর্মা।'
উল্লেখ্য ভারতের প্রাক্তন তারকা যুবরাজ সিং বোনের মতো স্নেহ করতেন রীতিকাকে। ২০১৫ সালে রীতিকা বিয়ে করেন রোহিতকে। তার আগে ছয় বছর তাঁরা ডেটিং করেছেন। সদ্য শেষ হওয়া ওডিআই বিশ্বকাপের ফাইনালে হারের যন্ত্রনা ভুলতে বেশ কিছুদিন হল পরিবারকে সঙ্গী করে ইংল্যান্ডে ভ্রমণ করছেন। রোহিতকে ভারতীয় দলের হয়ে ফের খেলতে দেখা যাবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের দেশেই দুই টেস্টের সিরিজ খেলতে।২৬-৩০ ডিসেম্বর সেঞ্চুরিয়নে হবে প্রথম টেস্ট। আর দ্বিতীয় টেস্ট ম্যাচ হবে ৩-৭ জানুয়ারি ২০২৪, কেপটাউনে। এই সিরিজটি ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বৃত্তের অঙ্গ। ফলে আলাদা গুরুত্ব রয়েছে এই সিরিজের।