নেপালের ক্রিকেটার দীপেন্দ্র সিং আইরি ১৩ এপ্রিল শনিবার শিরোনাম উঠে এসেছেন। এই সময়ে তিনি ACC পুরুষদের T20I প্রিমিয়ার কাপ ২০২৪-এ কাতারের বিরুদ্ধে ব্যাট হাতে ধ্বংসযজ্ঞ চালিয়েছিলেন। দীপেন্দ্র ২১ বলে ৬৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই ইনিংসে তিনি ৬ বলে ৬ ছক্কা মেরে বড় কীর্তি গড়েছিলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে ৬টি ছক্কা মেরে বিশ্বের তৃতীয় ক্রিকেটার হয়েছেন দীপেন্দ্র সিং আইরি। তার আগে এই কীর্তি করেছিলেন ভারতের যুবরাজ সিং এবং ওয়েস্ট ইন্ডিজের কায়রন পোলার্ড।
দীপেন্দ্র সিং আইরি কে?
দীপেন্দ্র সিং আইরি একজন নেপালি ক্রিকেটার যিনি ২৪ জানুয়ারি ২০০০ সালে জন্মগ্রহণ করেন। ২০১৮ সালের অগস্টে, নেদারল্যান্ডসের বিরুদ্ধে নেপালের প্রথম ওডিআই ম্যাচে খেলা এগারোজন ক্রিকেটারের একজন ছিলেন তিনি। তাঁকে নেপালের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে বিবেচনা করা হয়। চিনের হাংঝোতে ১৯তম এশিয়ান গেমসের সময়, মঙ্গোলিয়ার বিরুদ্ধে মাত্র ৯ বলে ৫০* রান করে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েন আরি। কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগ ২০২৩-এর সময় তিনি মন্ট্রিল টাইগারদের হয়ে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। এখন তিনি টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে তৃতীয় ক্রিকেটার হিসেবে এসিসি প্রিমিয়ার কাপে কাতারের বিরুদ্ধে এক ওভারে ছয়টি ছক্কা মেরেছেন।
যুবরাজ সিংয়ের বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছেন দীপেন্দ্র সিং আইরি
২০০৭ সালের T20 বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ১২ বলে হাফ সেঞ্চুরি করে যুবরাজ সিং T20 আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ফিফটি করেছিলেন। গত বছর ১৯ তম এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিরুদ্ধে ৯ বলে পঞ্চাশের ইউভির রেকর্ড ভেঙে দিয়েছিলেন দীপেন্দ্র সিং আইরি।
দীপেন্দ্র সিং আইরি তৃতীয় ব্যাটসম্যান যিনি T20I তে এক ওভারে ছয়টি ছক্কা মেরেছেন
টি-টোয়েন্টি আন্তর্জাতিকে এক ওভারে ৬ ছক্কা মেরে বিশ্বের তৃতীয় খেলোয়াড় হয়েছেন দীপেন্দ্র সিং আইরি। কাতারের বিরুদ্ধে শেষ ওভারে কামরান খানের ছয় বলে ছয় ছক্কা হাঁকান তিনি। যুবরাজ সিং ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। যেখানে কাইরন পোলার্ড ২০২১ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে এক ওভারে ৬ ছক্কা মেরেছিলেন। কাতারের বিরুদ্ধে এই ম্যাচে দীপেন্দ্র সিং আইরি ২১ বলে ৩টি চার ও সাতটি আকাশচুম্বী ছক্কার সাহায্যে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেন।