বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > CWC 2023- সেমিফাইনালে ওঠা নিয়ে চাপ নয়, গল্ফ খেলে সময় কাটালেন বাবর আজম

CWC 2023- সেমিফাইনালে ওঠা নিয়ে চাপ নয়, গল্ফ খেলে সময় কাটালেন বাবর আজম

কলকাতার গল্ফ কোর্টে বাবর আজম (ছবি-এক্স)

Babar Azam play Golf- ১১ নভেম্বর ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াইয়ে নামবে পাকিস্তান। তবে তার আগে কলকাতায় গল্ফ খেলে ছুটি কাটালেন বাবর আজম। যেহেতু পরের ম্যাচটি শুরু হতে হাতে এখনও কিছুটা সময় রয়েছে তাই বাবর আজমদের ছুটি দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। তিনি রয়্যাল ক্যালকাটা গল্ফ ক্লাবে গল্ফ খেললেন।

Babar Azam play Golf at Kolkata- ভারত, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া আপাতত এই তিনটি দেশ চলতি ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে। এখন প্রশ্ন হল চতুর্থ দল হিসাবে কোন দেশ তালিকায় নিজেদের নাম লেখাবে। এই লড়াইয়ে এখনও পর্যন্ত পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তান রয়েছে। একটি জায়গার জন্য তিনটি দেশের লড়াই হবে। এই মুহূর্তে নেদারল্যান্ডস ও নিউজিল্যান্ড বাদে প্রতিটি দল তাদের লিগ ম্য়াচের শেষ খেলাটি খেলতে প্রস্তুত হচ্ছে। কারণ প্রত্যেকেই আটটি করে ম্য়াচ খেলে ফেলেছে। এখন প্রত্যেক দেশ নিজেদের মতো করেই তৈরি হচ্ছে।

মেগা টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছনোর স্বপ্ন বাঁচিয়ে রেখে কলকাতায় এসেছে পাকিস্তান দল। পাকিস্তানকে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে হবে। এবং এই ম্যাচটি বাবর আজমদের কাছে মাস্ট উইন ম্য়াচ। ১১ নভেম্বর ইডেন গার্ডেন্সে এই লড়াইয়ে নামতে চলেছে পাকিস্তান। কার্যত কোয়ার্টার ফাইনালের তকমা পাওয়া সেই ম্যাচের আগে ফুরফুরে মেজাজে রয়েছেন পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম।

মঙ্গলবার, ৭ নভেম্বর কলকাতায় গল্ফ খেলে কাটালেন বাবর আজম। যেহেতু পরের ম্যাচটি শুরু হতে হাতে এখনও কিছুটা সময় রয়েছে তাই বাবর আজমদের ছুটি দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। এই সময়টাকে নিজেদের মতো করেই কাটালেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। এদিন তিনি রয়্যাল ক্যালকাটা গল্ফ ক্লাবে গল্ফ খেললেন।

বাবরের সঙ্গে উপস্থিত ছিলেন দলের প্রধান কোচ গ্রান্ট ব্র্যাডবার্ন এবং বোলিং কোচও। বিশ্বকাপ জ্বরে কাবু তিলোত্তমা। সামনে বর্তমান বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার। এমন সুযোগ হাতছাড়া করেননি গল্ফ ক্লাবে উপস্থিত কেউই। পাক অধিনায়ককে দেখা মাত্রই ছবি তুললেন। পাকিস্তান অধিনায়কও নিজের মতো করেই কাটালেন।

সকালে যেখানে বাবর গল্ফ খেলে সময় কাটান। সেখানে এদিনই পাকিস্তান দলের কয়েকজন তারকাকে বাইপাসের ধারে এক শপিং মলে দেখা যায়। পাকিস্তান ক্রিকেট দলের আবদুল্লা শফিক, মহম্মদ ওয়াসিম, ওসামা মীররা যান শপিং মলে। পরিবারের জন্য শাড়িও কেনেন তাঁরা। বিকেলেই আবার পাক দলের তারকাদের একাংশ সিনেমাও দেখতে যান।

তবে এখনও মাঠমুখো হননি বাবর আজমরা। দুইদিন সম্পূর্ণ বিশ্রাম করে, আড্ডা দিয়েই সময় কাটিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। কেবল সাঁতার কেটে ও জিমে হালকা ঘাম ঝড়িয়েই সময় কাটান তাঁরা। তবে খবর অনুযায়ী, বুধবার ইডেনে অনুশীলন করতে নামতে পারেন পাকিস্তান দলের ক্রিকেটাররা। ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে পাকিস্তান দল, আফগানিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচের ফল দেখে নিতে পারবে। এর ফলে তাঁরা অঙ্ক কষেই ইডেনে নামতে পারে। এখন দেখার পাকিস্তান দল সেমিফাইনালে উঠতে পারে কিনা।

ক্রিকেট খবর

Latest News

এবার মায়ের আগমন পালকিতে, জেনে নিন পুজোর কোন দিনে পড়েছে কোন তিথি ও সামগ্রী তালিকা নিজে আইনজীবী হয়েও জন্য অত উকিল রেখেছেন কেন? RG Kar কাণ্ডে মমতাকে তোপ শ্রীলেখার IND vs BAN 1st Test Day 2 Live: শতরান পূর্ণ করতে পারবেন জাদেজা? আজ নজর সেদিকেই অডিয়ো কাণ্ডে কুণালকে জেরা নয় কেন? প্রশ্ন করেছিল HC,পালটা বিস্ফোরক দাবি TMC নেতার রাসেল-নারিন ডাহা ফেল, পোলার্ডের একক লড়াই সত্ত্বেও ম্যাচ হারল নাইট রাইডার্স কদিনেই বিচ্ছেদ ব্যথা সামলে উঠেছেন নাতাশা! ফিরলেন চেনা ছন্দে, একাকী কোথায় গেলেন? সত্যি কি ট্রাম্প-মোদী সাক্ষাৎ হবে আগামী সপ্তাহে? অবশেষে মুখ খুলল বিদেশ মন্ত্রক ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে চমক দিয়ে বিরল বিশ্বরেকর্ড ল্যাবুশানের, এই নজির আর কারও নেই কারা সম্পর্কের মধ্যে নতুনত্ব আনতে পারেন? দেখুন কী বলছে আজকের প্রেম রাশিফল মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২০ সেপ্টেম্বরের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.