পাঁচবারের চ্যাম্পিয়ন তারা। কিন্তু এবারের বিশ্বকাপের শুরুটা মোটেই ভালো করেনি অস্ট্রেলিয়া। ভারতের বিরুদ্ধে হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেন প্যাট কামিন্সরা। একটা সময় পরপর ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের একেবারে শেষে জায়গা করে নেয়। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়ায় অজিরা। যদিও এখনও শেষ চার পাকা করতে পারেননি ডেভিড ওয়ার্নাররা।
আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছে অস্ট্রেলিয়া। এদিন প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ২৯১ রান তোলে তারা। দুর্দান্ত ব্যাটিং করেন ইব্রাহিম জাদরান। ১৪৩ বলে করেন ১২৯ রান। তাঁর এই ইনিংসটি সাজানো ছিল ৮টি বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারির সৌজন্যে। এছাড়াও রশিদ খান মাত্র ১৮ বলে অপরাজিত ৩৫ রানের ইনিংস খেলেন। রশিদের এই ইনিংসটি সাজানো ছিল ২টি বাউন্ডারি এবং ৩টি ওভার বাউন্ডারির সৌজন্যে।
জবাবে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো মতো ভেঙে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডার। আফগান বোলারদের চোখ রাঙানির সামনে পিছনের দিকে হাঁটতে হয় ডেভিড ওয়ার্নারদের। মাত্র ১৮ রান করে আজমতউল্লাহর বলে ফিরে যান ওয়ার্নার। পাশাপাশি ট্র্যাভিস হেড খাতা খুলতে না পেরে ফিরে যান। যদিও মিচেল মার্শ কিছুটা লড়াই চালান। নবীন-উল-হকের বলে এলবিডব্লু হয়ে ২৪ রান করে ফিরে যান তিনি। পরপর উইকেট হারানোয় চাপ বাড়তে থাকে অজি ক্রিকেটারদের উপর। কেউই সেইভাবে দাঁড়াতে পারেনি। রশিদদের দাপটে ড্রেসিংরুমে ফিরতে হয় তাদের।
তবে এদিন মার্নাস ল্যাবুশানে যেভাবে আউট হলেন তাতে নিজেদের মধ্যে বোঝাপড়ার অভাব ছিল তা বলার অপেক্ষা রাখেন না। ডিফেন্স করে শট রান নিতে এগিয়ে যান ম্যাক্সওয়েল। প্রথমে রান নিতে চাননি ল্যাবুশান, কিন্তু রান নিতে বলেন ম্যাক্সওয়েল। সামনেই দাঁড়িয়েছিলেন রহমত শাহ। সঙ্গে সঙ্গে থ্রো করেন আফগান ক্রিকেটার। বলটি দুটি ড্রপ পড়ে উইকেটে লেগে যায়। ডাইভ দিয়েও লাভের লাভ কিছু হয়নি। ক্রিজে ব্যাট ঢুকে গেলেও শূণ্যে ভাসতে থাকে। সামান্য ভুলে খেসারত দিতে হল অজি ব্যাটারকে। ২৮ বলে ১৪ রান করে ফিরে যান তিনি। মার্নাসের আউটের ভিডিয়ো এই মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ম্যাচ জিততে মরিয়া অজিরা। লড়াই চালাচ্ছেন গ্লেন ম্যাক্সওয়েল। কোন দল জয় পায় সেটাই এখন দেখার বিষয়।