বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ইডেন গার্ডেন্স। ওডিআই বিশ্বকাপকে ঘিরে নতুন রূপ পেয়েছে ক্রিকেটের নন্দনকানন। শনিবার ঐতিহাসিক এই স্টেডিয়াম ইডেন গার্ডেন্সে বাংলাদেশের মুখোমুখি হয় নেদারল্যান্ডসের। এই ম্যাচে বাংলাদেশকে বিপর্যস্ত করার পর দর্শকদের উন্মাদনার কাছে আপ্লুত হয়ে পড়লেন ডাচ ক্রিকেটাররা। ম্যাচ শেষের পর নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস তাদের সমর্থকদের সঙ্গে হাতও মেলান।
এই দিনের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ড। প্রথমবারের জন্য ইডেন গার্ডেনে খেলতে নামেন তারা। নির্ধারিত পঞ্চাশ ওভারে ২২৯ রান করে এই দল। অধিনায়ক স্কট করেন ৬৮ রান। জবাবে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডের বোলারদের কাছে অসহায় ভাবে আত্মসমর্পণ করে বাংলাদেশের ব্যাটাররা। মাত্র ১৪২ রানে সব উইকেট হারিয়ে ফেলেন লিটন দাসরা। অন্যান্য বার বিশ্ব মঞ্চে বাংলাদেশ তুলনামূলক ভালো পারফরম্যান্স করলেও এবার তারা ৬টি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিততে পেরেছে। গ্রুপ টেবিলের নয় নম্বর স্থানে রয়েছে তারা।
শনিবার ইডেনে নেদারল্যান্ডসের বেশ ভালো সমর্থকদের চোখে পড়েছে। এই সমর্থন তাদেরকে যে অনেকটাই ম্যাচে এগিয়ে দিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। ম্যাচ শেষে সমর্থকদের সঙ্গে সময় কাটালেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট। তাদের হয়ে গলা ফাটাতে আসা সমর্থকদের সঙ্গে হাত মেলান তিনি। ইডেনের বাউন্ডারি লাইনের ফেনসিংয়ের সামনে একের পর এক দর্শক হাত মেলাচ্ছেন খুশি মুখে তাদের সেই আবদার পূর্ণ করছেন তাদের নায়ক।
এই দৃশ্য ক্রিকেটে খুব একটা দেখা যায় না কারণ তারকা ক্রিকেটারদের একবার ছোঁয়া পেলেই হাজার হাজার দর্শকের ভিড় জমে যায়। যা সামাল দেওয়া মুশকিল হয়। এক্ষেত্রে অনেক অনুরাগী স্কটের কাছে আসলেও হাসিমুখে তাদের ধন্যবাদ জানিয়েছেন। শুধু নেদারল্যান্ডসের অধিনায়ক নয় সঙ্গে অনেক ক্রিকেটারী সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন তাদেরকে সাপোর্ট করার জন্য। আগামী ম্যাচ নেদারল্যান্ড তিন নভেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে। ওই ম্যাচ খেলা হবে লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে। এবার আফগানিস্তান শুরুর দিকে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে। নেদারল্যান্ডস বেশ চমক দিয়েছে।