আমির খানের যেমন অগণিত ভক্ত রয়েছে এই দেশে তেমনই নানা সময় তাঁকে কটাক্ষের মুখেও পড়তে হয়েছে তাঁর ধর্মের জন্য। শুনতে হয়েছে দেশদ্রোহীর মতো তকমা বা দেশ ছেড়ে 'পাকিস্তান চলে যান'-এর মতো উক্তি। কিন্তু তবুও এবার আমির খানের মুখে শোনা গেল নমস্কারের মহত্বের কথা। তাঁর ধর্মে সকলেই আদাব করেন। তবুও নমস্কারের গুরুত্ব বুঝিয়ে কী বললেন আমির?
নমস্কার নিয়ে কী বললেন আমির?
কিছুদিন আগে দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা শোতে এসেছিলেন আমির খান। সেখানে এসেই তিনি নমস্কারের গুরুত্ব বোঝান। কপিলের এই শোতে অভিনেতা বলেন, 'আমি মুসলিম হয়েও বুঝেছি নমস্কার করার মধ্যে একটা আলাদা শক্তি আছে।' এরপর তিনি জানান এই বিষয়টা তিনি তখন উপলব্ধি করেন যখন তিনি দঙ্গল ছবিটি শ্যুটিং বা রং দে বাসন্তী ছবিটির শ্যুটিংয়ের জন্য পঞ্জাবে গিয়েছিলেন। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে মিস্টার পারফেকশনিস্ট বলেন, 'এই গল্পটা (দঙ্গল) আমার খুব কাছের। এটার শ্যুটিংয়ের জন্য দুই মাস পঞ্জাবের একটি প্রত্যন্ত গ্রামে থাকতে হয়েছিল। তখন যখন রোজ ভোর ৫-৬ টা নাগাদ বেরোতেন ওখানকার মানুষরা বেরিয়ে রাস্তার পাশে ভিড় জমাতেন আমাদের স্বাগত জানানোর জন্য। নমস্কার করে ওরা আমায় সত শ্রী কাল বলতেন। আবার যখন রাতে ফিরতাম তখন নমস্কার করে শুভ রাত্রি বলতেন।'
আরও পড়ুন: সৌরভের দাদাগিরির দিন শেষ! এবার অনির্বাণের সঞ্চালনায় আসছে সারেগামাপা লেজেন্ডস, কবে কখন দেখা যাবে?
এদিন একই সঙ্গে আমির খান আদাব এবং নমস্কার প্রসঙ্গে বলেন, 'একটা সময় পর্যন্ত আমি আদাব বলেই সকলকে অভিবাদন জানাতাম। হাত জোড় করে নমস্কার খুব একটা বলতাম না। কিন্তু যখন নমস্কারের মাহাত্ম্য বুঝলাম সেদিন বুঝলাম এভাবেও সুন্দর করে অভিবাদন জানানো যায়।'
প্রসঙ্গত আমির খানকে আগামীতে সিতারে জমিন পর ছবিতে দেখা যাবে।