শুভব্রত মুখার্জি: চলতি ওডিআই বিশ্বকাপ শুরুর আগে ভারত দেশের মাটিতে শেষ ওয়ানডে সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এরপরেই ওডিআই বিশ্বকাপে খেলতে নামে দুই দল। বিশ্বকাপের অভিযান শেষ হলেই এই দুই দল নিজেদের মধ্যে টি-২০ সিরিজে মুখোমুখি হবে। পাঁচ ম্যাচের সিরিজ খেলবে এই দুই দল। আর এই সিরিজে 'ছুটি' দেওয়া হতে পারে ভারতীয় দলের নিয়মিত হেড কোচ রাহুল দ্রাবিড়কে। তাঁর বদলে এই সিরিজে ভারতীয় দলের হেড কোচের দায়িত্বে আসতে পারেন প্রাক্তন তারকা ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ।
ঘটনাচক্রে এই মুহূর্তে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির সর্বময় কর্তা ভিভিএস লক্ষ্মণ। বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার পরেই ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে রাহুল দ্রাবিড়ের। বিসিসিআইয়ের হাতে তখন অপশন থাকছে নিয়ম মেনে দ্রাবিড়কে নতুন করে আবেদন করতে বলার। এখন সেটা তারা করবেন কিনা তা সময় বলবে। পাশাপাশি ৫১ বছর বয়সি তারকা জাতীয় দলের কোচ থাকতে আদৌও আগ্রহী কিনা তার উপরেও নির্ভর করছে অনেক কিছুই।
কারণ জাতীয় দলের কোচিং করানো মোটেও সহজ ব্যাপার নয়। প্রচুর সফর তো দলের সঙ্গে করতেই হয়। পাশাপাশি রয়েছে প্রত্যাশার পাহাড় প্রমাণ চাপ। এর আগেও আইপিএলে কোচিং করিয়েছেন ভিভিএস লক্ষ্মণ। দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালসের কোচিং স্টাফেও দীর্ঘদিন ছিলেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘রাহুল দ্রাবিড় যখন ছুটিতে গিয়েছেন এর আগেও ভিভিএস লক্ষ্মণ জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন। এবার ও বিশ্বকাপের পরে অজিদের বিরুদ্ধে সিরিজে সেই সম্ভাবনা রয়েছে। যখন জাতীয় দলের হেড কোচের জন্য নতুন করে আবেদন পত্র চাওয়া হবে সেই সময়েও খুব শক্তিশালী দাবিদার থাকবেন ভিভিএস লক্ষ্মণ।’