হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডে তিনজনের গ্রেফতারি নিয়ে মুখ খুললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। কোনওরকম রাখঢাক না করে ভারতের বিদেশমন্ত্রী স্পষ্টভাবে জানালেন, খলিস্তানি জঙ্গি নিজ্জরের হত্যাকাণ্ড নিয়ে কানাডায় যা হচ্ছে, সেটার বেশিরভাগই সেই দেশের অভ্যন্তরীণ রাজনীতির কারণে হচ্ছে। সেইসব বিষয়ের সঙ্গে ভারতের ছিঁটেফোটাও যোগসূত্র নেই বলে জানিয়ে দিয়েছেন জয়শংকর। সেইসঙ্গে তিনি জানিয়েছেন, তিনজনের গ্রেফতারির প্রসঙ্গে কানাডার তরফে ভারতকে কিছু জানানো হয়নি। যে তিনজন ভারতীয় নাগরিক বলে দাবি করেছে কানাডার ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম।
কানাডা দাবি
শুক্রবার কানাডার ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিমের তরফে দাবি করা হয় যে নিজ্জরের হত্যাকাণ্ডে করণ ব্রার (২২), কমলপ্রীত সিং (২২) এবং করণপ্রীত সিংকে (২৮) গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে রুজু করা হয়েছে খুনের মামলা। গত বছর সারেতে নিজ্জরকে হত্যার ঘটনায় ওই তিনজন বিভিন্ন ভূমিকা পালন করেছিলেন। সেই সংক্রান্ত কোনও প্রমাণ না দিলেও কানাডার তরফে দাবি করা হয়েছে যে তদন্ত এখনও চলছে।
যে কানাডায় আগামী অক্টোবরের মধ্যে নির্বাচন হওয়ার কথা, সেই দেশের ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিমের সদস্য অফিসার-ইন-চার্জ মনদীপ মুকার বলেন, ‘এখানেই তদন্ত শেষ হচ্ছে না। আমি জানি যে এই ঘটনায় অন্যান্যরা যুক্ত আছে এবং হত্যাকাণ্ডে ভূমিকা পালন করেছিলেন। তাঁদের প্রত্যেককে চিহ্নিত করে গ্রেফতার করতে বদ্ধপরিকর আমরা।’
ভারতের বিদেশমন্ত্রীর প্রতিক্রিয়া
সেই আবহে শুক্রবার ভুবনেশ্বরে জয়শংকরকে প্রশ্ন করা হয় যে কেন ভারতের সমালোচনা করছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। যিনি নিজ্জরের মৃত্যুর ঘটনার ভারতকে নিশানা করেছিলেন। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, সেই প্রশ্নের জবাবে জয়শংকর জানান যে কানাডার গণতন্ত্রকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে খলিস্তানপন্থী একটি অংশ। লবি তৈরি করেছে। পরিণত হয়েছে ভোটব্যাঙ্কে। কানাডার শাসক দলের আপাতত সংসদে সংখ্যাগরিষ্ঠতা নেই। তাই কয়েকটি দল খলিস্তানপন্থীদের উপর নির্ভর করে টিকে আছে।
জয়শংকর বলেন, ‘আমরা ওদের (কানাডা) বারবার বলেছি যে এইসব লোকেদের ভিসা দেবেন না, আইনি স্বীকৃতি বা রাজনৈতিক সুযোগ দেবেন না। যা কানাডার ক্ষেত্রে সমস্যার হয়ে দাঁড়িয়েছে। আমাদের জন্যও হয়েছে। আমাদের সম্পর্কের জন্যও হয়েছে।’ সেইসঙ্গে তিনি জানিয়েছেন, যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে, তাঁদের নিয়ে কানাডা আপাতত কোনও তথ্য দেয়নি। তবে তিনি যা শুনেছেন, তাতে ওই সন্দেহভাজন তিনজনের নাকি ভারতে গ্যাং-যোগের ইতিহাস আছে।