শুভব্রত মুখার্জি: চলতি ওডিআই বিশ্বকাপে বেশ ভালো ফর্মে রয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ইতিমধ্যেই একটি শতরান এবং তিনটি অর্ধশতরানও করে ফেলেছেন তিনি। রবিবার অর্থাৎ ২৯ অক্টোবর ভারত লখনউয়ের একানা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত এবং ইংল্যান্ড। ম্যাচে ভারতীয় ব্যাটারদের এদিন বেশ বেকায়দায় ফেলে দিয়েছিল ইংল্যান্ড বোলাররা।এ দিন বিরাট কোহলি কোন রান না করেই প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। আর এরপরেই ভারত তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটারকে নিয়ে কটাক্ষ শুরু করে ইংল্যান্ডের অফিসিয়াল সমর্থককূল ‘বার্মি আর্মি’। আর এরপরেই বার্মি আর্মিকে একেবারে ধুয়ে দিল ভারতীয় ক্রিকেটের সমর্থকরা।
ঘটনাচক্রে ওডিআই বিশ্বকাপের ইতিহাসে এটাই বিরাট কোহলির প্রথম শূন্য রানে আউট হওয়া। আর তারপরেই সুযোগ বুঝে বিরাটকে আক্রমণ করতে মাঠে নেমে পড়ে বার্মি আর্মি। নিজেদের এক্স হ্যান্ডেলে তারা একটি মেমে পোস্ট করে। যেখানে কোহলির শূন্য রানে আউট হয়ে যাওয়ার ফলে যে তারা কতটা খুশি তা তারা ব্যক্ত করেন। তবে বার্মি আর্মির এই কটাক্ষ একেবারেই ভালোভাবে নেননি ভারতীয় ক্রিকেটের সমর্থকরা। সঙ্গে সঙ্গে তারা প্রত্যুত্তর দিতে আসরে নেমে পড়েন।
ভারতীয় ক্রিকেটের সমর্থকরা বার্মি আর্মিকে তাদের বাস্তব অবস্থানটা বুঝিয়ে দেয়। চলতি ওডিআই বিশ্বকাপে ঠিক কি অবস্থায় রয়েছে ইংল্যান্ড তা তারা স্মরণ করিয়ে দেন। এই মুহূর্তে ভারত ম্যাচের আগে পয়েন্ট তালিকায় একেবারে শেষে রয়েছে ইংল্যান্ড দল। একমাত্র বাংলাদেশ ম্যাচ ছাড়া আর কোন ম্যাচেই জয় পায়নি জোস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড। ভারতীয় ইনিংসের সপ্তম ওভারে ডেভিড উইলির বলে আউট হয়ে যান বিরাট কোহলি। সঙ্গে সঙ্গে সচিন তেন্ডুলকরের অনাকাঙ্ক্ষিত নজির স্পর্শ করে ফেললেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সাতে ব্যাট করে সর্বাধিকবার শূন্য রানে আউট করার নজির গড়লেন বিরাট কোহলি।
২৭৫টি আন্তর্জাতিক ইনিংসে এটা ছিল কোহলির ১৬তম শূন্য রানে আউট হওয়া। বার্মি আর্মির তরফে একটি হাসের সঙ্গে কোহলির ছবি পোস্ট করে লেখা হয়, ‘মর্নিং ওয়াকে’ অর্থাৎ প্রাতভ্রমণে বেরিয়েছেন কোহলি। যার জবাবে ‘স্কিন ডক্তর’ নামক একটি প্রোফাইল থেকে লেখা হয়, ‘আমরা যদি পয়েন্ট তালিকার তলা থেকে দেখি তবে আমরা বার্মি আর্মির দল ইংল্যান্ডকে দেখতে পাব।’ রান্ডম গাই নাম আরও একটি প্রোফাইল থেকে লেখা হয়, ‘আমরা ইংল্যান্ডে পয়েন্ট তালিকার শীর্ষে দেখতে পাচ্ছি। তবে একেবারে নীচ থেকে।’ রেনবো সল্ট নামক আরও একটি প্রোফাইল থেকে লেখা হয়, ‘যারা আফগানিস্তান, শ্রীলঙ্কাকে হারাতে পারে না, তাদের আবার বড় কথা।’