নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলিকে বিশ্বের ‘সেরা’ বলে দাবি করেছেন। সেই সঙ্গে তাঁর উচ্ছ্বসিত প্রশংসাও করেছেন। পাশাপাশি ফাইনালে ভারতের প্রতিপক্ষকে সতর্ক করে বলেছেন, সুপারস্টার কোহলি প্রতিদিন আরও দক্ষ হয়ে উঠছেন। তাই প্রতিপক্ষ টিম যেন সাবধান হয়ে যায়।
ভারতায় টিমকে ‘নীল মেশিন’ বলে অভিহিত করেছেন উইলিয়ামসন। আর বুধবার মুম্বইয়ে তাঁর দলকে ৭০ রানে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠে ভারত। সেই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে কোহলি সচিন তেন্ডুলকরের ৪৯তম ওডিআই শতরানের রেকর্ড ভেঙে দিলেন। তিনি মাস্টার ব্লাস্টারকে টপকে করে ফেললেন ৫০তম ওডিআই সেঞ্চুরি। ১১৭ রান করেন কোহলি। পাশাপাশি শ্রেয়স আইয়ার ১০৫ রান করেন। আর ভারত ৫০ ওভারে ৪ উইকেট হারিযে ৩৯৭ রানের পাহাড় গড়ে।
এর পর ওয়াংখেড়েতে দ্বিতীয় ইনিংস মহম্মদ শামির আগুনে স্পেল। ৫৭ রান দিয়ে ৭ উইকেট তুলে নিয়ে কিউয়িদের হার নিশ্চিত করেন ভারতের তারকা পেসার। গত দুই বিশ্বকাপের রানার্স এবং ২০১৯ সংস্করণে ভারতের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেওয়া দল ৩২৭ রানে অলআউট হয়ে যায়।
কোহলির প্রতি শ্রদ্ধা জানিয়ে উইলিয়ামসন বলেছেন, ‘এটি বিশেষ কিছু (কোহলির ৫০তম সেঞ্চুরি), ৫০টি ম্যাচ খেললেই কেউ কেউ এটিকে একটি দুর্দান্ত ক্যারিয়ার বলে থাকেন। সেখানে ৫০টি সেঞ্চুরি পাওয়া সহজ নয়। তার মধ্যে ও যে ভাবে সেঞ্চুরি করেছে, সেটা কিন্তু দলের জয়েরও গুরুত্বপূর্ণ ছিল।’
৩৩ বছরের কিউয়ি অধিনায়ক আরও যোগ করেছেন, ‘আমি বলতে চাইছি যে, ও বিশ্বের সেরা ক্রিকেটার, তাই না? এবং ও দিনে দিনে আরও ভালো হয়ে উঠছে বলে মনে হচ্ছে, যা সারা বিশ্বের প্রতিপক্ষের জন্য উদ্বেগের বিষয়।’
বিশ্বকাপের সেমিফাইনালে শামি ক্যারিয়ারের সেরা বোলিং করেছেন। ওডিআই-এ তাঁর সেরা বোলিং পরিসংখ্যান নথিভুক্ত করেছেন। ডারিল মিচেল (১৩৪) এবং উইলিয়ামসন (৬৯) মিলে তৃতীয় উইকেটে ১৮১ রানের পার্টনারশিপ করে ফেলেছিলেন। যেটা ভারতের কাছে চাপের হয়ে উঠেছিল। উইলিয়ামসনকে আউট করে এই জুটি ভেঙে ভারতকে স্বস্তি দিয়েছিলেন শামি।
উইলিয়ামসন বলেন, ‘নীল মেশিনটি ঘুরছে এবং ভারত এই ম্যাচটি জয়ের জন্য যোগ্য।’ সঙ্গে শামির প্রশংসা করে বলেছেন, ‘ও (শামি) অবিশ্বাস্য ছিল। ও প্রথম পরিবর্তনের পর বল করতে আসে। দুই অসামান্য নতুন বলের বোলারের (জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ) পরে ও বল করে। নিঃসন্দেহে ও বিশ্বের শীর্ষ বোলারদের একজন এবং যে ভাবে ও বল মুভ করে এবং স্টাম্পগুলিকে ছিটকে দেয়, তা সত্যিই অসাধারণ।’ প্রসঙ্গত, দশ ম্যাচে অপরাজিত থেকেই ভারত চলতি বিশ্বকাপের ফাইনালে উঠেছে। ফাইনালে তারা অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে।