শুভব্রত মুখার্জি: ভারতীয় দলের হয়ে তিন ফর্ম্যাটেই অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য কুলদীপ যাদব। বাঁ-হাতি এই চায়নাম্যান বোলার তাঁর স্পিনের জাদুতে সমস্যায় ফেলেছেন বিশ্বের তাবড় তাবড় ব্যাটারদের। একটা সময়ে যুজবেন্দ্র চাহালের সঙ্গে জুটি বেঁধে ভারতকে গুরুত্বপূর্ণ ম্যাচ জিতিয়েছেন তিনি। বিশ্বে এই স্পিন জুটি বিখ্যাত হয়েছিল 'কুলচা' নামে। বল হাতে কুলদীপ দুরন্ত পারফরম্যান্স করলেও, ব্যাট হাতে তিনি কোনও দিন সেই ভাবে নজর কাড়তে পারেননি। তবে সাম্প্রতিক সময়ে তাঁর ব্যাটিংয়ে অনেকটাই উন্নতি ঘটেছে। আর তাঁর ব্যাটিংয়ের এই উন্নতির পিছনে যে অবদান রয়েছে জাতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার, সে কথাই জানিয়েছেন কুলদীপ যাদব। রোহিতের সঙ্গে কথা বলেই তাঁর ব্যাটিংয়ের উন্নতি ঘটেছে বলে মত কুলদীপের।
আরও পড়ুন: ১০ ওভারের মধ্যে ১৬০-এর উপর রান তাড়া করে জয়, ইতিহাস লিখে লখনউকে হারাল হায়দরাবাদ, আশা শেষ MI-এর
চলতি বছরেই জানুয়ারি-মার্চে ভারত এবং ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে। সিরিজ ভারতীয় দল ৪-১ ফলে জেতে। সেই সিরিজেই লোয়ার অর্ডারে নেমে ভারতীয় দলের হয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ ইনিংস ব্যাট হাতে খেলেছেন তিনি। এই সিরিজে অলরাউন্ড পারফরম্যান্স করেছিলেন কুলদীপ। বল হাতে নিয়েছিলেন ১৯ টি উইকেট। ব্যাট হাতে তিনি ছ'টি ইনিংস খেলেন। করেন ৯৭ রান। গড় ১৯.৪০। সর্বোচ্চ স্কোর ৩০। এই ফর্ম তিনি ধরে রেখেছেন আইপিএলেও। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেও তিনি ২৬ বলে অপরাজিত ৩৫ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন। তাঁর ব্যাটে ভর করেই ওই ম্যাচে দিল্লি ১৫৩ রান করতে সমর্থ হয়। যদিও ম্যাচ দিল্লি জিততে পারেনি।তবে সেদিন তাদের লড়াইয়ের জায়গায় পৌঁছে দিয়েছিলেন কুলদীপ যাদব।
আরও পড়ুন: অবিশ্বাস্য ব্যাটিং, কিছু বলার নেই- ম্যাচের পরেও ঘোর কাটেনি, রাহুলের সাফ দাবি, ২৪০ করলেও হারত তাঁর দল
রোহিত শর্মার ভূমিকা সম্বন্ধে বলতে গিয়ে কুলদীপ যাদব বলেছেন, ‘রোহিতভাই আমার সঙ্গে আমার বোলিং নিয়ে খুব বেশি কথা বলে না। কারণ বল হাতে ও যেটা আমার থেকে চাইছে, আমি সেইটা করতে সমর্থ হই। রোহিত ভাইয়ের চিন্তা রয়েছে আমার ব্যাটিং নিয়ে। আমাকে ব্যাটিংয়ে উন্নতি ঘটাতে বলে রোহিত ভাই। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে আমি আমার ব্যাটিং নিয়ে কাজ করি। আমার কঠোর পরিশ্রমে খুব খুশি হয়েছিল রোহিত ভাই। আমি তার ফলও পেয়েছি টেস্ট সিরিজে। আমি যখন নেটে অনুশীলন করতাম, তখন রোহিত ভাই আমার সঙ্গে নেটে থাকত। ব্যাটিংয়ের খুঁটিনাটি নিয়ে আমাকে বলত। আমাকে এটা খুব সাহায্য করেছে। এখন আমি আমার বোলিংয়ের পাশাপাশি আমার ব্যাটিংটাও উপভোগ করছি।’