বিশ্বকাপে দারুন ফর্মে রয়েছে টিম ইন্ডিয়া। প্রতি ম্যাচেই জয় পেয়েছে রোহিত শর্মার দল। প্রথমে ব্যাট করে হোক কি রান তাড়া করে হোক, দু'রকম ভাবেই বিপক্ষ দলকে হাবুডুবু খাইয়েছে 'মেন ইন ব্লু'। এবং এই সফরে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার হয়ে এই টুর্নামেন্টে সর্বোচ্চ রান এসেছে বিরাটের ব্যাট থেকেই। তবে এবার বিরাটের সমালোচকদের কড়া জবাব দিলেন প্রাক্তন ক্যারিবিয়ান তারকা ভিভিয়ান রিচার্ডস। তিনি নিন্দুকদের এক হাত নিলেন এবং বিরাটে প্রশংসা করে জিজ্ঞেস করলেন, যারা বিরাট কোহলির নিন্দে করেছিলেন এখন তারা কোথায়?
নিজের কলামে এই ক্যারিবিয়ান কিংবদন্তি লিখেছেন, 'দেখুন এই বিশ্বকাপে আমরা অজস্র প্রতিভাবান ক্রিকেটার দেখেছি। কিন্তু এবার যদি সেরা ক্রিকেটারকে বেছে নেওয়ার প্রশ্ন আসে, তাহলে আমার উত্তর হবে বিরাট কোহলি। সত্যি বলতে ওকে ছাড়া তো আর কারোর নাম আমার মাথায় আসছে না। আমি চিরকালই বিরাটের বড় ভক্ত ছিলাম, এখনও আছি। বিশেষ করে এই বিশ্বকাপেও দেখিয়ে দিয়েছে, কেন ওকে সচিন তেন্ডুলকরের মতো ক্রিকেটারদের সঙ্গে তুলনা করা হয়।'
বিশ্বকাপের আগে বিরাটের খারাপ ফর্ম নিয়েও মুখ খুলেছে ক্যারিবিয়ান কিংবদন্তি। ভিভ লিখেছেন, 'বিশ্বকাপের আগে খারাপ ফর্ম দিয়ে যাচ্ছিল বিরাট। এটা হতেই পারে। সব ক্রিকেটারদের সঙ্গেই হয়েছে। সেই সময় কিছু লোক তো ওকে সরানোর দাবিও তুলেছিল। যারা ওকে সরাতে চেয়েছিল তারা এখন কোথায়? তবে ওই সময় যারা বিরাটের পাশে দাঁড়িয়েছিল, তাদের আমি ধন্যবাদ জানাতে চাই। কত কিছু বলা হয়েছিল বিরাটের ফর্ম সম্বন্ধে। কিন্তু সব বাধা পার করে ও আবার ফিরে এসেছে নিজের আসল রূপে। ও সবাইকে বুঝিয়ে দিয়েছে, ও এই ফরম্যাটের সেরা ক্রিকেটার।'
এছাড়াও বিরাটের বিশেষ গুণগুলিও তুলে ধরেন ভিভ। তিনি কলামে লিখেছেন, 'ওর মধ্যে যা আত্মবিশ্বাস রয়েছে, তা আমি খুব কম খেলোয়াড়ের মধ্যেই দেখেছি। ওর সঙ্গে আমি একবার কথা বলেছিলাম আর তখনই বুঝতে পেরেছিলাম ও কি। ওর মানসিক শক্তি চরম এবং সেই কারণেই আজ ও এই জায়গায়। এর আগে আমাদের দু'জনের মধ্যে তুলনা করা হয়েছে। এর মূল কারণটা হল আমাদের দুজনেরই মাঠে নিজেদের আবেগ প্রকাশ করাটা একইরকম। ও যে প্রান্তেই ফিল্ডিং করুক না কেন, ব্যাটারের প্যাডে বল লাগলেই, ও ছুটে আসে আবেদন করতে। প্রতিমুহূর্তে ময়দানে নিজের উপস্থিতিটা ও বুঝিয়ে দেয়।'