বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > ICC CWC 2023: বিরাট নিজেকে প্রমাণ করেছে, কেন ও সর্বকালের সেরা! বড় মন্তব্য ক্যারিবিয়ান কিংবদন্তির

ICC CWC 2023: বিরাট নিজেকে প্রমাণ করেছে, কেন ও সর্বকালের সেরা! বড় মন্তব্য ক্যারিবিয়ান কিংবদন্তির

বিরাট কোহলি। ছবি-এএফপি (AFP)

বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। এবার প্রাক্তন ভারত অধিনায়কের প্রশংসায় ক্যারিবিয়ান কিংবদন্তি। বললেন, বিরাটই সর্বকালের সেরা।

বিশ্বকাপে দারুন ফর্মে রয়েছে টিম ইন্ডিয়া। প্রতি ম্যাচেই জয় পেয়েছে রোহিত শর্মার দল। প্রথমে ব্যাট করে হোক কি রান তাড়া করে হোক, দু'রকম ভাবেই বিপক্ষ দলকে হাবুডুবু খাইয়েছে 'মেন ইন ব্লু'। এবং এই সফরে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার হয়ে এই টুর্নামেন্টে সর্বোচ্চ রান এসেছে বিরাটের ব্যাট থেকেই। তবে এবার বিরাটের সমালোচকদের কড়া জবাব দিলেন প্রাক্তন ক্যারিবিয়ান তারকা ভিভিয়ান রিচার্ডস। তিনি নিন্দুকদের এক হাত নিলেন এবং বিরাটে প্রশংসা করে জিজ্ঞেস করলেন, যারা বিরাট কোহলির নিন্দে করেছিলেন এখন তারা কোথায়?

নিজের কলামে এই ক্যারিবিয়ান কিংবদন্তি লিখেছেন, 'দেখুন এই বিশ্বকাপে আমরা অজস্র প্রতিভাবান ক্রিকেটার দেখেছি। কিন্তু এবার যদি সেরা ক্রিকেটারকে বেছে নেওয়ার প্রশ্ন আসে, তাহলে আমার উত্তর হবে বিরাট কোহলি। সত্যি বলতে ওকে ছাড়া তো আর কারোর নাম আমার মাথায় আসছে না। আমি চিরকালই বিরাটের বড় ভক্ত ছিলাম, এখনও আছি। বিশেষ করে এই বিশ্বকাপেও দেখিয়ে দিয়েছে, কেন ওকে সচিন তেন্ডুলকরের মতো ক্রিকেটারদের সঙ্গে তুলনা করা হয়।'

বিশ্বকাপের আগে বিরাটের খারাপ ফর্ম নিয়েও মুখ খুলেছে ক্যারিবিয়ান কিংবদন্তি। ভিভ লিখেছেন, 'বিশ্বকাপের আগে খারাপ ফর্ম দিয়ে যাচ্ছিল বিরাট। এটা হতেই পারে। সব ক্রিকেটারদের সঙ্গেই হয়েছে। সেই সময় কিছু লোক তো ওকে সরানোর দাবিও তুলেছিল। যারা ওকে সরাতে চেয়েছিল তারা এখন কোথায়? তবে ওই সময় যারা বিরাটের পাশে দাঁড়িয়েছিল, তাদের আমি ধন্যবাদ জানাতে চাই। কত কিছু বলা হয়েছিল বিরাটের ফর্ম সম্বন্ধে। কিন্তু সব বাধা পার করে ও আবার ফিরে এসেছে নিজের আসল রূপে। ও সবাইকে বুঝিয়ে দিয়েছে, ও এই ফরম্যাটের সেরা ক্রিকেটার।'

এছাড়াও বিরাটের বিশেষ গুণগুলিও তুলে ধরেন ভিভ। তিনি কলামে লিখেছেন, 'ওর মধ্যে যা আত্মবিশ্বাস রয়েছে, তা আমি খুব কম খেলোয়াড়ের মধ্যেই দেখেছি। ওর সঙ্গে আমি একবার কথা বলেছিলাম আর তখনই বুঝতে পেরেছিলাম ও কি। ওর মানসিক শক্তি চরম এবং সেই কারণেই আজ ও এই জায়গায়। এর আগে আমাদের দু'জনের মধ্যে তুলনা করা হয়েছে। এর মূল কারণটা হল আমাদের দুজনেরই মাঠে নিজেদের আবেগ প্রকাশ করাটা একইরকম। ও যে প্রান্তেই ফিল্ডিং করুক না কেন, ব্যাটারের প্যাডে বল লাগলেই, ও ছুটে আসে আবেদন করতে। প্রতিমুহূর্তে ময়দানে নিজের উপস্থিতিটা ও বুঝিয়ে দেয়।'

ক্রিকেট খবর

Latest News

আরজি করের আবেগকে অস্ত্র করে ছবির প্রচারের অভিযোগ কুণালের, বদলালো টেক্কার পোস্টার ‘গতি ভালো লাগে আমার,’ বন্দে ভারতে একমাত্র নারী মোটরম্যান ঋত্বিকা ভোটের পরেও নিজ জেলায় ফেরানো হয়নি পুলিশ কর্মীদের, ভবানী ভবনে ভিড় পরিবারের দেহের সামনে মাথা ঝুঁকিয়ে শ্রদ্ধা চিকিৎসকদের, সত্যিই কি তিনি সীতারাম ইয়েচুরি? ধরনায় ইতি টেনে স্বাস্থ্য়ভবন থেকে CGO কমপ্লেক্স পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের মিছিল নয়ডায় বিমানকর্মী খুনে পুলিশের জালে ‘লেডি ডন’, মাথার দাম ঘোষণা ছিল ২৫,০০০ RG Kar- কাণ্ডে প্রতিবাদ অব্যাহত! মশাল নিয়ে রাজপথে নাগরিক সমাজ নমাজ সবে শুরু হবে, আচমকাই মারপিট ঢাকার জাতীয় মসজিদে, সামলাতে নামল সেনা 'হাতেগোনা কয়েকটা লোকই আছে যাদের নাম মিটুতে আসবে না…', আবিরকে ক্লিনচিট ঋতাভরীর বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে শুরু যান চলাচল!'এক পা এগিয়ে, চার পা পিছোন মমতা'-শুভেন্দু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.