তৃণমূলের পর এবার প্রার্থী তালিকা নিয়ে তীব্র অসন্তোষ সৃষ্টি হল বিজেপিতে। দল থেকে টিকিট না মেলায় ভাঙচুর করা হল বিজেপি নেতার বাড়ি, গাড়ি। এই অভিযোগ উঠেছে খড়গপুর পৌরসভায়। জেলার বিজেপির প্রাক্তন সভাপতি তথা রাজ্যের প্রাক্তন সম্পাদক তুষার মুখার্জির বাড়িতে এবং গাড়িতে ইট ও বোল্ডার দিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে। পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের সভাপতি সৌমেন দাস ওরফে বিলুর বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়েছে। যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন সৌমেন দাস।
সোমবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে মেদিনীপুর ও খড়গপুর পৌরসভার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। সেই তালিকায় খড়গপুর পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের সভাপতি সৌমেন দাস(বিলু) স্ত্রী রাখি দাসকে প্রত্যাশামতো প্রার্থী করা হয়নি। তুষার মুখার্জির অভিযোগ, এরপরেই রাত দুটো নাগাদ তাঁর বাড়িতে এবং গাড়িতে হামলা চালায় সৌমেন দাস, তাঁর স্ত্রী এবং কয়েকজন মহিলা। তুষার মুখার্জির আরও অভিযোগ, কয়েকদিন আগেই সৌমেন দাস তাকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যে তার স্ত্রী ২৩ নম্বর ওয়ার্ড থেকে যেন টিকিটটা পায়। যদি টিকিট না পায় তাহলে তাকে দেখে নেওয়ারও হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন তুষার মুখার্জি।
অন্যদিকে, এই অভিযোগের কথা অস্বীকার করে সম্পূর্ণ মিথ্যা কথা বলে দাবি করেছেন সৌমেন দাস। তাঁর পাল্টা দাবি, এই ঘটনার জন্য তুষার মুখার্জীর পুরনো কোনও শত্রু জড়িয়ে রয়েছে। তিনি জানান, 'রাতে আমিও ভাঙচুরের আওয়াজ পেয়ে ঘরের দরজা খুলে দেখি তুষার মুখার্জির বাড়িতে হামলা করা হচ্ছে।' তাঁর দাবি, 'আমি যদি সত্যিই হামলা চালিয়ে থাকি তাহলে আইনত ব্যবস্থা নিয়ে তা প্রমাণ করে দেখাক।'