বাংলা নিউজ > ভোটযুদ্ধ > গ্রামের লড়াই > Panchayat election result 2023: প্রথমবার ভোটে লড়ে বড় সাফল্য কুড়মিদের, সামাজিক প্রকল্পের ভরে জেলার রাশ TMC-র

Panchayat election result 2023: প্রথমবার ভোটে লড়ে বড় সাফল্য কুড়মিদের, সামাজিক প্রকল্পের ভরে জেলার রাশ TMC-র

কুড়মি শিবিরের উড়েছে হলুদ আবির। সবুজ আবীর মেখেছেন তৃণমূল কর্মীর।

মঙ্গলবার দুপুর থেকে গণনা কেন্দ্রে বাইরে সবুজ আবীর মেখেছেন তৃণমূল কর্মীর। পাশাপাশি কুড়মি শিবিরের উড়েছে হলুদ আবির। মাস কয়েক আগে লাগাতার ধর্না আন্দোলনের জেরে বেহাল হয়েছিল জঙ্গলমহলের জনজীবন। ভোট মেটার পর আবার কি সেই আন্দোলনের রাস্তায় হাঁটা শুরু করবে কুড়মি জনজাতি?

ভোটে লড়ার কোনও অভিজ্ঞতা নেই, রাজনৈতিক দলগুলির মতো সংগঠন নেই, শাসকদলের ধমক-চমকের অভিযোগ রয়েছে, তবু এবার পঞ্চায়েত জঙ্গলমহলে উল্লেখযোগ্য ফল করেছে কুড়মিরা। ঝাড়গ্রাম জেলার অন্তত দু'টি গ্রাম পঞ্চায়েতে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তারা। এ ছাড়া একাধিক আসনে নির্দল প্রার্থী হিসাবে জয়লাভ করেছে কুড়মিরা। তবে বেশি সংখ্যক গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির আসন জেতায় জেলা থাকেছে সেই তৃণমূলের হাতেই।

(পড়তে পারেন। শান্তনু ঠাকুরের বুথেও জিততে পারল না BJP! ‘অভিষেককে অপমানের ফল’, বলল তৃণমূল)

প্রথমবার নির্বাচনে নেমেই এই সাফল্যকে বড় বলেই মনে করছেন আদিবাসী নেতারা। তবে পাশপাশি তারা স্বীকার করে নিচ্ছেন অনভিজ্ঞতার কথাও। কুডমিদের সংগঠন ঘাঘরা ঘেরা কেন্দ্রীয় কমিটির নেতা অভিজিৎ কাটিয়ার কথায়, 'আমাদের ভোট করানোর অভিজ্ঞতা নেই। এর সঙ্গে ছিল প্রশাসনিক ও শাসকদলে চাপ। না হলে আরও ভালো ফল হতে পারত।'

 তবে তৃণমূলের সাফল্যের পিছনে সামাজিক প্রকল্পের হাত রয়েছে বলে স্বীকার করে নিচ্ছেন আদিবাসী সংগঠনের নেতারা। কুড়মি সমাজ (পশ্চিমবঙ্গ) ঝাড়গ্রাম জেলা কমিটির সম্পাদক ধর্মেন্দ্র মাহাতোও স্বীকার করে নিয়েছেন, তৃণমূলের সামাজিক প্রকল্পের প্রচারকে টপকে যাওয়া যায়নি। জাতিসত্তার আন্দোলন থাকলেও জঙ্গলমহলের বেশির ভাগ মানুষ ভরসা করেছেন কন্যাশ্রী, রূপশ্রী ও লক্ষ্মীর ভাণ্ডারের উপর।

ঝাড়গ্রাম জেলা তৃণমূল সভাপতি দুলাল মুর্মু মনে করেন, 'জঙ্গলমহলের প্রত্যেক পরিবার সামাজিক প্রকল্পের কোনও না কোনও সুবিধা পেয়ে থাকেন। তাই নানা প্রতিরোধ স্বত্বেও সাধারণ মানুষ তৃণমূলকেই বেছে নিয়েছে।'

প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়াতে বেশ কিছু আসনে জয় পেয়েছে আদিবাসী কুড়মি সমাজ। গোয়ালতড়ে গ্রাম পঞ্চায়েতে দু'টি আসনে জয় পেয়েছেন তাঁরা। এ ছাড়া মেদিনীপুর সদর ও খড়্গপুর ১ ব্লকে কয়েকটি আসনে জিতেছেন কুড়মিদের নির্দলরা।

পুরুলিয়ায় সব মিলিয়ে ৭০টি আসন পেয়েছেন তাঁরা। বাঁকুড়াতে ৩৩ টি আসনে জিতেছেন তাঁরা। এছাড়া পুরুলিয়ার আগয়া-নড়রা পঞ্চায়েতের ১৪টি আসনের মধ্যে কুড়মিরা পেয়েছেন ৬টি, তৃণমূল ৬টি এবং ২টি আসনে বিজেপি জিতেছে।

মঙ্গলবার দুপুর থেকে গণনা কেন্দ্রে বাইরে সবুজ আবীর মেখেছেন তৃণমূল কর্মীর। পাশাপাশি কুড়মি শিবিরের উড়েছে হলুদ আবির। মাস কয়েক আগে লাগাতার ধর্না আন্দোলনের জেরে বেহাল হয়েছিল জঙ্গলমহলের জনজীবন। ভোট মেটার পর আবার কি সেই আন্দোলনের রাস্তায় হাঁটা শুরু করবে কুড়মি জনজাতি না কী গঠনমূলক পথে নিজেদের দাবি আদায়ের রাস্তায় হাঁটবেন? এখন সেটাই দেখার।

ভোটযুদ্ধ খবর

Latest News

১৪৪ বল বাকি থাকতে SA-কে হারিয়ে ইতিহাস আফগানিস্তানের! একমাত্র ভারতই অপরাজেয় থাকল নেই সরফরাজ-জুরেল! ওপেনার যশস্বী!নজরে প্রথম টেস্টে ভারত-বাংলাদেশের সম্ভাব্য একাদশ দু’‌ঘণ্টা পর শেষ নবান্নের বৈঠক, মুখ্যসচিবের সঙ্গে কী কথা হয় জুনিয়র ডাক্তারদের?‌ ‘কাউকে টেকেন ফর গ্রান্টেড…’, মমতা সরকারকে তোপ পরমের, পালটা জবাব রুদ্রনীলের কসমেটিক সার্জারি না করিয়েও এখনও বরের চোখে 'সেক্সি' থাকার রহস্য ফাঁস করিনার এবার বাইরের তিন চিকিৎসককে তলব করল সিবিআই!‌ আরজি কর কাণ্ডে নয়া মোড় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জমজমাট জম্মু-কাশ্মীরের প্রথম দফার নির্বাচন দেরিতে বেতন আসবে উৎসবের মাসে? পুজোর আগে ‘খারাপ’ ইঙ্গিত পেলেন শিক্ষকরা! ‘DA কম….’ 'খালি যৌন হেনস্থা নয়, থ্রেট কালচারও...' টলিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য অরুণিমার গল টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শতরান কামিন্দুর! আগামীর তারকা, বললেন মালিঙ্গা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.