পঞ্চায়েত ভোটে অশান্তি ও পুনর্নিবাচনের করে তিনটি জনস্বার্থ মামলা হয়েছে। এই তিনটি মামলা করেছেন শুভেন্দু অধিকারী, প্রিয়ঙ্কা টিবরেওয়াল এবং ফরহাদ মল্লিক। এই মামলায় কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, জয়ী প্রার্থীদের ভবিষ্যৎ নির্ভর করবে এই মামলার ভবিষ্যতের উপর। আদালত তা অবিলম্বে কমিশনকে জানানোর নির্দেশ দিয়েছে।
(পড়তে পারেন। Panchayat election result 2023: প্রথমবার ভোটে লড়ে বড় সাফল্য কুড়মিদের, সামাজিক প্রকল্পের ভরে জেলার রাশ TMC-র)
এই মামলায় রাজ্য নির্বাচনের কমিশনের ভূমিকাতেও অসন্তোষ প্রকাশ করেছে প্রধান বিচারপতির বেঞ্চ। পাশাপাশি ভোটের ফল প্রকাশের পরও কোনও অশান্তি সামলাতে পারেনি রাজ্য সরকার, তা নিয়েও অবাক হয়েছে হাই কোর্ট। এ বিষয়ে প্রধান বিচারপতির মন্তব্য, ‘রাজ্য যদি নিজের নাগরিকদের সুরক্ষা দিতে না পারে তা হলে সেটি গুরুত্বপূর্ণ হিসাবে নোট করবে আদালত।’ কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে হলফনামা দেওয়ার। এর সঙ্গে, ৫০০০ বুথে পুননির্বাচনের যে দাবি করা হয়েছে, কমিশনারকে তা বিবেচনা করে দেখতে হবে বলেও জানিয়েছে কলকাতা হাই কোর্ট।
এদিন শুনানির সময় কমিশনের কোনও আধিকারিক আদালতে আসেননি। কমিশনের প্রতিনিধির অনুপস্থিতিতেই আদালত জানায়,কেন্দ্রীয় বাহিনীর অসহযোগিতার বিষয়টি নিয়ে বিশেষ ভাবে দেখবে আদালত। প্রধান বিচারপতির বেঞ্চ আরও বলে, কমিশনের কাছে পুনর্নিবাচনের যে দাবিগুলি এসেছে সেগুলি বিবেচনা করে দেখতে হবে কমিশনকে। যে ঘটনা ঘটেছে তার দায় কমিশনকে নিতে হবে।
প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জানিয়েছে, নির্বাচনের ফল ঘোষণার পরও চারপাশে যা ঘটছে, তা দেখে আদালত রীতিমতো বিস্মিত। যে সন্ত্রাস, হিংসা চলেছে, প্রাথমিক ভাবে দেখে মনে হচ্ছে রাজ্য এ সব নিয়ন্ত্রণ করতে পারছে না। সাধারণ মানুষের জীবন ধারণের স্বাধীনতার সঙ্গে আপস করা হচ্ছে। অভিযোগ এসেছে, পুলিশ নিরীহ মানুষকে সাহায্য করতে পারছে না। সাধারণ মানুষের শান্তি যাতে বজায় থাকে তা নিশ্চিত করার দায়িত্ব রাজ্য সরকারের। সে কাজে তারা যদি ব্যর্থ হয়, তবে খুবই উদ্বেগের। এটি গুরুতর বিষয় হিসাবে আদালত নথিভক্ত করবে।
বুধবার মামলার শুনানিতে কেন্দ্রীয় সরকারের আইনজীবী কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন,'কমিশনের কাছ থেকে আমরা এখনও পর্যন্ত স্পর্শকাতর বুথের তালিকা পাইনি। '