পঞ্চায়েত নির্বাচনের দিন দেরিতে দফতরে ঢুকেছিলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। কিন্তু ভোট গণনার দিন তিনি রাত ২টো পর্যন্ত নির্বাচন কমিশনের দফতরেই ছিলেন বলে সূত্রের খবর। তাই নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে। কারণ পঞ্চায়েত নির্বাচনের দিন যখন সন্ত্রাসের আবহ তৈরি হয়েছিল সেদিন তিন ঘণ্টা দেরিতে অফিসে প্রবেশ করেছিলেন তিনি। অথচ ফলাফলের দিন এত রাত পর্যন্ত দফতরে কেন? যদিও তাঁর রাত পর্যন্ত থাকার অধিকার রয়েছে। তিনি থাকতেও পারেন। কিন্তু দুটি ঘটনাক্রমে মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে আজও অনেক ফলপ্রকাশ হবে বলে খবর। বিশেষ করে সমস্ত জেলা পরিষদের ফলাফল বেরবে।
এদিকে গ্রাম পঞ্চায়েত বা জেলা পরিষদের সমস্ত ফল মঙ্গলবার বেশি রাত পর্যন্ত গণনা শেষ হয়নি। এছাড়া নানা চিঠি এসে পৌঁছেছে রাজ্য নির্বাচন কমিশনের দফতরে। তাই হয়তো মাঝরাত পর্যন্ত কাজের চাপেই ছিলেন রাজীব সিনহা। তবে বেশি রাত পর্যন্ত তাঁকে দফতরেই থাকতে দেখা যায় বলে সূত্রের খবর। তাছাড়া বেশ কয়েকটি মামলা রয়েছে কলকাতা হাইকোর্টে। যার শুনানি আজ, বুধবার। তাই কাগজপত্র তৈরি করতে রাজ্য নির্বাচন কমিশনারকে মাঝরাত পর্যন্ত থাকতে হয়েছে। সূত্রের খবর, রাজ্য নির্বাচন কমিশনার চিন্তাতেই ছিলেন। এত হিংসার ঘটনা কেন ঘটল? কলকাতা হাইকোর্টে আজ জবাব দেবে কমিশন।
অন্যদিকে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের উপর দোষ চাপিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। পঞ্চায়েত নির্বাচনের গণনার দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজীব সিনহা জানান, এই নির্বাচনে রাজ্যের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ঘটেছে। কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রেই কড়া পদক্ষেপ করেছে রাজ্য নির্বাচন কমিশন।কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো কাজ করেছে রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু কেন্দ্রীয় সরকার উপযুক্ত সংখ্যক বাহিনী পাঠায়নি বলেই ১০ হাজারের বেশি বুথে কেন্দ্রীয় বাহিনী ছিল না।
আরও পড়ুন: পুলিশ–আইএসএফ সংঘর্ষে রণক্ষেত্র চেহারা নিল ভাঙড়, গুলিবিদ্ধ অতিরিক্ত পুলিশ সুপার
রাতে দফতরে থাকতে হল কেন? পঞ্চায়েত নির্বাচন সকাল ৭টা থেকে ভোট শুরু হলেও তিন ঘণ্টা পর দফতরে আসেন রাজীব সিনহা। তখন শাসক–বিরোধী উভয়পক্ষই ভুরি ভুরি অভিযোগ করছিল। কিন্তু ভোটগণনার দিন রাত ২টো পর্যন্ত কমিশনেই থাকলেন তিনি। সূত্রের খবর, আদালতের জন্য নানা নথি জোগাড় করতে এবং তথ্য একত্রিত করতে রাত পর্যন্ত তাঁকে থাকতে হয়েছিল দফতরে। এছাড়া ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের সার্বিক ফলাফল তৈরি করতেও আঁকে থাকতে হয়েছিল। যদিও সব ফলাফল রাত পর্যন্ত আসেনি। আজ, বুধবার সকাল থেকে অনেক ফলাফল প্রকাশ্যে আসবে। ভোট গণনার দিন দফতরে ঢুকে একাধিক জেলায় অশান্তির খবর নিয়ে নির্বাচনার কমিশনার জানান, সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসপি, জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে কড়া শাস্তি দিতে হবে।