শনিবার আইএসএল ফাইনালের পরেই আন্তোনিয়ো লোপেজ হাবাস কোচিং ক্যারিয়ার থেকে অবসর নেবেন, এমন জল্পনা শুক্রবার থেকেই জোরালো হয়েছিল। অনেকেই ধরে নিয়েছিলেন, হাবাস সম্ভবত ফুটবল মাঠ থেকে এবার সরে দাঁড়াবেন। কিন্তু সত্যি কি তাই?
আইএসএল ফাইনালের পরেই মোহনবাগান এসজি-র স্প্যানিশ কোচ কিন্তু অন্য কথা বললেন। তিনি কোচিং থেকে অবসর নেওয়ার কথা ফুৎকারে উড়িয়ে দিলেন। বরং দাবি করলেন, ‘আগামী মরশুমের জন্য ক্লাবের সঙ্গে আলোচনা করছি, দেখা যাক কী হয়! তবে এটা ঠিক যে, ভারতেই আমার কোচিং জীবন আমি শেষ করতে চাই। এই কথা আগেও বলেছি। তবে আমি এখনই ভারতের বাইরে যেতে চাই না। এবং এখন ক্লাবের সঙ্গে আলোচনা চলছে। আরও এক মরশুমের জন্য এখানে থাকার সম্ভাবনাও রয়েছে। আমার ক্যারিয়ার এখনই শেষ করা নিয়ে শেষ সংবাদিক সম্মেলনে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। তবে সেরকম কোনও বিষয় নেই। আমি ভবিষ্যতের জন্য পরিকল্পনা করছি এবং ক্লাবের সঙ্গে আলোচনা করছি।’
আরও পড়ুন: রক্ষণই ডোবাল মোহনবাগানকে, মুম্বইয়ের কাছে ১-৩ হার, ত্রিমুকুটের স্বপ্নভঙ্গ সবুজ-মেরুনের
এদিকে শনিবার ফাইনাল জিততে না পারায় মুষড়ে পড়েছে সবুজ-মেরুন ব্রিগেড। অথচ উৎসবের প্রস্তুতি নিয়েই এদিন মাঠে এসেছিলেন মোহনবাগান সমর্থকেরা। সবুজ মেরুন জার্সির ভিড়ে যুবভারতীর গ্যালারিতে মুম্বই সিটি এফসির সমর্থকদের খুঁজে পাওয়া ছিল দুষ্কর। ম্যাচের ফলাফলের পর হাজার হাজার মোহনবাগান সমর্থকের মুখ চুন। ডুরান্ড কাপ, লিগ শিল্ড জিতেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। আইএসএল ট্রফি জিতলেই ত্রিমুকুট জয়ের স্বপ্ন পূরণ হত। কিন্তু হতশ্রী ফুটবল খেলে মুম্বই সিটি এফসি-র কাছে ১-৩ হেরে বসে বাগান ব্রিগেড। আর স্বপ্নভঙ্গের প্রবল যন্ত্রণা নিয়ে মাঠ ছাড়েন সমর্থকেরা।
আরও পড়ুন: মেলবোর্ন সিটির তারকাকে বছরে প্রায় ২.৮ কোটির প্রস্তাব দিল মোহনবাগান, টানাটানি করছে মুম্বইও
ম্যাচের পর তাই বাগান সমর্থকদের জন্য দুঃখ প্রকাশ করে হাবাস বলেন, ‘সমর্থকদের জন্য খারাপ লাগছে। এই ম্যাচে জয় দিয়ে শেষ করে ওদের কাছে বিদায় নিতে চেয়েছিলাম। কিন্তু সেটা হল না। হার-জিত নিয়েই ফুটবল। ফাইনাল পর্যন্ত দলের ছেলেরা অনেক লড়েছে। কিন্তু অতিরিক্ত ম্যাচ ওদের মানসিক ভাবে ক্লান্ত করে তুলেছে।’
আর্মান্দো সাদিকুর কার্ড সমস্যা না হলে ফল অন্য রকম হলেও হতে পারত বলে মনে করেন সবুজ-মেরুন কোচ। হাবাস বলেওছেন, ‘সাদিকু থাকলে হয়তো আমরা আক্রমণে আরও তীব্রতা আনতে পারতাম। কিন্তু এটা তো আমাদের হাতে ছিল না। এটা ঠিকই যে আর্মান্দো, জেসনের চেয়ে ও বেশি আগ্রাসী।’
মোহনবাগান আইএসএল ফাইনাল হারার পর কি হাবাসকে নিয়ে আগ্রহ দেখাবে সবুজ-মেরুন টিম ম্যানেজমেন্ট? উত্তর অবশ্য সময়ই দেবে। তবে হাবাস কিন্তু আরও এক মরশুম বাগানে থাকার বিষয়ে আশাবাদী।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।