বাংলা নিউজ > ভোটযুদ্ধ > Dhupguri by election: ধূপগুড়ি উপনির্বাচনে এএসপি’র সঙ্গে বচসা বিজেপি প্রার্থীর, হুমকি দেওয়ার অভিযোগ

Dhupguri by election: ধূপগুড়ি উপনির্বাচনে এএসপি’র সঙ্গে বচসা বিজেপি প্রার্থীর, হুমকি দেওয়ার অভিযোগ

অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে বচসা বিজেপির প্রার্থীর। নিজস্ব ছবি 

বিজেপি প্রার্থীর অভিযোগ, নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী পুলিশকর্মীরা বুথের ভিতরে থাকতে পারবেন না। তাদের বুথ থেকে ২০০ মিটার বাইরে থাকতে হবে। বুথের মধ্যে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী থাকতে পারবে। কিন্তু, সেই গাইডলাইন না মেনে বুথের গেটে পুলিশকে মোতায়েন করা হয়েছে।

সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে জলপাইগুড়ির ধূপগুড়িতে। বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে দেখা গিয়েছে ভোটারদের। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় হয়েছে ভোট গ্রহণ। যদিও এই উপনির্বাচনে তেমন কোনও বড় গোলমাল হয়নি। তবে পুলিশের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী তাপসী রায়। এ নিয়ে অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে বচসায় ধরিয়ে পড়েন তাপসী রায়। ঘটনায় পুলিশ সুপারের বিরুদ্ধে তিনি হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন।ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির ২৫/১৮৪ নম্বর বুথে।

আরও পড়ুন: রাত পোহালেই ধূপগুড়ি উপনির্বাচন, লোকসভার আগে কঠোর অগ্নিপরীক্ষা

বিজেপি প্রার্থীর অভিযোগ, নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী পুলিশকর্মীরা বুথের ভিতরে থাকতে পারবেন না। তাদের বুথ থেকে ২০০ মিটার বাইরে থাকতে হবে। বুথের মধ্যে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী থাকতে পারবে। কিন্তু, সেই গাইডলাইন না মেনে বুথের গেটে পুলিশকে মোতায়েন করা হয়েছে। শুধু তাই নয়, পুলিশকর্মীরা নিয়ম না মেনে ভোটারদের পরিচয় পত্র যাচাই করছেন বলেও অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী। তাঁর দাবি, রাজ্য পুলিশ এসব করতে পারে না। তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এগুলি দেখার কাজ কেন্দ্রীয় বাহিনীর। এরপরেই অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাপসী রায়। তাঁর আরও অভিযোগ, এ বিষয় নিয়ে প্রিজাইডিং অফিসারের কাছে অভিযোগ জানালে অতিরিক্ত পুলিশ সুপার তাঁকে এবং তাঁর কর্মীর সঙ্গে দুর্ব্যবহার করেন, হুমকির সুরে কথা বলেন। তাঁর অভিযোগ, পুলিশ নির্বাচনী বিধি ভঙ্গ করছে। তিনি বলেন, ‘পুলিশ কর্মীকে গেটের সামনে দাঁড় করানো হয়েছিল। তা দেখেই আমি পুলিশকে সরে যেতে বলি। নিয়ম অনুযায়ী সেখানে পুলিশ কর্মীদের থাকা উচিত নয়  তাই আমি সে কথা বলেছিলাম। কিন্তু পরে ওই পুলিশ অফিসার আমাকে ডেকে হুমকি দেন।’

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন কমিশনের যে গাইডলাইন রয়েছে সে নিয়ে ওনার ভুল ধারণা রয়েছে। উনি বলছেন ২০০ মিটারের মধ্যে পুলিশ থাকতে পারবে না। কিন্তু এটা ভুল। নির্বাচন কমিশনের যে গাইডলাইন রয়েছে সেই মেনেই আমরা পুলিশ মোতায়েন করেছি। কিন্তু, উনি এসে পুলিশকে সরিয়ে দিচ্ছেন। ওনার কোনও অভিযোগ থাকলে উনি নির্বাচন কমিশনকে জানাতে পারেন। সেটাই ওনাকে জানিয়েছি।’ পুলিশের কাজ বাধা দেওয়ার জন্য জেনারেল ডায়েরি করা হবে বলে পুলিশ সুপার জানান। অন্যদিকে, ভোটের পরে জয়ের বিষয়ে নিশ্চিত বিজেপি প্রার্থী। তিনি বলেন, ‘মানুষ আমার পাশেই রয়েছে। মানুষ আমাকে সমর্থন করছে।’

 

বন্ধ করুন