আরও এক প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। তালিকায় হেভিওয়েট নামের মধ্যে রয়েছেন কানহাইয়া কুমার থেকে চরণজিৎ চান্নি। পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ চন্নিকে জলন্ধর কেন্দ্র থেকে দাঁড় করিয়েছে কংগ্রেস। এদিকে, এই তালিকায় নজর কাড়ছেন বাম শিবির থেকে কংগ্রেসে আসা নেতা কানহাইয়া কুমার। তাঁকে উত্তর পূর্ব দিল্লিতে প্রার্থী করেছে কংগ্রেস।
প্রসঙ্গত, উত্তর পূর্ব দিল্লিতে বিজেপির হেভিওয়েট তারকা মনোজ তিওয়ারি প্রার্থী হিসাবে আছেন। তাঁর বিরুদ্ধে কংগ্রেসের তাবড় নাম কানহাইয়া কুমারকে প্রার্থী করেছে কংগ্রেস। উত্তর পূর্ব দিল্লির হাইভোল্টেজ এই ভোট যুদ্ধে শেষ হাসি কার, ত সময়ই বলবে। তবে রাজনৈতিক ময়দান বলছে, গোবলয় থেকে উঠে আসে দুই তাবড় নাম মনোজ ও কানহাইয়াকে ঘিরে রাজধানী দিল্লির ভোট রাজনীতির ময়দান সরগরম হতে পারে।
( Israel Defence:আয়রন ডোম থেকে অ্যারো সিস্টেম, কীভাবে ইরানের আক্রমণ প্রতিহত করল ইজরায়েল?)
উল্লেখ্য, ২০১৯ সাল থেকে লোকসভা ভোটে লড়ছেন কানহাইয়া কুমার। দিল্লির বুকে ছাত্র রাজনীতিতে এককালে বাম শিবির থেকে ঝড় তুলেছিলেন কানহাইয়া। এরপর রাজনীতির পথের বহু মাইলস্টোন পার করে ২০১৯ সালে প্রথম ভোটে লড়েন কানহাইয়া। সেবার বামেদের তরফে বিহারের বেগুসরাই থেকে ভোটে লড়েন কানহাইয়া। সেখানে তাঁর বিপক্ষে ছিলেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। গিরিরাজের কাছে হেরে যান কানহাইয়া। আর এবার কংগ্রেসের টিকিটে তিনি উত্তর পূর্ব দিল্লি কেন্দ্র থেকে লড়ছেন। আর ২০২৪ লোকসভা ভোটেও তাঁর বিরুদ্ধে রয়েছেন বিজেপির আরও এক হেভিওয়েট। মনোজ তিওয়ারি শুধু দিল্লি বিজেপিরই বড় নেতা নন, ভোজপুরী বলয় তথা গোবলয়ের তাবড় সেলেব তিনি। ভোজপুরী গায়ক থেকে নায়ক হয়ে পরে নেতা হয়ে ওঠা মনোজ তিওয়ারি দিল্লির বুকে রাজনীতিতে বহুকাল ধরে পোক্ত জমি বানিয়েছেন। অন্যদিকে, দিল্লিতে ছাত্র রাজনীতিতে জনপ্রিয় নাম কানহাইয়াও বড় নাম। জেএনইউএর প্রাক্তন জেএনএসইউ সভাপতি কানহাইয়া ২০২১ সালে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। এরপর ২০২৪ সালে প্রথমবার কংগ্রেসের তরফে তিনি প্রার্থী হয়েছেন। এদিকে, ২০১৯ সাল থেকে দিল্লিতে সাংসদ মনোজ তিওয়ারি। দিল্লির ভোটে সেখানের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের শীলা দীক্ষিতকে হারিয়েছিলেন মনোজ।
এছাড়াও কংগ্রেসের প্রকাশিত তালিকায় রয়েছে জগতপ্রকাশ আগারওয়ালের নাম। তাঁকে চাঁদনিচক কেন্দ্র থেকে প্রার্থী করেছে কংগ্রেস। এই কেন্দ্র থেকে ১৯৮৪,১৯৮৯,১৯৯৬ সালে তিনি এই কেন্দ্র থেকে জিতেছিলেন। জলন্ধর থেকে পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। ২০২২ সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনে, ৬১ বছর বয়সী নেতা চমকৌর সাহেব এবং ভাদাউর উভয় থেকে হেরেছিলেন।