কংগ্রেসের বিরুদ্ধে হিন্দুদের সম্পত্তি মুসলিমদের মধ্যে ভাগ করে দেওয়ার অভিযোগ তুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এবার কংগ্রেস এবং সমাজবাদী পার্টির বিরুদ্ধে মুসলিমদের জন্য কিছুই না করার অভিযোগ তুললেন তিনি। প্রধানমন্ত্রীর কটাক্ষ, কংগ্রেস এবং সমাজবাদী পার্টি (সপা) সবসময় তোষণের রাজনীতি করেছে। আলিগড়ের নুমাইশ গ্রাউন্ডে বিজেপি লোকসভা প্রার্থী সতীশ গৌতম (আলিগড়) এবং অনুপ বাল্মিকির (হাথরস) সমর্থনে একটি সমাবেশে বক্তৃতা রাখতে গিয়ে প্রধানমন্ত্রী এভাবেই দুই দলকে আক্রমণ করেছেন।
আরও পড়ুনঃ ফের 'সম্পদ পুনর্বণ্টন' নিয়ে তোপ মোদীর, তবে শব্দচয়নে নজর দিয়ে বাদ ‘মুসলিম’
সোমবার এই জনসভা থেকে নরেন্দ্র মোদী বলেন, ‘মুসলিমদের আর্থিক, সামাজিক এবং রাজনৈতিক উন্নয়নের জন্য কোনও কিছুই করেনি কংগ্রেস এবং সমাজবাদী পার্টি। আমি যখন পিছিয়ে পড়া মুসলমানদের সমস্যা নিয়ে আলোচনা করি তখন এদের লোম খাড়া হয়ে যায়। উপরে থাকা লোকেরা টাকা লুট করেছে আর অনগ্রসর শ্রেণির মুসলমানদের তাদের নিজেদের অবস্থাতেই ছেড়ে দিয়েছে।’
এদিনের বক্তব্যে তিন তালাকের প্রসঙ্গ টেনেও তিনি কংগ্রেসকে আক্রমণ করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘তিন তালাকের ফলে কত মেয়ের জীবন নষ্ট হয়ে গিয়েছিল। শুধু তাদের জীবনই নষ্ট হতো না, তাদের পরিবারও দুশ্চিন্তার মধ্যে থাকতেন। কিন্তু, মোদী তিন তালাক নিয়ে আইন নিয়ে এসে তাদের জীবনকে সুরক্ষিত করেছে।’ শুধু তাই নয়, বর্তমান সরকারের আমলে হজ যাত্রার সুবিধার কথা উল্লেখ করেন নরেন্দ্র মোদী । তিনি বলেন, ‘প্রথমে হজের কোটা কম থাকার কারণে অনেক সমস্যা হত। তাতে টাকা লেনদেনের বিষয়টিও ছিল। শুধুমাত্র হাতে গোনা কিছু লোক হজে যেতে পারতেন। কিন্তু, আমি ক্ষমতায় আসার পরে সৌদি আরবের যুবরাজের কাছে অনুরোধ করেছিলাম যে ভারতের মুসলমানদের হজে যাওয়ার জন্য কোটা বাড়ান। তার ফলে শুধু হজের কোটা যে বেড়েছে তাই নয়, ভিসার নিয়ম আরও সহজ করা হয়েছে।’ তাঁর আরও সংযোজন, ‘আগে মহিলারা একা হজে যেতে পারতেন না। তবে এখন তারা হজে যেতে পারছেন। এর ফলে অনেকের হজ যাওয়ার স্বপ্ন সত্যি হয়েছে। অনেক মা বোন এরজন্য আমাকে আশীর্বাদ করেছেন।’
এদিনের সভা থেকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসাও করেছেন প্রধানমন্ত্রী মোদী। তাঁর দাবি, রাজ্যটি শীঘ্রই স্বনির্ভর ভারতের একটি বড় কেন্দ্রে পরিণত হতে চলেছে। উল্লেখ্য, আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হবে উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগর, মিরাট, বাগপত, গাজিয়াবাদ, আলিগড়, মথুরা এবং বুলন্দশহর আসনে।