বাংলা নিউজ > ভোটযুদ্ধ > লোকসভার ভোটযুদ্ধ > আগেই এক্সপ্রায়ার করে গিয়েছে, প্রিসাইডিং অফিসারদের বাজে খাবার দেওয়ার অভিযোগ

আগেই এক্সপ্রায়ার করে গিয়েছে, প্রিসাইডিং অফিসারদের বাজে খাবার দেওয়ার অভিযোগ

খাবার নিয়ে বিক্ষোভ।

বাঁকুড়ায় লোকসভা নির্বাচন আগামী ২৫ মে। তাই নির্বাচন উপলক্ষে ভোটের ডিউটির জন্য ভোট কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রিসাইডিং অফিসারদের সেরকম নির্বাচন কমিশনের নির্দেশের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। 

এবার ভোটের প্রিসাইডিং অফিসারদের খাবারে পোকা কিলবিল করছিল বলে অভিযোগ উঠল। অভিযোগ, আর এই খাবার দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের নির্দেশে আয়োজিত একটি প্রশিক্ষণ কেন্দ্রে। অভিযোগ, প্রশিক্ষণরত প্রিসাইডিং অফিসারদের মেয়াদ-উত্তীর্ণ খাবার দেওয়া হয়েছিল। আর সেই কারণে তাতে পোকা দেখা গিয়েছে। এমন অভিযোগকে কেন্দ্র করে তুমুল শোরগোল পড়ে গিয়েছে। ঘটনাটি হল বাঁকুড়ার।

আরও পড়ুন: কুলতলিতে স্কুলে মিড ডে মিলের মাংস-ভাত খেয়ে অসুস্থ শতাধিক পডুয়া, বিক্ষোভ

১৯ এপ্রিল থেকে শুরু হয়েছে ২০২৪ সালের লোকসভা নির্বাচন। বাঁকুড়ায় লোকসভা নির্বাচন আগামী ২৫ মে। ভোটের ডিউটির জন্য ভোটকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রিসাইডিং অফিসারদের সেরকম নির্বাচন কমিশনের নির্দেশের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, বাঁকুড়ার খাতড়া মহকুমা এলাকার খাতরা কংসাবতী শিশু বিদ্যালয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। তাতে প্রায় ৮০০ জন প্রিসাইডিং অফিসার অংশ নিয়েছিলেন। 

দাবি করা হয়েছে যে প্রশিক্ষণের ফাঁকে দুপুরে প্রিসাইডিং অফিসারদের টিফিন দেওয়া হয়। তাতে প্যাটিস থেকে শুরু করে আরও বেশ কিছু প্যাকেটজাত খাবার ছিল। টিফিন পাওয়ার পরেই খেতে শুরু করে দিয়েছিলেন অনেকেই। তখনই বেশ কয়েকজনের চোখে পড়ে পোকা। প্যাটিসের ভিতর পোকা কিলবিল করতে দেখে অনেকের বমি বমি ভাব হতে শুরু করে। অনেকেই অসুস্থ বোধ করতে শুরু করেন বলে অভিযোগ উঠেছে।

সেই অভিযোগ সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে যায়। খবর পেয়ে সেখানে ছুটে যান খাতড়ার মহকুমা শাসক এবং জেলা প্রশাসনের আধিকারিকরা। তাঁরা দ্রুত প্রিসাইডিং অফিসারদের বিকল্প খাবারের ব্যবস্থা করার জন্য নির্দেশ দেন। এর পাশাপাশি যে সংস্থা খাবার সরবরাহ করার দায়িত্বে ছিল, তার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এই ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন প্রিসাইডিং অফিসাররা।

বিষয়টি নিয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, ‘আমরা প্রথম থেকেই দাবি করে আসছি দুর্নীতি রোধে ভোটকর্মীদের রিফ্রেশমেন্টের জন্য বরাদ্দ অর্থ ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হোক। অনেক ক্ষেত্রেই বরাদ্দ অর্থের কম মূল্যের লাঞ্চ দেওয়া হচ্ছে। আর সৌজন্যমূলক যে টিফিনের ব্যবস্থা থাকবে, তা যেন খারাপ না হয়। যাঁদের উপর ভর করে ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়, তাঁদেরকে এইভাবে অবজ্ঞা এবং অবহেলা করার বিরুদ্ধে নির্বাচন কমিশনে জানিয়েছি। খাতড়াতে আজ ভোটকর্মীদের জন্য পচা এবং এক্সপায়ারি ডেটের খাওয়ার দেওয়া হয়েছে- এই অভিযোগে বিক্ষোভ ভোট কর্মীদের। সঙ্গত কারণেই আজ ভোটকর্মীদের ট্রেনিংয়ের সময় বাঁকুড়া জেলার খাতড়া মহকুমার কংসাবতী শিশু শিক্ষা নিকেতনে বিক্ষোভ। এই দুর্নীতি বন্ধ করতে হবে। এর প্রতিকার চাই।’

ভোটযুদ্ধ খবর

Latest News

অতি ভারী বৃষ্টি ৯ জেলায়, শনিতে বইবে ঝোড়ো হাওয়াও, বিশ্বকর্মা পুজোয় এরকমই হবে? বৃষ্টিস্নাত দিল্লিতে যেন দীপাবলি! ‘হিরোর’ বরণ পেয়ে কেজরি বললেন ‘জেলের গরাদও….’ ১৭টি ছক্কা, ৫টি চার! মাত্র ৩৩ বলে সেঞ্চুরির গণ্ডি টপকে তাণ্ডব আইপিএল তারকার পুজোর গান গেয়ে ট্রোলড বাবুল!‘আমরা সফট টার্গেট বলেই…’, ফুঁসে উঠলেন তৃণমূলের বাবুল CPM বিধায়কদের সঙ্গে বৈঠক, বিয়েবাড়ির ভেজ কাউন্টার- একাকী মমতার ছবিতে মিমের বন্যা আগামী পাঁচ বছরের মধ্যে বৃষ্টিপাত ও আবহাওয়া নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা ভারতের ১৯৮৪তে ছিনতাই হওয়া বিমানে ছিলেন বাবা, সেদিনের চমকে দেওয়া ঘটনা সামনে আনলে জয়শঙ্কর বেস কিচেন পালটেগেল ক্লাউড কিচেনে, মুম্বই থেকে পরিবর্তন শুরু ভারতীয় রেলে বেঁচে আছেন লাদেন পুত্র, সলতে পাকাচ্ছেন বাবার সংগঠনে, নিরাপত্তায় ৪৫০ যোদ্ধা বিশ্বব্যাপী ৩০ শতাংশ কর্মী ছাঁটাই করবে স্যামসাং, প্রভাব পড়বে ভারতেও

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.