বাংলা নিউজ > ভোটযুদ্ধ > লোকসভার ভোটযুদ্ধ > Lok Sabha Election Ticket Update: 'মেয়েকে কিডনির বিনিময়ে লোকসভা ভোটের টিকিট দিয়েছেন লালু', বিস্ফোরক BJP

Lok Sabha Election Ticket Update: 'মেয়েকে কিডনির বিনিময়ে লোকসভা ভোটের টিকিট দিয়েছেন লালু', বিস্ফোরক BJP

সিঙ্গাপুরের হাসপাতালে লালুপ্রসাদ ও তাঁর মেয়ে. (PTI Photo) (PTI)

বিজেপি নেতার দাবি, রোহিনীকে তাঁর কিডনির বিনিময়ে লোকসভা ভোটে লড়াই করার টিকিট দিয়েছেন লালু। উল্লেখ্য, আনুষ্ঠানিক ভাবে এখনও রোহিনীর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়নি। তবে বিহারের রাজনৈতিক মহলে গুঞ্জন, সরণ লোকসভা আসনে রোহিনীকে টিকিট দিতে পারে আরজেডি।

কয়েক মাস আগেই লালু প্রসাদ যাদবের কিডনি প্রতিস্থাপনের অপারেশন হয়েছিল। বাবা লালুর জন্য সেই সময় একটি কিডনি দান করেছিলেন মেয়ে রোহিনী আচার্য। সেই প্রসঙ্গ টেনে এনে এবার লালু এবং আরজেডিকে আক্রমণ শানালে বিহার বিজেপির সভাপতি তথা বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। বিজেপি নেতার দাবি, রোহিনীকে তাঁর কিডনির বিনিময়ে লোকসভা ভোটে লড়াই করার টিকিট দিয়েছেন লালু। এদিকে সম্রাটের এহেন মন্তব্যের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিহারের প্রধান বিরোধী দল আরজেডি। উল্লেখ্য, আনুষ্ঠানিক ভাবে এখনও রোহিনীর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়নি। তবে বিহারের রাজনৈতিক মহলে গুঞ্জন, সরণ লোকসভা আসনে রোহিনীকে টিকিট দিতে পারে আরজেডি। এই আবহে সম্রাট এই মন্তব্য করে আক্রমণ শানান লালুকে। (আরও পড়ুন: 'ওরা পরম বন্ধু', ভারত বন্দনায় মুইজ্জু, পকেটে টান পড়তেই নয়া আবদার মলদ্বীপের)

আরও পড়ুন: দুর্নীতির 'মাথা' কেজরি, দাবি ইডির, BJP-কে ৪৪ কোটি চাঁদা দেওয়া ব্যবসায়ী রাজসাক্ষী

সম্রাট বলেন, 'আমরা সবাই জানি যে লালু প্রসাদ তাঁর দলের টিকিট বিক্রি করে থাকেন। তিনি এই কাজে খুবই দক্ষ। কিন্তু নিজের মেয়েকেও এর থেকে রেহাই দিলেন না লালু। প্রথমে মেয়ের থেকে কিডনি নিয়েছেল। তার বদলে মেয়েকে টিকিট দিয়েছেন। লালুজির সংক্ষিপ্ত পরিচয় এটাই।' এদিকে সম্রাট চৌধুরীর এই মন্তব্যের বিরোধিতা করে আরজেডি দাবি করেছে, গোটা নারী সমাজকে অপমানিত করা হয়েছে এই বক্তব্যের মাধ্যমে। এই আবহে বিজেপির বিরুদ্ধে আরজেডির মহিলা ব্রিগেডকে রাস্তাতেও নামানো হয়েছে বিক্ষোভ প্রদর্শনের জন্য। (আরও পড়ুন: 'পাশে আছি', বার্তা মোদীর, মস্কো হামলা নিয়ে রাশিয়াকে নাকি আগেই সতর্ক করেছিল USA)

আরও পড়ুন: গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত খলিস্তানিরা, পাক মদতে খোঁজ নয়া নেতার, দাবি রিপোর্টে

এদিকে আরজেডি সম্রাটের 'দ্বিচারিতা' তুলে ধরে দাবি করে, 'নিজের মায়ের মৃত্যুর পরে সম্রাট চৌধুরী মাথায় পাগড়ি বেঁধে প্রতিশ্রুতি করেছিল, নীতীশ কুমারকে ক্ষমতাচ্যুত করবেন। আর এখন সেই নীতীশের সঙ্গে মিলেই ক্ষমতা ভোগ করছেন সম্রাট।' এই আবহে আরজেডির মুখপাত্র সরিকা পাসওয়ান দাবি করেন, নারীজাতি সম্রাটকে কোনওদিন ক্ষমা করবে না। এদিকে আরজেডির এপর এক মুখপাত্র মধু মঞ্জরী কুশওয়াহা বলেন, 'বিজেপি সভাপতির এই মন্তব্যে আঘাত পেয়েছে নারী সমাজ। আরজেডি সবসময় পিছিয়ে পড়া দরিদ্র শ্রেণির ব্যক্তিদের টিকিট দিয়ে থাকে। আরজেডি কুশওয়াহা জাতির লোকেদের টিকিট দিয়েছে বলেই সম্রাট চৌধুরী তা মেনে নিতে পারছেন না। তিনি নিজেও কুশওয়াহা জাতির। আর তাই মহিলাদের অপমান করে তিনি এই সব মন্তব্য করছেন।' উল্লেখ্য, প্রথম দফায় বিহারে যে ৪টি আসনে ভোটগ্রহণ হবে, তার মধ্যে দু'টি আসনে আরজেডি কুশওয়াহা জাতির প্রার্থী দাঁড় করাচ্ছে বলে জানা গিয়েছে। এই আবহে বিজেপির ভোট সমীকরণ বিগড়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে বলে দাবি আরজেডির।

 

 

ভোটযুদ্ধ খবর

Latest News

আগামিকাল ভাদ্র সংক্রান্তিতে ঘরে ঘরে পূজিত হবে মা মনসা, জেনে নিন এই পুজোর মহত্ব শিশুর মায়ের পোশাক খুলে নেওয়ার চেষ্টা সরকারি হাসপাতালে, গ্রেফতার ওয়ার্ড বয় কলকাতা লিগের সুপার সিক্সে ধাক্কা মহমেডানের!ক্যালকাটা কাস্টমসের কাছে ২-১ গোলে হার ‘গানটার শ্লীলতাহানি করে ছাড়ল’,বেসুরো গান গেয়ে নেটপাড়ায় ট্রোলড তৃণমূলের রচনা ‘দাদু’, ‘বাপ্পাদা’, ‘সাহেব’ এরা কারা?‌ অডিয়ো ক্লিপের সূত্র ধরে তদন্তে নামল পুলিশ মুর্শিদাবাদে থাকাকালীন রাতভর… সন্দীপের বিরুদ্ধে বিস্ফোরক এক রূপান্তরকামী- Report আগামিকাল কেমন কাটবে আপনার? সোমবারে হাতে আসবে টাকা? জানুন ১৬ সেপ্টেম্বরের রাশিফল মেয়ে কোলে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন দীপিকা, খুশিতে ডুবে রণবীর ‘অতি বামপন্থী’ সঞ্জীবের ‘গড ফাদার’ জেলবন্দি পার্থ! কীভাবে সম্ভব? প্রশ্ন শতরূপের অস্থির আবহ!মানবিকতার খাতিরে মুক্তি পাচ্ছে না ঋত্বিক-জয়-ইন্দ্রনীলের 'পরিচয় গুপ্ত'

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.