এলএন রাও
বিজেপি সোমবার মধ্যপ্রদেশ ভোটের ৫৭জনের প্রার্থীর তালিকা প্রকাশ করল। মধ্য়প্রদেশ নির্বাচনে তাঁরা লড়বেন। বর্তমান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বুধনি নির্বাচনী ক্ষেত্র থেকে লড়াই করবেন বলে খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নরোত্তম মিশ্র লড়বেন দাতিয়া আসন থেকে। রেহলি থেকে লড়বেন গোপাল ভার্গব, নারেলা থেকে বিশ্বাস সারং ও সানওয়ার আসন থেকে লড়বেন তুলসীরাম সিলাভাত।
নির্বাচন কমিশন মধ্য়প্রদেশ ভোটের সময়সূচি ঘোষণা করেছে। এক পর্বেই ভোট হবে। ১৭ নভেম্বর হবে ভোট। ৩ ডিসেম্বর ফলাফল ঘোষণা করা হবে।
এবার প্রার্থী তালিকাটা দেখে নিন।
শিবরাজ সিং চৌহান- বুধনি
নরোত্তম মিশ্র- দাতিয়া
গোপাল ভার্গব-রেহিল
বিশ্বাস সারং-নারেলা
তুলসীরাম সিলভাত- সানোয়ার
অরবিন্দ সিং ভাদুরিয়া- আতের
ভরত সিং খুশওয়া- গোয়ালিয়র রুরাল
প্রদ্যুম্ন সিং তোমার- গোয়ালিয়র
ভূপেন্দ্র সিং- খুরাই
গোবিন্দ সিং রাজপুত- সুরখি
প্রদীপ লারিয়া- নারিয়োলি
কানোয়ার প্রদ্যুম্ন সিং লোধি- মালহারা
ব্রিজেন্দ্র প্রতাপ সিং- পান্না
বিক্রম সিং- রামপুর বাঘেলান
দিব্যরাজ সিং- সিরমৌর
প্রদীপ পটেল-মৌগঞ্জ
গিরিশ গৌতম- দিওতালব
রাজেন্দ্র শুক্লা- রেওয়া
স্বর্ণেন্দু তিওয়ারি- চুরহাট
মনীষা সিং- জয়সিংনগর
জয়সিং মারাভি-জয়পুর
বিসাহুলাল সিং- আনাপ্পুর
কুমারী মীনা সিং মান্ডভে- মানপুর
সঞ্জয় সত্যেন্দ্র পাঠক- বিজয়রাঘবগড়
সঞ্জীব শ্রীপ্রসাদ জয়সওয়াল- মুরওয়ারা
অজয় বিষ্ণোই- পাটান
অশোক রোহানি- জব্বলপুর ক্যান্টনমেন্ট
সুশীল কুমার তিওয়ারি- পানাগড়
রামকিশোর কানভারে- পারাসওয়াদা
দীনেশ মুনমুন রাই- সিওনি
যোগেশ পান্ডারে- আমলা
কমল পটেল- হারদা
বিজয়পাল সিং- সোহাগপুর
প্রভূরাম চৌধুরী- সাঁচি
রামপাল সিং- সিলওয়ানি
উমাকান্ত শর্মা- সিরোঞ্জ
বিষ্ণ খাতরি- বেরাসিয়া
ওমপ্রকাশ সকলেচা- জাওয়াদ
কৃষ্ণা গৌড়- গোবিন্দপুরা
রামেশ্বর শর্মা- হুজুর
করণ সিং ভার্মা- ইচ্ছাওয়ার
সুদেশ রাই- সেহোর
গায়ত্রী রাজে পানোয়ার- দেওয়াস
মনোজ চৌধুরী- হাতপিপলিয়া
আশিস গোবিন্দ শর্মা- খাটেগাঁও
কুনওয়ার বিজয় শাহ- হারদৌদ
প্রেমসিং পটেল- বাদওয়ানি
রাজবর্ধন সিং- বাদনাওয়ার
রমেশ মেনডোলা- ইন্দোর ২
মালিনী লক্ষ্মণ সিং গৌর- ইন্দোর ৪
মোহন যাদব- উজ্জ্বয়ন দক্ষিণ
চৈতন্য কুমার কাশ্যপ- রাতলম সিটি
যশপাল সিং সিসোদিয়া- মান্দসৌর
জগদীশ দেওরা-মালহারগড়
হরদীপ সিং ডাং- সুসাওয়ারা