ফিল্ম প্রযোজক রমেশ জগদীশ শর্মার অ্যাকাউন্ট থেকে ১০.৩৫ লক্ষ টাকা হাতিয়ে নিল বাড়ির পরিচারক। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের আন্ধেরিতে। ঘটনায় বৃহস্পতিবার মুম্বইয়ের DN নগর থানায় অভিযোগ জানিয়েছেন ওই ফিল্ম প্রযোজক। প্রসঙ্গত, রমেশ জগদীশ শর্মা ‘বাঘি’ (১৯৯০), ‘এক থা রাজা’, ‘আক্রোশ’, ‘পিয়াসা’, ‘গেম’-এর মতো ছবির প্রযোজনা করেছেন।
প্রযোজক রমেশ জগদীশ শর্মার অভিযোগ, তাঁর বাড়ির গৃহকর্মী ইরফান জাভেদ সায়াদ, গত ৫ বছর ধরে তাঁর সঙ্গে কাজ করছেন। তিনি একটি UPI-ভিত্তিক অ্যাপ ডাউনলোড করেং তাঁর পুরনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করেছেন। আর এভাবে ২৯ জুন থেকে ১১ অক্টোবরের মধ্যে, ২০ বছর বয়সী ওই অভিযুক্ত ইরফান জগদীশ শর্মার অ্যাকাউন্ট থেকে ১০.৩৫ লক্ষ টাকা স্থানান্তরিত করেছেন। জগদীশ শর্মা এটি টের পান, যখন তাঁর চেকগুলি বাউন্স করে, আর তাতে তিনি অসম্মানিত হন। আর এরপরেই তিনি ইরফানের কাণ্ডকারখানা সম্পর্কে জানতে পারেন।
আরও পড়ুন-অতীতে রাহুলের একাধিক প্রেম! তারপরেও কেন রাহুলের প্রেমে পড়লেন? অকপট দেবাদৃতা
আরও পড়ুন-বিজয়ায় 'ভাসান ডান্স', ঠুমকায় মাত করলেন 'সত্যবতী' সোহিনী
আরও পড়ুন-নাম রেখেছেন 'হলুদ যুবরাজ', শহর জুড়ে ট্যাক্সি নিয়ে সৌরভ ভক্তের ‘দাদাগিরি’
আরও পড়ুন-শাহরুখের ‘জওয়ান’ যেন অশ্বমেধের ঘোড়া! বক্স অফিসে ৫০ দিন পার করে ছবির আয় কত?
বছর ২০র ওই পরিচারক ইরফান জাভেদ সায়াদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধিক এং তথ্য প্রযুক্তি আইনের অধীনে প্রতারণা এবং অন্যান্য অপরাধের অভিযোগ আনা হয়েছে। পুলিশ ওই অভিযুক্ত পরিচারককে গ্রেফতার করেছে কিনা, সেবিষয়টি এখনও স্পষ্ট নয়।