হলুদ ট্যাক্সিতে বড় বড় করে লেখা 'দাদাগিরি'। আর সেই ট্যাক্সিই ঘুরে বেড়াচ্ছে কলকাতা শহরে। নাহ, উদ্যোগটা সৌরভ গঙ্গোপাধ্যায়ের 'দাদাগিরি' নির্মাতাদের নয়, আবার চ্যানেল কর্তৃপক্ষেরও নয়। উদ্যোগটা এক সৌরভ অনুরাগীর।
নাম দেবাশিস বাগ। তিনিই পেশায় ট্যাক্সি চালক। নিজের হলুদ ট্যাক্সিকে রং-তুলি দিয়ে 'দাদাগিরি' লিখে সাজিয়েছেন দেবাশিস। নাম রেখেছেন, 'হলুদ যুবরাজ'। দেবাশিস বাগ জানাচ্ছেন, তিনি প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের একনিষ্ঠ ভক্ত। ছোট থেকে তিনিও ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন। তবে পারিবারিক দায়িত্ব ও আর্থিক সীমাবদ্ধতা তার পথে বাধা হয়ে দাঁড়ায়। তবে তারপরেও 'দাদা' সৌরভ গঙ্গোপাধ্যায়ের ব্যক্তিত্ব তাঁকে অনুপ্রেরণা যোগায়। সৌরভ তাঁর কাছে আশা, সাহস ও সংকল্পের প্রতীক হয়েছিলেন। দেবাশিস বাগের কথায়, 'দাদা'সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানাতেই তিনি নিজের ট্যাক্সিকে এভাবে সাজিয়েছেন।
আরও পড়ুন-পায়ের উপর দিয়ে চলে গেল গাড়ি, দুর্ঘটনার কবলে টেলিপর্দার 'ওম' ইন্দ্রজিৎ বসু
আরও পড়ুন-আমিরের সঙ্গে অভিনয় করতে চাইতেন না কাজল, কিন্তু কেন? ফাঁস করলেন পরিচালক ধর্মেশ
দেবাশিস বাগ জানান, তিনি তাঁর ট্যাক্সিতে 'দাদাগিরি' গানটি বাজান। যাঁরা তাঁর ট্যাক্সিতে ওঠেন, তিনি সেই যাত্রীদের জলের বোতল দিয়ে স্বাগত জানান। যাঁরা তাঁর ট্যাক্সিতে চড়বেন তাঁদের যাত্রাকে স্মরণীয় করে রাখতে চান দেবাশিস বাগ। পুজোর সময়েও ম্যাডক্স স্কোয়ার সহ বিভিন্ন মণ্ডপে ঘুরে বেড়িয়েছে। এখনও শহরের বিভিন্ন প্রান্তে ঘুরছে এই ট্যাক্সি।
প্রসঙ্গত চলতি মাস থেকেই শুরু হয়েছে ‘দাদাগিরি’র ১০ নম্বর সিজন। প্রসঙ্গত, ক্রিকেটার হিসাবে সফল হওয়ার পর বিনোদন দুনিয়াতে এসেও সমান সফবল সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর সঞ্চলনায় 'দাদাগিরি' শোটিও বেশ জনপ্রিয়। এই শোয়ে এসেও 'দাদা' গুগলিতে ধরাশায়ী হন বহু প্রতিযোগী।